কথোপকথোন ১

ফজলে রাব্বী সোয়েব ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার, ০৬:৩২:২৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৬ মন্তব্য

—–জেগে আছো?

—–হম।

—ঘুমাও নি কেন?

—-ঘুম আসছে না।

—কেন?

—-আমার চোখ থেকে কে যেন ঘুমটা কেড়ে নিয়েছে?

—- ওহ। কে সে?

—— যাকে নিয়ে স্বপ্ন দেখতাম, যাকে নিয়ে প্রেমের এক উপাখ্যান রচনা করতাম।

—– এত ভালোবাসো তাকে?

—– হয়তো বাসি।

—– তাকে তো পাবে না এ জীবনে।

—– ভালোবাসাটা যেদিন মনের মধ্যে গেঁথে গেলো, সেদিন থেকেই জানি ওকে আমি পাবো না।আমি তো কখনো কারো হতে পারি নি।কিন্তু তাতে কি? ভালোবাসলেই যে সে আমার হবে, সে রকম কোন সূত্র তো নেই।

 

৬২৬জন ৫৪২জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ