—–জেগে আছো?
—–হম।
—ঘুমাও নি কেন?
—-ঘুম আসছে না।
—কেন?
—-আমার চোখ থেকে কে যেন ঘুমটা কেড়ে নিয়েছে?
—- ওহ। কে সে?
—— যাকে নিয়ে স্বপ্ন দেখতাম, যাকে নিয়ে প্রেমের এক উপাখ্যান রচনা করতাম।
—– এত ভালোবাসো তাকে?
—– হয়তো বাসি।
—– তাকে তো পাবে না এ জীবনে।
—– ভালোবাসাটা যেদিন মনের মধ্যে গেঁথে গেলো, সেদিন থেকেই জানি ওকে আমি পাবো না।আমি তো কখনো কারো হতে পারি নি।কিন্তু তাতে কি? ভালোবাসলেই যে সে আমার হবে, সে রকম কোন সূত্র তো নেই।
৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
তাইলে কি ভালাবাসা নির্স্বার্থ কবি সাব? না বেদনা বিধুর ?
ফজলে রাব্বী সোয়েব
স্বার্থ ছাড়া কোন কিছুই নেই। ভালো থাকবেন
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ কবি সাহেব। ভালো থাকুন।
হালিমা আক্তার
নিঃস্বার্থ ভালোবাসা । শুভ রাত্রি।
বন্যা লিপি
এক তরফা,নিঃস্বার্থ ভালবাসা….এতেই বেশি দহন জ্বালা।
ফজলে রাব্বী সোয়েব
ধন্যবাদ