কথা ছিলো…

রিমি রুম্মান ২০ জুলাই ২০১৫, সোমবার, ০৯:১২:১০অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

চাঁদ রাতে বাঙালি পাড়া খ্যাত জ্যাকসন হাইটস সারারাত জমজমাট থাকে। প্রশস্ত ফুটপাতে সবাই মেহেদি দেয়ায় ব্যস্ত। উৎসব উপলক্ষে রাস্তায়, গাছগুলোয় লাইটিং করা। সবমিলে আলো ঝলমলে এক আনন্দঘন পরিবেশ হয়ে উঠে এলাকাটি।

 

কথা ছিল বন্ধুদের সাথে আড্ডা হবে। দু’হাতে মেহেদি হবে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে চা খাওয়া হবে। রাতভর ব্যস্ততা বিহীন নিশ্চিন্ত ঘুরে বেড়ানো হবে। কাজ সব গুছিয়ে সে উদ্দেশ্যেই বেরিয়ে পরি রাত এগারোটায়। গান শুনতে শুনতে হাওয়ায় উড়তে উড়তে যাচ্ছিলাম। কাছাকাছি যেতেই জ্যামে আটকে থাকি। ঈদ জ্যাম। এক ঘণ্টা এ গলি আর ও গলি ঘুরে পার্কিং না পেয়ে ফিরে আসি কিছু কাজ বাকি পরে আছে বলে। জীবন থেকে বেহুদাই ষাট’টি মিনিট চলে গেলো…

 

কথা ছিল নিউইয়র্কের ঈদের দিন দেশে ফোন করবো। কি কিনেছি, কি রেঁধেছি, কি করেছি দিনভর এসব বলবো মা’য়ের সাথে। মা উত্তরে বলবে, এটা করলি ক্যান, এটা এভাবে রাঁধলি না ক্যান, ওভাবে রাঁধলে আরো মজা হতো।

 

কথা ছিল বাংলাদেশের ঈদের দিন ভোরে ফোন করবো। জিগ্যেস করবো, আব্বা কি করেন ? ওপাশের ব্যস্ত মানুষটা বলে উঠবেন, রেডি হইতাসি… নামাজের দেরি হইয়া যাইতাসে… তোর আম্মার সাথে কথা ক…। অতঃপর, আম্মা ফোন ধরেই বলা শুরু করবে, কি শাড়ি পরবে… কি রান্না করবে… কি পরিকল্পনা সারাদিনের… বাসার পাশ দিয়ে ফেরি করা শাক সব্জি বিক্রেতা’রা ঈদ উপলক্ষে গ্রামে চলে গেসে… শাক পাওয়া যাচ্ছে না… ডায়াবেটিকস সামান্য বেড়েছে…

 

এমন কতো কি-ই তো কথা ছিল ! ঈদ আসে, ঈদ যায়। কথা’রা কথা-ই থেকে যায়। সব আনন্দ আর কোলাহলের মাঝেও পৃথিবীর কোথাও কোথাও কিছু সন্তানের ভেতরটা মেঘলা, অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। কখনো বা সেখানে বৃষ্টি ঝরে অবিরল ধারায়…

 

যাদের বাবা-মা বেঁচে আছে, তাঁদের খুব বলতে ইচ্ছে হয়, তোমরা তোমাদের বাবা-মা’কে আগলে রাখো, যতোটা রাখা যায়, ঠিক ততোটাই। এমন মূল্যবান সম্পদ হারিয়ে গেলে আর যে ফিরে আসে না… কোনকিছুর বিনিময়েই না…

শুভেচ্ছা সকলকে…

৪২৪জন ৪২৩জন

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ