
-আমার একলা নিঃসঙ্গ প্রতিটি মুহূর্ত জানে,
আমি তোমাকে কতোটা অনুভব করেছি শুভ্রনীল!
যখন একাকীত্বে ভীষণ কষ্ট পেয়ে ভয়ে কুঁকড়ে উঠি।
অন্ধকারে মুখ লুকিয়ে নিঃশব্দে ডুকরে কাঁদি।
তখন সে কান্নার প্রতিটি অশ্রু বিন্দু জানে,
আমি তোমাকে কতোটা ভালোবেসেছি শুভ্রনীল!
এই যে চার দেয়ালের তৈরি ঘরটি
যেখানে আমার সকাল দুপুর সাঝ-
এমন কি রাত কেটে যায় একাকী,
সে ঘরের প্রতিটি দেয়াল জানে,
আমি তোমাকে কতোটা চেয়েছি শুভ্রনীল!
-আমার ব্যস্তময় প্রতিটি মুহূর্ত জানে
আমি তোমাকে কতোটা মিস করি সুহাসিনী!
প্রচণ্ড ব্যস্ততায় যখন হাঁপিয়ে উঠি,
ভীষণ ক্লান্ত একগুঁয়ে লাগে সবকিছু,
তখন ইচ্ছে করে সমস্ত ব্যস্ততা দুপায়ে দলিয়ে-
একছুটে চলে আসি তোমার কাছে।
আমার সেই অব্যক্ত ইচ্ছেরা জানে,
আমি তোমাকে কতোটা ভালোবাসি সুহাসিনী!
এই যে প্রচণ্ড ক্লান্ত শ্রান্ত অবসন্ন আমি,
আমার প্রতিটি শিরা উপশিরা-
এমনকি প্রতিটি রক্ত কনিকা জানে,
আমি তোমাকে কতোটা চাই সুহাসিনী!
I know you’ll never leave me alone.
ছবি_ফেবু থেকে নেওয়া
১৭টি মন্তব্য
ফয়জুল মহী
অসামান্য ভাবনায় নান্দনিক লেখনী ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর হয়েছে আপু। ভালো লাগলো অনেক। ভালো থাকবেন শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি।
ভালো থাকবেন সবসময়।
হালিম নজরুল
আমার সেই অব্যক্ত ইচ্ছেরা জানে,
আমি তোমাকে কতোটা ভালোবাসি সুহাসিনী!
সুরাইয়া পারভীন
ধন্যবাদ জানবেন ভাইয়া।
ভালো থাকবেন সবসময়
ইসিয়াক
ভালো লাগলো আপু্।
শুভ সন্ধ্যা
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন সব সময় দাদা
সুপায়ন বড়ুয়া
“আমার ব্যস্তময় প্রতিটি মুহূর্ত জানে
আমি তোমাকে কতোটা মিস করি সুহাসিনী!”
এয়াও !
যেমনি মিস করি এই সুন্দর লেখাগুলিকে
We know poem will not leave you alone!
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
You are absolutely right।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
মনির হোসেন মমি
পারফেক্ট ভালবাসা।চমৎকার কবিতা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
শুভ্রনীলের প্রতি সুহাসিনীর আবেগ মন ছুঁয়ে গেলো, মন ভরে উঠলো শুভ্রনীলের প্রতিউত্তরে,,,
প্রকৃত ভালোবাসা নিঃস্বার্থ হয়। ভালোবাসা অতিক্রম করে যায় সকল দুরত্ব। এমন প্রেমই অমর হয়, অমরত্ব পায়।
সব সময়ই ভালো লেখেন। তবে আজকেরটা তুলনাহীন।
* শীরা – শিরা
উপশীরা – উপশিরা
শুভ কামনা অনেক অনেক 🌹🌹
সুরাইয়া পারভীন
ঠিক করে নিয়েছি আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময় 💗💗
ছাইরাছ হেলাল
ভালোবাসার সুন্দর বহিঃপ্রকাশ।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়।