কথপোকথন

সুরাইয়া পারভীন ১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৪:১০:৫৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

-আমার একলা নিঃসঙ্গ প্রতিটি মুহূর্ত জানে,

আমি তোমাকে কতোটা অনুভব করেছি শুভ্রনীল!

যখন একাকীত্বে ভীষণ কষ্ট পেয়ে ভয়ে কুঁকড়ে উঠি।
অন্ধকারে মুখ লুকিয়ে নিঃশব্দে ডুকরে কাঁদি।
তখন সে কান্নার প্রতিটি অশ্রু বিন্দু জানে,
আমি তোমাকে কতোটা ভালোবেসেছি শুভ্রনীল!

এই যে চার দেয়ালের তৈরি ঘরটি
যেখানে আমার সকাল দুপুর সাঝ-
এমন কি রাত কেটে যায় একাকী,
সে ঘরের প্রতিটি দেয়াল জানে,
আমি তোমাকে কতোটা চেয়েছি শুভ্রনীল!

-আমার ব্যস্তময় প্রতিটি মুহূর্ত জানে
আমি তোমাকে কতোটা মিস করি সুহাসিনী!

প্রচণ্ড ব্যস্ততায় যখন হাঁপিয়ে উঠি,
ভীষণ ক্লান্ত একগুঁয়ে লাগে সবকিছু,
তখন ইচ্ছে করে সমস্ত ব্যস্ততা দুপায়ে দলিয়ে-
একছুটে চলে আসি তোমার কাছে।
আমার সেই অব্যক্ত ইচ্ছেরা জানে,
আমি তোমাকে কতোটা ভালোবাসি সুহাসিনী!

এই যে প্রচণ্ড ক্লান্ত শ্রান্ত অবসন্ন আমি,
আমার প্রতিটি শিরা উপশিরা-
এমনকি প্রতিটি রক্ত কনিকা জানে,
আমি তোমাকে কতোটা চাই সুহাসিনী!

I know you’ll never leave me alone.

ছবি_ফেবু থেকে নেওয়া

৫৪৪জন ৪৫৩জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ