ঢাকার কিছু পুরান ছবি শিরোনাম।ছবি আছে কুষ্টিয়ারও।ঢাকার কোন এলাকার নাম কুষ্টিয়া? 🙂 ধোলাই খাল এমন ছিল চিন্তাই করা যায় না।এই খালটি দখল হয়ে গিয়েছে।বাংলাদেশের এমন কোন ক্ষমতাধর ব্যক্তি নেই,যিনি এই খালের জায়গা উদ্ধার করতে পারবেন।
ছবি পোষ্ট ভাল হয়েছে।
সাদা-কালো ছবি, কিন্তু পরিবেশ কতো রঙ ছড়াচ্ছে। তেমনই যদি থাকতো। ধোলাই খালের ছবিটা অনেকক্ষণ ধরে দেখলাম। এখনকার ধোলাই খাল তার নামকরণকে স্বার্থক করে তুলেছে।
২২টি মন্তব্য
সানোয়ার
খুব ভালো লাগলো পোরনো স্মৃতি গুলি অনেক আগের তোলা ছবি
হিলিয়াম এইচ ই
জ্বি। 🙂
ধন্যবাদ।
অনিকেত নন্দিনী
কালের পরিক্রমায় তামাটে হয়ে আসা বিবর্ণ ছবিরাও যেনো কতো কথা বলে, অদ্ভুত মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয়!
হিলিয়াম এইচ ই
হুম। ছবিগুলো আসলেই চমৎকার। 🙂
লীলাবতী
ঢাকার কিছু পুরান ছবি শিরোনাম।ছবি আছে কুষ্টিয়ারও।ঢাকার কোন এলাকার নাম কুষ্টিয়া? 🙂 ধোলাই খাল এমন ছিল চিন্তাই করা যায় না।এই খালটি দখল হয়ে গিয়েছে।বাংলাদেশের এমন কোন ক্ষমতাধর ব্যক্তি নেই,যিনি এই খালের জায়গা উদ্ধার করতে পারবেন।
ছবি পোষ্ট ভাল হয়েছে।
হিলিয়াম এইচ ই
অ!! এইটা একটু ভুল হইছে আর কি!!
ধন্যবাদ
খেয়ালী মেয়ে
রঙের এই দুনিয়ায় সাদা কালো ছবি দেখেও মাঝেমাঝে শান্তি অনুভূত হয় 🙂
হিলিয়াম এইচ ই
ঠিক বলেছেন। 🙂
আর্বনীল
সিলেটে বসেই ঢাকা দেখে ফেললাম। তাও সেই ১৮৬০/৮৫’র পুরোনো সেই ঢাকা।
এটা ১ম পর্ব। তারমানে পরে আরো পর্ব আসবে। অপেক্ষায় রইলাম… 🙂
হিলিয়াম এইচ ই
ধন্যবাদ
নীলাঞ্জনা নীলা
সাদা-কালো ছবি, কিন্তু পরিবেশ কতো রঙ ছড়াচ্ছে। তেমনই যদি থাকতো। ধোলাই খালের ছবিটা অনেকক্ষণ ধরে দেখলাম। এখনকার ধোলাই খাল তার নামকরণকে স্বার্থক করে তুলেছে।
ধন্যবাদ এমন একটি পোষ্ট দেয়ার জন্য। 🙂
হিলিয়াম এইচ ই
হাহাহাহাহা 🙂
ধন্যবাদ
রাসেল হাসান
অউ! ছবিগুলি দেখে বিশ্বাস হয়না! কতটা বদলে গেছে প্রেক্ষাপট।
হিলিয়াম এইচ ই
হ্যাঁ, ঠিক বলেছেন
মেহেরী তাজ
পুরাতন ছবি গুলো আর এখনকার ঢাকার মধ্যে কি বিশাল পার্থক্য। সেই সময় কারা ছিলো? কি করতো? ভাবতেই অন্য রকম অনুভূতি হচ্ছে।
ছবি ব্লগ ভালো লেগেছে।
হিলিয়াম এইচ ই
ধন্যবাদ!! 🙂
পারভীন সুলতানা
ঢাকা আমার ঢাকা । আমার দেখা সেই ছেলেবেলার ঢাকাটাই নেই । খুব ভাল লাগলো । অনেক ধন্যবাদ ।
হিলিয়াম এইচ ই
ঢাকা তো ডিজিটাল হচ্ছে!!! :p
শুন্য শুন্যালয়
এমন ঢাকা তো এখন স্বপ্নেও আসেনা 🙁
দারুণ একটা কালেকশন হবে এটা। গ্রেট (y)
হিলিয়াম এইচ ই
ঠিক বলেছেন।
মিথুন
এগুলো ঢাকার ছবি? 😮 না, না আপনি মিথ্যে বলছেন………
হিলিয়াম এইচ ই
মিথ্যে না গো!!!! 🙁