এস এম এস কাব্য
১।মন
———- ——- ——-
আমি হারিয়েছি মন
তোমারই কাছে।
তুমিই কেবল পার
এই মনকে বুঝাতে
তুমি আমারই হবে।
*****
২। আলো
—————- ———
তুমিই আলো—হে প্রেয়সী
আলো ভরা তোমারই জীবন ।
তোমার আলোয়
—আলোকিত—-
আমার ছোট্ট এই ভুবন।
*****
৩।পূর্ণিমা
——————————
রাতেরআধারে
বিষণ্ণএকাদাঁড়িয়ে।
নিকষআধারঘিরে
জীবনেযেনঘোরঅমাবস্যা।
আধারকেটে
কবেআসবেজীবনে
ভর পূর্ণিমা।
*****
৪। কেন?
————————
কেন তবে এত ছলনা
কেন এত লুকোচুরি বাধা।
নিজেকে কেন তুমি লুকিয়ে ফেল
কেন রং বদলাও এত তাড়াতাড়ি।
তুমি যা আমি তেমনি তোমাকে চাই
তোমাকে তোমার মত করে
আমি যেন তোমাকে আমার করে পাই।
*****
৫।আঘাত
——————————–
আঘাত দিতে চাও দাও
তবে তোমার আঘাত আমার বুকে
ফুলের চন্দনের চিহ্ন হয়ে রবে
যত দিন তুমি আমার না হবে।
*****
৬।কাছা কাছি
————————————
আমি আছি
হারিয়ে যাব কোথায়।
আছি আমি কাছা কাছি
তোমা হতে
হয়তো দুরতিক্রম্য দূরে।
তবু মনে মনে আছি আমি
তোমার মনেরই খুব কাছে।
*****
৭। হারিয়ে যেতাম
—————————–
দুপুর রাতে, সঙ্গী যদি হতে
হাতে যদি রাখতে হাত।
তবে হারিয়ে যেতাম
তোমাতে আমি ,এই জিবন ভর।
এস তবে,
এই হাতে রাখ হাত
ভর পূর্ণিমায় তোমায় জানাবো
বলে দেব না বলা মনের কথা আজ।
****
৮।অপ্রাপ্তি
,——————————–
প্রাপ্তির খাতা শূন্যই থেকেছে
পাইনি কিছুই আজো।
শূন্য হৃদয়ে না পাবার ব্যথা
হাহাকার করে নিরবে।
****
৯।জল
————————————-
চোখে জল
জলে ছল ছল,
কেন আজ তোমার চোখে
ছল ছলে এই জল।
*****
আমার লিখা যারা মিস করছেন তাঁরা এ দুই লিংকে গিয়ে পড়ে আসতে পারেন।
http://www.onbangladesh.org/blog/blogdetail/bloglist/6613/gmakas
১।কালায় রুটি ২।সাপ ,সাপের খেলা ও সাপুড়ে বা বেদে সম্প্রদায় পর্ব –এক(১)৩।প্রিয়তমা৪।প্রতারনার নতুন সিস্টেম সাবধান আপনারা৫।”সাইমুম সিরিজ” এবার এন্ড্রয়েডএ৬। দাই মা বা ধাই মা বা ধাত্রি মা
২টি মন্তব্য
সীমান্ত উন্মাদ
বাহ ভালত ভালো। 🙂
জিসান শা ইকরাম
আপনার পোষ্ট দেখে মাঝে মাঝে ভাবি কবর থেকে পোষ্ট দিলেন মনে হয়
পোষ্ট দিয়েই আবার কবরে ঘুম 🙂