এসো প্রিয়তম,চলো নির্বিঘ্নে প্রেম প্রেম খেলি
চলো দ্রুত খুলে ফেলি লাজ লজ্জার ভাঁজ
এসো প্রিয়তম,এসো
চলো মুদ্রার দু’পীঠে এঁকে দিই একইরূপ চিহ্ন
যাতে জয়টা নিশ্চিত আমাদেরই হয়।
প্রিয়তম,তুমি কি দেশপ্রেম দিয়ে গোসল করেছো কখনো?
দেখেছো কি কখনো পূর্ণিমার আঁড়ালে—
লুকিয়ে রাখা অমাবশ্যা?
গাঁধার সামনে ঝুলিয়ে রাখা মূলোগুলো—
কিভাবে হাওয়াই মিঠাই হয়
এসো আজ সেসব দু’একটা গল্প শোনাই।
মৌলবাদী আদর্শ ভাঙিয়ে কিভাবে
কম্যুনিজমের খুচরা পাওয়া যায়,
চেতনার গল্প বুনতে বুনতে
কিভাবে পৌঁছে যাওয়া যায় ঘুমেদের বাড়ি
এসো ভাগাভাগি করে নিই–
সেইসব গল্পের আসন।
তুমি ভুলে যাও বৈঠা বেয়ে পাড়ি দেয়া
একযুগ ঝঞ্জাবিক্ষুব্ধ সাগরতন্ত্র।
কথা দিলাম আমিও ভুলে যাবো–
ধানবনে শুয়ে থাকা আমাদের প্রেমময় স্মৃতি।
চলো সময়ের স্রোতে এলিয়ে দিই
আমাদের অবোধ শরীর।
একদিন নাতি নাতনীদের শুনিয়েছিলাম
যেসব আদর্শিক স্বপ্নের গল্প
আজ না হয় সেগুলো শীর্ণ হোক
অনাহারী গণতন্ত্রের মত।
চলো এই সুযোগে আজ কুঞ্জবনে যাই;
পাশাপাশি বসি।
চলো আজ একে অপরকে
আমাদের নীতিভ্রষ্টতার গল্প শুনাই।
——————-0 0———————–
২৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সে আপনি(কবি) বলে-ই মুদ্রার ভাঁজ খুলে উল্টে পাল্টে দেখার সাহস রাখেন/করেন।
তা সে ধানবন বা লাইল্লাখেত, যেখানেই হোক না কেন। নীতি-ফিতি চুলোয় যাক এই শীতে।
হালিম নজরুল
ঠিক বলেছেন। নীতি ফিতি বাদ, আমরা এখন ওম নেব, পিরিতের ওম।
জাহাঙ্গীর আলম অপূর্ব
চমৎকার লিখেছেন কবিতা খানি প্রিয় কবি
শুভকামনা রইল সতত
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা রইল।
আলমগীর সরকার লিটন
কাব্যপাঠে অন্যরকম মনে হলো কবি দা অনেক শুভেচ্ছা রইল
হালিম নজরুল
হা হা হা
সে আবার কোন রকম ভাই।
রোকসানা খন্দকার রুকু
বাহ্ দারুন কবিতা। দেশপ্রেম নিয়েও এত অসাধারণ কবিতা লেখা যায় আপনার লেখা পড়ে জানা গেল।
আসলেই দেশকে ভালোবেসে প্রেম প্রেম খেলা জরুরি।
শুভ কামনা রইলো ভাইয়া।
শুভ সকাল।🌹🌹
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা রইল আপা।
প্রদীপ চক্রবর্তী
এসো প্রেম খেলি।
কত সুন্দর কাব্যকথন,দাদা।
মুগ্ধ হলাম।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা দাদা।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ বাহ্ চমৎকার দেখা গেল দেশ নিয়ে প্রেম প্রেম খেলা ধানক্ষেতের আইলের মধ্যে। শরমে মরে গেলাম 🤣🤣। শীতেই এমন প্রেম দরকার। নীতি ফিতি আজকাল কে আর মানছে? কন্ট্রোল ভাইয়া, কন্ট্রোল। দারুন কবিতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
হালিম নজরুল
কুঞ্জবনেই তো প্রেমের মজা গো দিদি। হা হা হা
শামীম চৌধুরী
শুধুই কি প্রিয়তমার সঙ্গে প্রেম খেলা হয়? প্রিয়জনের সঙ্গেও তো প্রেম হয়। চলুন প্রেম খেলি।
হালিম নজরুল
ঠিক বলেছেন ভাই। আমি তো প্রিয়জনের সাথেই প্রেম প্রেম খেলতে চাই।
রেজওয়ানা কবির
দেশপ্রেম নিয়ে এত সুন্দর কবিতা যা সত্যি মন ছুয়ে গেল।
হালিম নজরুল
ধন্যবাদ আপু। শুভকামনা রইল।
দালান জাহান
এক টুকরো অভিমান কখন ঝরে পড়লো আনন্দ অশ্রু হয়ে। নীতি বাদ হয় না কখনো কবি শুধু আড়াল হয় পরিবর্তিত হয় তাট বাহকদের রূপ। খুব নান্দনিক লেখা।
হালিম নজরুল
ধন্যবাদ কবি।
জিসান শা ইকরাম
আদর্শ একসময় বাদ দিতে হবে মনে হয়,
চারদিকে হতাশার থাবা,
যারা এমন নীতি আদর্শ নিয়ে বেঁচে আছি, তারাই একসময় বেমানান হয়ে যাবো।
কবিতা ভালো লেগেছে খুব।
শুভ কামনা।
হালিম নজরুল
শ্রদ্ধা ও ভালবাসা মিশিয়ে দিলাম ভাই।
তৌহিদ
প্রেম পিরীতিরর ওম নেব তাতে কার কি! এতশত তত্ত্বকথা বুঝিনা। প্রেম চলবেই।
শুভকামনা ভাই।
হালিম নজরুল
তবে তাই হোক প্রিয় ভাই।
আরজু মুক্তা
সব চুলোয় যাক। প্রেম বাঁচুক
হালিম নজরুল
প্রেমই শক্তি, প্রেমই চিরন্তন।