ভাবনা

সাজেদুল হক ৭ জুলাই ২০২০, মঙ্গলবার, ০৪:১৫:৪৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য
  1. ভাবনা !!
  2.  
  3. মনোজাগতিক নানাবিধ সংমিশ্রণতার এক অদ্ভুত অনুষঙ্গ।কোন সীমারেখা দ্বারা আটকে রাখার উপায় নেই।এই আকাশে তো এই পাতালে,এই স্বর্গে আবার এই মর্তে ।
  4. ধারণা করা যায় ভাবনার সাথে সময় এবং মানুষের বয়সের সম্পর্ক থাকতে পারে। কোন নির্দিষ্ট সময় বা বয়সে এসে এর সহবাস শুরু হয়-যেন শঙ্খচূড়ের সহবাস ।
  5. আমারা সাধারণত প্রায়োগিক অর্থে ভাবনার ভিন্ন ব্যবহার করিনা। চিন্তা এবং ভাবনাকে একই অর্থে ব্যবহার করি। সচরাচর ‘চিন্তা -ভাবনা’ এভাবে একত্রে বলতে বা লিখতে পছন্দ করি। আদতেই কি শব্দ দুটি এক ? 
  6. চিন্তা -ভাবনা বা ভাবনা-চিন্তা বিষয়টি একটি বিমূর্ত রূপ। তবে একে অপরের পরিপূরক। 
  7. মানুষের দৈনন্দিন কর্ম ও উদ্বেগের পারস্পরিক মিথস্ক্রিয়া ।
  8. যদি এভাবে ভাবা যায় ভাবনা -positive আর চিন্তা -negative. (হয়তো ঠিক হবে না,বৈপরীত্য ও হতে পারে )ভাবনা স্বতঃস্ফূর্ত, ব্যক্তির মাঝে আপনা আপনি আসে।অপরদিকে চিন্তা আরোপিত,  জাগতিক যে আন্তঃব্যক্তিক (interpersonal) চাপ তার ফলস্বরূপ চিন্তার আবির্ভাব ।আবার যদি relate করতে চাই অতি  ভাবনা শেষ পর্যন্ত চিন্তায় রূপ নিতে পারে।
  9.  
  10. তবে শেষ কথা চিন্তায় ,ডানা মেলা যায় না … চিন্তায়, নীল দিগন্তকে অনুভব করা যায় না…
  11. নীলিমাকে স্পর্শ করা যায় না ……
  12. যেটা ভাবনায় হয় -ডানা মেলে উড়ে যায়
  13.                             হৃদয়ের দেবদারু সুখ ।।
১১৬৬জন ১০৯০জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ