কি দেখছ অমন করে- তোমাকে?
আগে দেখনি?- প্রতিদিন ই তো দেখি।
তাহলে- দেখে দেখে শেষ করতে পারিনা;
আমার অ-সৌন্দর্য,নাকি শেষ বসন্ত- উমহুম!
কি তাহলে? বসন্তের শেষ কি আছে,তাও তোমার!
দেখনা,দেখনা বেহায়া বলবে?- বললে বলুক।
অসভ্য,ন্যাওটাএকটা- দূর! আমার তো কানই নেই।
এমন?- জানোনা,প্রেমের অন্য নাম বেহায়াপনা।
তর্ক বাগিস হয়েছ ?- তর্কটাও তো আমাদের প্রেম।
কামনা বাসনা- দূর! প্রেমে ওসব থাকেনাকি?
এভাবে কতদিন?-শেষেরই তো পথে!
কিরকম?-বুঝনা পাগল তারপর স্বর্গে গেলেও॥
পিছু ছাড়ছ না তাহলে?- উমহুম।
পাগল একটা?- সেজন্যই তো আছি,থাকবও।
প্রেম কি পাগলামি?- হুম সুস্থ্যরা প্রেম করেনা।
কি করে তাহলে? – প্রয়োজন মেটায়,অভিনয় করে।
বলবে কিছু আর?- চোখে চোখে বলছি তো!
কি দুষ্টু! -বুঝেছ তাহলে?
বলে দেব কিন্তু?-উমহুম,ভালোলাগা কেউ কাউকে বলেনা।
অনুভব করে আর পুড়ে পুড়ে দগ্ধ হয়!- হুমম!
তাহলে চল দুজনে পুড়তে থাকি- হুম,একেবারে অনাদি অনন্তকাল
২৫টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
নতুনত্ব বেশ রোমান্টিক ছোঁয়া কবি আপু
অনেক শুভেচ্ছা রইল———
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।
শামীম চৌধুরী
কবিতাটিতে যে ভাবে সৌন্দর্যকে তুলে ধরেছেন তাতে করে কি একবার দেখলেই মন ভরে? তাইতো প্রেয়সী বলছে। কি দেখছো?
আগে দেখনি?
খুহ সুন্দর কবিতা।
রোকসানা খন্দকার রুকু।
ভালোবাসা ও ভালোলাগার মানুষটা নতুনই থাকে।
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা।
ফয়জুল মহী
লেখাটা আপনি ভালো করে পড়বেন । এলোমেলো লেখা ভালো লাগার মত না।
রোকসানা খন্দকার রুকু।
কি দেখছ অমন করে- তোমাকে?
আগে দেখনি?- প্রতিদিন ই তো দেখি।
তাহলে- দেখে দেখে শেষ করতে পারিনা;
আমার অ-সৌন্দর্য,নাকি শেষ বসন্ত- উমহুম!
কি তাহলে?বসন্তের শেষ কি আছে,তাও তোমার!
দেখনা,দেখনা বেহায়া বলবে?- বললে বলুক।
অসভ্য,ন্যাওটাএকটা- দূর! আমার তো কানই নেই।
এমন?- জানোনা,প্রেমের অন্য নাম বেহায়াপনা।
তর্ক বাগিস হয়েছ ?- তর্কটাও তো আমাদের প্রেম।
কামনা বাসনা- দূর! প্রেমে ওসব থাকেনাকি?
এভাবে কতদিন?- শেষেরই তো পথে!
কিরকম?- বুঝনা পাগল তারপর স্বর্গে গেলেও॥
পিছু ছাড়ছ না তাহলে?- উমহুম।
পাগল একটা?- সেজন্যই তো আছি,থাকবও।
প্রেম কি পাগলামি?- হুম সুস্থ্যরা প্রেম করেনা।
কি করে তাহলে? – প্রয়োজন মেটায়,অভিনয় করে।
বলবে কিছু আর?- চোখে চোখে বলছি তো!
কি দুষ্টু! – বুঝেছ তাহলে?
বলে দেব কিন্তু?-উমহুম,ভালোলাগা কেউ কাউকে বলেনা।
অনুভব করে আর পুড়ে পুড়ে দগ্ধ হয়!- হুমম!
তাহলে চল দুজনে পুড়তে থাকি- হুম,একেবারে অনাদি অনন্তকাল।****
এভাবে লিখেছিলাম॥ পোস্ট করার পর দেখি ক্যামনে আউলায় গেল ।বুঝলাম না।
রেজওয়ানা কবির
ওমন করে তোমাকেই দেখছি।খুব খুব খুব সুন্দর প্রেমের বহিঃপ্রকাশ।
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ ইকরি।
ভালো থাক।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ভালোলাগা কেউ কাউকে বলেনা।
অনুভব করে আর পুড়ে পুড়ে দগ্ধ হয়!- দারুন বলেছেন তো। ভালো লাগলো। শুভ কামনা অফুরন্ত
রোকসানা খন্দকার রুকু।
অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।
ভালো থাকবেন॥
ছাইরাছ হেলাল
রোমান্টিকতা জড়িয়ে-গড়িয়ে যাচ্ছে সুন্দর লেখাটিতে।
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা।
আরজু মুক্তা
পুড়তে পুড়তে ফিনিক্স পাখি হন।
ভালো হয়েছ কবিতা
রোকসানা খন্দকার রুকু।
ফিনিক্স পাখি কোনটা যেন মনে করতে পারছি না। খুঁজে নেব। ধন্যবাদ আপু।
প্রদীপ চক্রবর্তী
বেশ ভালো লাগলো,দিদি।
মাটিতে খাঁটি আগুনে পোড়ালে সোনা।
রোকসানা খন্দকার রুকু।
ভালো থাকবেন।
শুভ কামনা দাদা।
সাবিনা ইয়াসমিন
খুনসুটি হলো প্রেমের তরকারিতে লবন দেয়ার মতো। বুঝতে পারছি আপনি পাঁকা রাধুনি।
উম হুম এর চক্করে যেই ঘুরান্টি দিলেন, ভয় পেয়েছি!
কথপোকথন দিয়ে সুন্দর কবিতা লিখেছেন। আরো লিখুন। শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু।
তাই না!
দাওয়াত নেন তাহলে।।।।
রোকসানা খন্দকার রুকু।
জবাব ঠিকঠাক দিতে হবে।এটাকে বলে প্রফেশনাল হওয়া।কবিতা,রোমান্স,রোমান্টিকতা কমেন্ট করা,নেয়া সব তো দেখে দেখে শিখছি।না হলে যে তাকিয়ে দেবেন।
***পাকা রাঁধুনি প্রপোজ করল একসেপ্ট করলেনই না। তারমানে অতটা হতে পারিনি।****
ভালো থাকবেন। শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু।
সরি তাড়িয়ে হবে।।।।
খাদিজাতুল কুবরা
দারুণ রোমাঞ্চকর কবিতা লিখেছেন আপু।
বেশ লাগলো কথোপকথন কাব্য।
রোকসানা খন্দকার রুকু।
সিক্ত করতে পেরে ধন্য হলাম।
শুভ কামনা রইল।
তৌহিদ
শরতেই বসন্তের আগমন ঘটিয়ে দিলেন! লেখকেরা কত কিছুই পারে!! চমৎকার লিখেছেন কিন্তু!
ভালো থাকুন আপু।
রোকসানা খন্দকার রুকু।
ওই চেষ্টা করা আরকি?
ভালো থাকবেন। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
প্রেম কি পাগলামি?- হুম সুস্থ্যরা প্রেম করেনা।
কি করে তাহলে? – প্রয়োজন মেটায়,অভিনয় করে।
দারুণ লেগেছে। বাস্তবতা এমনি
কেবল পাগলেরাই পারে পাগলের মতো ভালোবাসতে