তোমার হাত ধরে সেই দিন আকাশের দিকে তাকিয়ে সুখে কেদেছিলাম আমি
তোমার হাত দিয়ে সেই জল তুমি মুছে বলেছিলে কোন দিন
যাবে না তুমি আমায় ছেড়ে
তুমি কথা রাখনি, আমি রেখেছি,
বলেছিলাম শেষ পযন্ত আমি অপেক্ষা করব তোমার জন্য শেষ রাস্তার মোড়ে
আমি আজো আছি বসে তোমার ফিরে আসার অপেক্ষায়
আমার লেখা কোন একটা কবিতার মাঝের অংশ দিয়েই কমেন্টস করলাম। এর বাইরে বলার মত কিছুই পেলাম না।
ধন্যবাদ আপু। আমার অপূর্ণ লেখা, আর আপনার পূর্ণ কবিতা।
অন্ধকারে বুক চিরে বেরিয়ে আসুক আলো,
প্রতিটা জীবনে লাগুক অনাবিল আনন্দের ছোয়াঁ
বেচেঁ থাকুক প্রতিটা জীবন জীবনের মাঝে
ভালো থাকুক প্রতিটা কবি তার কবিতার সাথে।
৩৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনি এমন তো লেখেন না!!
ভয় ভয় লাগে, হিম শীতলতার ছোঁয়া পাচ্ছে যেন।
রিমি রুম্মান
এমন লেখা আগে লিখতাম তো। মাঝে লিখিনি। এখন আবার লিখলাম। সবার ভাল লাগলে আবারো লিখবো। 🙂
তানজির খান
বেশ কিছুদিন পর একটা ভাল কবিতা পড়লাম। এমন গভীর কষ্ট ছোয়া কবিতা যে মনে দাগ কাটলো। কাকে,কী অপেক্ষায় রাখলেন জানিনা, তবে আমরা এমন কবিতার অপেক্ষায় থাকলাম।
রিমি রুম্মান
আমি তো অপেক্ষায় রাখিনি। কেউ রেখেছে আমায়। 🙂
আবু খায়ের আনিছ
তোমার হাত ধরে সেই দিন আকাশের দিকে তাকিয়ে সুখে কেদেছিলাম আমি
তোমার হাত দিয়ে সেই জল তুমি মুছে বলেছিলে কোন দিন
যাবে না তুমি আমায় ছেড়ে
তুমি কথা রাখনি, আমি রেখেছি,
বলেছিলাম শেষ পযন্ত আমি অপেক্ষা করব তোমার জন্য শেষ রাস্তার মোড়ে
আমি আজো আছি বসে তোমার ফিরে আসার অপেক্ষায়
আমার লেখা কোন একটা কবিতার মাঝের অংশ দিয়েই কমেন্টস করলাম। এর বাইরে বলার মত কিছুই পেলাম না।
রিমি রুম্মান
বাহ্! লেখার বিষয় বস্তু কিন্তু একই। “অপেক্ষা” আর “কথা রাখা না রাখা” নিয়ে আপনার লেখাটি সুন্দর। -{@
আবু খায়ের আনিছ
ধন্যবাদ আপু। আমার অপূর্ণ লেখা, আর আপনার পূর্ণ কবিতা।
অন্ধকারে বুক চিরে বেরিয়ে আসুক আলো,
প্রতিটা জীবনে লাগুক অনাবিল আনন্দের ছোয়াঁ
বেচেঁ থাকুক প্রতিটা জীবন জীবনের মাঝে
ভালো থাকুক প্রতিটা কবি তার কবিতার সাথে।
মারজানা ফেরদৌস রুবা
অপেক্ষাই বড়ই যন্ত্রণার।
ভালো লাগলো কবিতাটি।
রিমি রুম্মান
শুভকামনা আপু। ভাল থাকবেন সবসময়। -{@
স্বপ্ন
আপু এমন লেখা কেনো?চেনা প্রিয় আপুটার লেখায় আঁতকে উঠলাম।একজন ভালো লেখক সব লেখাকেই আপন ভাবতে শিখিয়ে দেন।
রিমি রুম্মান
এটি তো কবিতা। কত রকম লেখাই তো হয় সময়ে সময়ে। -{@
নীতেশ বড়ুয়া
রিমিপু, ব্যস্ততায় ভুগছি। মনোযোগ দিতে পারছি না পোস্টে। ফিরে এসে মনোযোগ দিয়ে পড়ে অনুভূতি জানাচ্ছি। -{@
রিমি রুম্মান
এটুকু জানিয়ে যাবার জন্য ধন্যবাদ অশেষ। অনুভূতি জানবার অপেক্ষায়…
জিসান শা ইকরাম
আপনি তো দেখছি এবার আমাদের সবাইকে না কাঁদিয়ে ছাড়বেন না
কি করেছি আমরা আপনার বলুনতো!
এমন ‘আমি’ দিয়ে লেখা দেখলে ভয় করে
আর লেখাটি যদি থাকে আপনার।
শুভ কামনা……
রিমি রুম্মান
“আমি” দিয়ে লেখাগুলো হৃদয় গভীরে দাগ কেটে যায়। তাই এমন ভাবে লেখা। ভাল থাকবেন। কান্নাকাটি করাতে চাই না কাউকে। দোয়া করবেন যেন হাসির লেখা নিয়ে আসতে পারি সামনে। 🙂
লীলাবতী
আপু কি লেখা দিলেন,মন খারাপ হয়ে গেলো 🙁 কারো ফিরে আসার সময় যেন খুব দীর্ঘ না হয় (y)
রিমি রুম্মান
যে যায়, সে কি আর ফিরে আসে !!
ব্লগার সজীব
অপেক্ষার শেষ প্রান্তে পৌঁছালে এমন লেখা আসে 🙂 ভালো লেগেছে আপু।
রিমি রুম্মান
ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো। ভাল থাকুন । -{@
নীতেশ বড়ুয়া
🙁
রিমি রুম্মান
মন খারাপ না করে এক কাপ চা খান। নিন…… :T
নীতেশ বড়ুয়া
😀 অকা। এই সকালে চা’টা :T ভালই জমবে রিমিপু। থ্যাঙ্কু -{@
কৃন্তনিকা
মন খারাপ হয়ে গেল… সব দোষ আপনার…
কে বলেছিল এমন করে লিখতে… 🙁 🙁 🙁
বিঃদ্রঃ মন ছুঁয়েছে বলেই মন খারাপ হল।
-{@
রিমি রুম্মান
মন খারাপ হল মানেই মন ছুঁয়েছে জানি। 🙂
মেহেরী তাজ
ভূত ভূত ভূত সোনেলায় কৃন্তনিকা আপুর ভূত দেখা গেছে। সবায় সাবধান।
অরুনি মায়া
এক অভিমানীর অভিমান মাখা কাব্যগাথা | যে ফিরে আসতে চায়না তাকে জোর করেও ফিরিয়ে আনা যায়না আপু|
ভাল থেক তুমি (3
রিমি রুম্মান
ফিরে না আসাই ভাল। 🙂 কোথায় যেন পড়েছিলাম , চলে যাওয়া মানুষ ফিরে এলে কিছুই আর থাকে না আগের মতন।
অরুনি মায়া
হুম হয়ত এটাই ঠিক | কিছুই আর থাকেনা আগের মত 🙁
নীলাঞ্জনা নীলা
এ কি লিখেছেন আপু?
জমে থাকা মেঘের ভেতর জলীয় বাষ্প বৃষ্টির অপেক্ষায়।
-{@ (3
রিমি রুম্মান
লিখেছি___ চলে যাওয়া মানে প্রস্থান নয়। -{@
শুন্য শুন্যালয়
অদ্ভূত সুন্দর আপু। এভাবে একা অপেক্ষা হয়না।
আমি আপনার আরো আরো কবিতা চাই, যদিও মন খারাপ করে দিয়েছেন।
তবু আরো আরো মন খারাপ চাই।
রিমি রুম্মান
লিখবো মাঝে মধ্যে আশা করি। লিখে লিখে হাসি খুশি মানুষগুলোকে মনখারাপ করে দিয়ে যাবো 🙂 (3
মেহেরী তাজ
আপু আপনি কবিতা লেখেন?
তাও আবার এমন মন খারাপের কবিতা?
রিমি রুম্মান
লিখি তো । আগে তো কবিতাই বেশি লিখতাম। এখন মাঝে মধ্যে লিখি বটে। 🙂