এখনও মানুষের দেখা পাই

দালান জাহান ২১ আগস্ট ২০১৯, বুধবার, ০৮:৩৪:০৯অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

 

এখনও মানুষের দেখা পাই
তবে তার জন্য একটু রাত পর্যন্ত
অপেক্ষা করতে হয়
যখন মায়াময়ী মডার্ন পতিতা
পৃথিবীর অর্ধেক নিয়ে ঘরে ফিরে
ফাঁপা ফাঁপা স্তনের বোঁটায়
টর্চের মতো জ্বলে ওঠে শিয়ালের চোখ
তখনও মানুষেরা দাঁড়িয়ে থাকে মানুষের আশায়।

এখনও মানুষের দেখা পাই
সকালে বিকেলে এ পাড়ায় ও পাড়ায়
যোনি ফাটা কিশোরীর দমে দমে
ইমামের পাঞ্জাবির মতো সাদা মানুষ
মসজিদে মিনারে আযান দিতে যায়
কামিজে কামিজে কামের বাতাস
রাত্রির চুম্বনে সমুদ্র সবুজ
আলপনায় আলপনায় ভরে যায় মানুষের মুখ।

এখনও মানুষের দেখা পাই সাঁতলায় পাঁচতলায়
কাটা চামিচে সাজানো ভাতের থালায়
অনাদরীর মতো আদরীর যৌথ জরায়ু
এখনও মানুষ দেখতে পাই
প্রতিদিন প্রতিরাত ঘন্টায় ঘন্টায়
মানুষের ভেতরে কত যে মানুষ
নতুন করে জন্মায়।

দালান জাহান
১৯/৮/১৯
সখিপুর।

৬৭৩জন ৬১৬জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ