
প্রিয় ঝিনুক,
সেদিন সমস্ত শরীর মন জুড়ে ক্লান্তি নেমেছিল, অনুভূতি গুলো হয়েছিল নিস্তেজ। সেদিন সারাদিনই খুব করে মনে পড়েছিল তোমাকে। মনে পড়েছিল রবি ঠাকুরের ছোট গল্পের নায়িকা সুরবালার কথা। সুরবালার জীবনের গল্পের সাথে আমার জীবনের গল্পের কি দুর্দান্ত মিল!সুরবালার মতো আমিও পেয়েছিলাম ভালোবাসার মানুষের সঙ্গে কাটানো স্মরণীয় এক রাত্রি। হ্যাঁ এক রাত্রিই। এক রাত্রিই পেয়েছিলাম তোমাকে। তোমার সাথে এক রাত্রির স্মৃতিগুলো ভীষণ মনে পড়েছিল। মনে পড়েছিল পেছনে ফেলে আসা সব অতীত।
যদিও কিছু ভোলা হয়ে উঠেনি, ফেলে আসা হয়নি কিছুই। যা ছিল একান্ত নিজের যেমন, তা এখনো আছে ঠিক তেমন। তবুও সেদিন, সেদিন একটু বেশিই মনে পড়েছিল। তোমাকে ভেবে খুব কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না। যেন থেমে গিয়েছিল আমার সমস্ত স্পন্দন। খুব ইচ্ছে করছিল কোনো না কোনো অযুহাতে একটিবার কথা বলতে। শুধু একটি বার দেখতে। কিন্তু সেদিন কেনো জানি মনে হয়েছিল কোনো এক অদ্ভুত অদৃশ্য শক্তির বলয় আমাকে ঘিরে করে রেখেছে! অদৃশ্য সেই শক্তি কিছুতেই তোমার সাথে কথা বলতে দিল না। সেই শক্তির বলয় ভেদ করে আমি আসতে পারিনি তোমার কাছে। ডায়াল লিস্টে ফোন নম্বর টাইপ করেও কল দিতে পারিনি।
ইতি
তোমার অন্তরের অন্তঃস্থলে সংগোপনে লুকিয়ে রাখা স্বচ্ছ মুক্তদানা।
২৫টি মন্তব্য
আতা স্বপন
চিঠি তে ছবি থাকে না সাধারনত। যেটা থাকে তা হল ডাকটিকেট। ইদানিং ডিজিটাল ভার্চুয়াল চিঠির যুগ। তাই ডাকটিকেটও নাই। যাক মনে কিছু সুপ্ত কথা চিঠির ছলে শেয়ার করা হয়েছে। এটাই মুখ্য। ধন্যবাদ।।
সুরাইয়া পারভীন
এ জন্যই লিখেছি ছবি সাথে লেখার কোনো মিল নেই।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
স্মৃতি তুমি বেদানা!
আক্ষেপের চিঠি আমরা পড়ি, হইয়াও হইল না, এটি সুন্দর।
সুরাইয়া পারভীন
স্মৃতি সবসময় বেদনার নয়
একরাত্রির স্মৃতি আঁকড়ে ধরে
ভালো থাকা গেলে সে স্মৃতি বেদনার হয় কী করে?
ভাগ্যিস এক রাত্রির স্মৃতি ছিল
তাইতো এমন করে লিখতে পারলাম
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
বেদানা বলেছি, মজা করে।
আঁকড়ে থাকা সুন্দর আনন্দ।
কিন্তু ঝুলে পড়লে অসুবিধা আছে।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সাথে আমি ও একমত। একরাত সেটা এমন কিছু যা সারা জীবনের সঞ্চয় হয় বেঁচে থাকার, ভালো থাকার জন্য । খুব ভালো লাগলো চিঠি। ছবিটার হাসিতে মুক্তো ঝরছে ঠিক প্রেরিকার নামের মতো। ভালো থাকুন সুস্থ থাকুন
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
কখনো-সখনো সারা জীবনের সব গুলো রাত খেয়ে ফেলার জন্য একরাতের স্মৃতিই যথেষ্ট।
ঝিনুক তার স্মৃতি নিয়ে সাগরে ডুবে যায়,
মুক্তা ধরে রাখে/ ঝরে পড়ে বিস্মৃত ভাবনায়..
বরাবরের মতোই, অসাধারণ এক চিঠি পড়লাম আপনার লেখনীতে 😊😊
সুরাইয়া পারভীন
আপনারা এতো সুন্দর আর চমৎকার মন্তব্য করেন যে তার যোগ্য জবাব খুঁজে পাইনা। অসাধারণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রাশি রাশি।
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
বন্যা লিপি
চিঠিগুলো এমন হয় কেন? শুধু হাহাকার ভরা? না পাওয়া বা একটা দিন/ রাত্রি সঞ্চিত করে রেখে বাকি জীবন ভালো থাকা যায়? হয়তো…. কেউ কেউ থাকে অথবা “এইতো ভালো ই আছি ” বলে নিজেকে শান্তনা দিয়ে রাখে।
শান্তনায় একদিন ঠিক এমনি করে লেখা হয়ে যায় অদৃশ্য খামের গায়ে ডাকটিকেট ছাড়া অনুভূতির মুক্তোদ্নার মতো গোটা গোটা অক্ষরের চিঠি!
সুরাইয়া পারভীন
আপনিই তো সব বলে দিলেন আপু। আমি কী আর এর বাইরে গিয়ে কিছু বলতে পারি!! চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও এত্তো গুলা ভালোবাসা ❤❤❤
তৌহিদ
মনের ভাবনায় যা কিছু গোপন কষ্ট থাকে চিঠির প্রতিটি শব্দে যেন সেসব ঝড়ে পড়ে। আশাকরি কিছুটা হালকা লাগছে আপনার? স্মৃতি বড্ড বেদনাময় কিন্তু।
সুন্দর লিখেছেন আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
কষ্টদের বুকের ভেতর লালন করার চেয়ে একবার ডায়াল করেই ফেলা উচিৎ, হয়তো তার উপেক্ষা কষ্টের উপর মলমের প্রলেপ দিয়ে দেবে।
সুরাইয়া পারভীন
দারুণ বলেছেন কিন্তু
পরের বার মনে পড়লে
এটাই এপ্লাই করবো
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, আপনিও ভালো থাকুন সব সময়।
প্রদীপ চক্রবর্তী
কষ্টের ছাউনিতে স্মৃতি যে বেদনাময় দিদি!
অসাধারণ লাগলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
নাজমুল হুদা
লেখাটি আরো গভীর হতে পারতো যদি বারবার তোমার তোমাকে না ব্যবহার না হতো। আমার কেন জানি মনে অপ্রয়োজনীয় অনেকবার তোমার তোমাকে ব্যবহার হয়েছে।
আশাকরি মন্তব্যটি ইতিবাচক হিসেবে নিবেন।
সুরাইয়া পারভীন
অবশ্যই
যতোটা সম্ভব এডিট করে নিয়েছি ভাই
নাজমুল হুদা
লেখাটি আরো গভীর হতে পারতো যদি বারবার তোমার তোমাকে না ব্যবহার হতো। আমার কেন জানি মনে হলো অপ্রয়োজনীয় অনেকবার তোমার তোমাকে ব্যবহার হয়েছে।
আশাকরি মন্তব্যটি ইতিবাচক হিসেবে নিবেন। লেখার প্রশংসা সব সময় করলে লেখকরা দ্বিধাহীন হয়ে পড়েন অনেক সময় প্রশ্ন জাগে- আসলেই কী আমি ঠিকভাবে এগিয়ে যাচ্ছি?
সবার ক্ষেত্রে তা জানি না তবে আমার এমন মনে হয় প্রশ্ন জাগে। সবার কাছ না হলেও বুদ্ধিমান কারো কাছ থেকে লেখার সমালোচনা আশা করি। ধন্যবাদ আপু 😍।
সুরাইয়া পারভীন
বিশ্বাস করেন ভাই এই গঠন মুলুক মন্তব্যে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। কৃতজ্ঞতা সহ অসংখ্য ধন্যবাদ ভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
নাজমুল হুদা
ধন্যবাদ আপু। আপনিও ভালো থাকবেন সবসময়।
জিসান শা ইকরাম
কিছু সময়ের স্মৃতি মানুষকে আমৃত্যু সুখ, আনন্দে রাখার জন্য যথেষ্ট।
চিঠি ভালো লেগেছে ছোট আপু।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়