এক চিলতে হাসির জন্যে বাঁশির সুর….

অলিভার ২৯ অক্টোবর ২০১৪, বুধবার, ০৩:২২:২৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

 

দীর্ঘসূত্রতার মানে বোঝ বালিকা?

দীর্ঘসূত্রতা হচ্ছে ক্লান্ত দুপুরে তোমার জন্যে অপেক্ষা;
যেই অপেক্ষায় ক্লান্ত রাখালের মন তোমাকে নিয়েই স্বপ্ন বুনে যায়…..
দীর্ঘসূত্রতা মানে অলস বিকেলে রাখালের বাজিয়ে যাওয়া বাঁশির সুর;
যেই বাঁশির সুরে থাকে আহবান শুধু তোমারই জন্যে…..
দীর্ঘসূত্রতা হল শীতের রাতে উঠোনে বসে একলা মনে ভোর হতে দেখা;
যেই একলা রাত্রিটার একাকীত্ব শুধুই তোমার জন্যে…..

দীর্ঘসূত্রতা……থাক, বাকি কথা বালিকা তুমি তোমার মতই বুঝে নিও। আমি শুধুই তোমার জন্যে করবো অপেক্ষা, তোমার ফেরার পথে কোন এক মাঠের কোনে দাড়িয়ে। তুমি শুধু দীর্ঘসূত্রতার অর্থ বুঝে পিছন ফিরে আমায় এক চিলতে হাসি উপহার দিও….

বালিকা…
আমার তৃপ্তি তোমার ঐ এক চিলতে হাসিতেই সীমাবদ্ধ…..

২১৫৩জন ২১৫০জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ