দীর্ঘসূত্রতার মানে বোঝ বালিকা?
দীর্ঘসূত্রতা হচ্ছে ক্লান্ত দুপুরে তোমার জন্যে অপেক্ষা;
যেই অপেক্ষায় ক্লান্ত রাখালের মন তোমাকে নিয়েই স্বপ্ন বুনে যায়…..
দীর্ঘসূত্রতা মানে অলস বিকেলে রাখালের বাজিয়ে যাওয়া বাঁশির সুর;
যেই বাঁশির সুরে থাকে আহবান শুধু তোমারই জন্যে…..
দীর্ঘসূত্রতা হল শীতের রাতে উঠোনে বসে একলা মনে ভোর হতে দেখা;
যেই একলা রাত্রিটার একাকীত্ব শুধুই তোমার জন্যে…..
দীর্ঘসূত্রতা……থাক, বাকি কথা বালিকা তুমি তোমার মতই বুঝে নিও। আমি শুধুই তোমার জন্যে করবো অপেক্ষা, তোমার ফেরার পথে কোন এক মাঠের কোনে দাড়িয়ে। তুমি শুধু দীর্ঘসূত্রতার অর্থ বুঝে পিছন ফিরে আমায় এক চিলতে হাসি উপহার দিও….
বালিকা…
আমার তৃপ্তি তোমার ঐ এক চিলতে হাসিতেই সীমাবদ্ধ…..
২৪টি মন্তব্য
বন্য
দীর্ঘসূত্রতা হল শীতের রাতে উঠোনে বসে একলা মনে ভোর হতে দেখা;
অবশেষে দীর্ঘসূত্রের এই সূত্র কি আবিষ্কৃত হলো তাহলে!!
অলিভার
সূত্রটা সবার জন্যে একইরকম নাও হতে পারে, ভিন্ন জনে ভিন্ন হবে তার অর্থ….
ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্যে -{@
শুন্য শুন্যালয়
প্রথমেই বলে নিচ্ছি, শিরোনাম আর ছবি খুবই পছন্দ হয়েছে।
দীর্ঘ সুত্রতা হচ্ছে, শুধুমাত্র একদিনের জন্য হলেও হাত দুটো ছড়িয়ে লম্বা শ্বাস নিয়ে মুক্তির আনন্দ নেয়া।
মিস্টি একটি কবিতা। বালিকা এই বাঁশির সুর শুনে এক চিলতে হেসে উঠুক।
অলিভার
চমৎকার বলেছেন আপু। দুহাত ছড়িয়ে মুক্তির আনন্দ সবাই নিতে পারে না।
শুভ কামনা জানবেন 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বালিকা…
আমার তৃপ্তি তোমার ঐ এক চিলতে হাসিতেই সীমাবদ্ধ…..
ওয়াও অসম্ভব ভাল লাগা দিয়ে গেলাম।
অলিভার
বালিকার এক চিলতে হাসির মূল্যই অনেক ঐ রাখাল বালকের কাছে।
ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে পড়ার জন্যে -{@
শুভ কামনা জানবেন 🙂
মোঃ মজিবর রহমান
তুমি শুধু দীর্ঘসূত্রতার অর্থ বুঝে পিছন ফিরে আমায় এক চিলতে হাসি উপহার দিও….
সুন্দর অলিভার,
অলিভার
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা জানবেন।
মোঃ মজিবর রহমান
আপনাকেও
(y)
মরুভূমির জলদস্যু
শীতের রাতের ভোড় হতে দেখা খুবই কষ্টের নিশ্চই,
চপচাপ চারধারে কুয়াশার চাদরে মোরা নিঃসঙ্গতা
অলিভার
শীতের রাতের একাকীত্ব শুধুই তার জন্যে, সেই একাকীত্বের কষ্টের কাছে শীতের রাতের কষ্ট কমই মনে হয়।
সময় নিয়ে পড়ার জন্যে ধন্যবাদ ভাইয়া -{@
শুভ কামনা জানবেন 🙂
হৃদয়ের স্পন্দন
দীর্ঘসূত্রতা মানে আমি আর আমার প্রতিক্ষা
অলিভার
ধন্যবাদ হৃদয়ের স্পন্দন
সময় নিয়ে পড়ার জন্যে ধন্যবাদ -{@
শুভ কামনা জানবেন 🙂
ছাইরাছ হেলাল
খুব সামান্যতেই খুশি দেখছি ।এমন ই ভাল।
অনুভুতির সুন্দর প্রকাশ।
অলিভার
বালিকার এক চিলতে হাসির দামই বা কম কিসে ভাইয়া।
সময় নিয়ে পড়ার জন্যে ধন্যবাদ -{@
শুভ কামনা জানবেন 🙂
মেহেরী তাজ
বালিকা…
আমার তৃপ্তি তোমার ঐ এক
চিলতে হাসিতেই সীমাবদ্ধ…..
ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
অলিভার
বালিকার ঐ এক চিলতে হাসিই মহামূল্যবান সম্পদ
সময় নিয়ে পড়ার জন্যে ধন্যবাদ -{@
শুভ কামনা জানবেন 🙂
ব্লগার সজীব
সব একান্ত অনুভুতিই কবিতা হয়ে যায়। ++++++++++
অলিভার
এটাকে কবিতা বলা সম্ভবত উচিৎ হবে না।
তারপরও অনুভূতি গুলি কেমন একটা ছন্দে চলে আসে।
সময় নিয়ে পড়ার জন্যে ধন্যবাদ -{@
শুভ কামনা জানবেন 🙂
মিথুন
দীর্ঘসূত্রতার মানে যদি এই হয়, তবে তা ভালোই 🙂
অলিভার
ভিন্ন জনে ভিন্ন কোন সূত্রেও দীর্ঘসূত্রতা বুঝে নিতে পারে। ভালবাসার পরিবর্তে অভিমানও স্থান নিতে পারে সেই সূত্রে।
সময় নিয়ে পড়ার জন্যে ধন্যবাদ -{@
শুভ কামনা জানবেন 🙂
লীলাবতী
অলিভার বালিকাকে নিয়ে কবিতাও লেখে? 🙂 , ভালো ভালো, আমি ভেবেছিলাম অলিভার অনেক পিচ্চি একটা ভাইয়া :p
ভালো লেগেছে বেশ।
খেয়ালী মেয়ে
দারুন লিখেছেন 🙂
দীর্ঘসূত্রতা……থাক, এর মানে আমরাও আমাদের মত করে বুঝে নিলাম 🙂
নুসরাত মৌরিন
দীর্ঘসূত্রিতা মানে অপেক্ষা এক চিলতে হাসির জন্য-
ভাল লাগলো খুব।