
একুশ আমার উচ্ছাস
একুশ আমার ভাবনা।
একুশ আমার মনের দেয়ালে
আঁকা স্বপ্নের আলপনা ,
একুশ আমার চেতনায় জাগ্রত
প্রদীপের জ্বালানো সলতে।
একুশ আমার ভালোবাসার আলিঙ্গনে
জড়ানো স্নেহের পরশ,
একুশ আমার অষ্টপ্রহর
ব্যাস্ততায় কাটানো সুখ -দুঃখের ব্যর্থ প্রলাপ।
একুশ আজ নয় শুধু শোক
একুশ আজ এগিয়ে যাবার দীপ্ত শপথ,
একুশ আমার রক্তের হিমোগ্লোবিন
একুশ মুক্ত বাতাসে নেয়া অক্সিজেন।
একুশ আমার স্বপ্ন সুখের
স্বাধীন মানচিত্রের
রোপন করা প্রথম বীজ।
ছবি সংগ্রহ- নেট থেকে
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অবশ্যই আমরা দীপ্ত শপথে এগিয়ে যাব একুশের মহিমায়।
হালিমা আক্তার
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা অবিরাম।
ফয়জুল মহী
চমৎকার একটি লেখা পড়লাম
সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা
হালিমা আক্তার
অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
অতুলণীয় শ্রদ্ধার নৈবেদ্য।
একুশ হোক বাঙালীর প্রাণের অহংকার।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা সকল শহীদদের প্রতি।।।
অনেক ভালো থাকুন।
হালিমা আক্তার
আপনার প্রতিও ভালোবাসা ও শুভেচ্ছা রইলো।
সাবিনা ইয়াসমিন
একুশ আমাদের মনে-প্রাণে কর্মে থাকুক এই হোক একুশের অঙ্গীকার।
সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
একুশের অনেক অনেক শুভেচ্ছা রইল কবি আপু
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।