একান্ত সময়

রিমি রুম্মান ১০ জানুয়ারি ২০১৫, শনিবার, ১০:২৫:১৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

পার্ক এভিনিউ, মেডিসন এভিনিউ পার হয়ে হেঁটেই যাচ্ছি এই তুষারপাতের সকালে। পাশ দিয়ে শাঁ করে চলে যায় একটি গাড়ী আমায় সতর্ক করে দিয়ে। এমন বিচ্ছিন্ন হাঁটাহাঁটির চেয়ে স্টারবাক্‌সে ঢুকি। মোটামুটি মানুষজনে পরিপূর্ণ। সবাই চুপচাপ ব্রেকফাস্ট সারছে। পাশাপাশি ওয়াই ফাই সুবিধা থাকাতে কেউ ফোনে, কেউ ল্যাপটপে নিমগ্ন। সুন্‌সান নীরব, যেন জনমানব শুন্য। এই সুশৃঙ্খল নীরবতাটুকু ভাল লাগে। এক কর্নারের খালি টেবিলটিতে বসি। বাইরের তুষারপাত দেখি। রাস্তার দু’ধারে পার্ক করা সারি সারি গাড়ীগুলো যেন সাদা তুলায় ঢেকে আছে। মানুষগুলোর দিন শুরুর ব্যস্ততা। তুষারপাতেও থেমে নেই কিছু। শুধু অনেক অনেক দিন পর আমার ক্ষণিক সময় হলো… কারো আদেশ, উপদেশ, অনুরোধ বিহীন একান্ত সময় !

কফির কাপ হতে বাস্প উঠছে ঊর্ধ্বমুখী। যেন গরম ভাপা পিঠা থেকে উঠে আসা ধোঁয়া কিংবা ফুঁ দিয়ে দিয়ে আগুন জ্বালানো মাটির চুলা থেকে উঠে আসা ধোঁয়া। সেই ধোঁয়ার কুণ্ডলীর মাঝে ভেসে বেড়ায় কিছু প্রিয় মুখ। শেষবার দেখা দাদুর মুখ, যিনি আমায় বিদায় দিতে লাঠি ভর করে গাঁয়ের সরু রাস্তার শেষ অবধি এসে অশ্রুজলে দাঁড়িয়েছিলেন… ঠায় দাঁড়িয়েছিলেন দৃষ্টিসীমায় আমি মিলিয়ে না যাওয়া অবধি। শেষবার দেখা নানুর মুখ, যিনি আমায় বিদায় দিতে দীর্ঘক্ষণ পাঁচতলার ব্যালকণিতে দাঁড়িয়েছিলেন… ঠায় দাঁড়িয়ে আঁচলে চোখ মুছেছেন আমি অন্য সুউচ্চ দালানগুলোর আড়ালে হারিয়ে না যাওয়া অবধি। ভেসে উঠা মুখগুলো বাস্পের সাথে ঊর্ধ্বমুখী হতে হতে মিলিয়ে গেল একে একে…ধীরে ধীরে…

ঘড়িতে বারোটা বাজ্‌তে এখনো তিরিশ মিনিট বাকী। ছেলেকে আন্‌তে যাবার সময় হয়ে এলো। আজ সে হান্টার কলেজ হাইস্কুলে এডমিশন টেস্ট দিচ্ছে। আড়াই হাজার ছাত্র-ছাত্রী’র অভিভাবকগন ভাগে ভাগে ক্যাফেটেরিয়া, জিমনেশিয়াম, অডিটোরিয়ামে অপেক্ষারত। এখানেও সুন্‌সান নিরবতায় সুশৃঙ্খল অপেক্ষা সবার। স্পীকারে এনাউন্স হচ্ছে… রুম তিনশো পনেরো’র ছাত্র-ছাত্রীরা বেরুবে এখন। হাসিমুখে অনেকের সাথে বেরিয়ে এলো রিয়াসাত। আর দশটা বাঙালী মায়ের মতন আমিও ওকে প্রশ্নবাণে জর্জরিত করতে করতে ছুটি গন্তব্যের উদ্দেশ্যে। আবার হয়তো অনেক অনেক দিন পর কোন একদিন এমন একটু সময় হবে… নিজের একান্ত সময় !

## প্রবাস মানে,হাজারো ব্যস্ততার মাঝে অনুভূতিপ্রবণ আর স্মৃতিকাতর মন

প্রবাস মানে, শত ব্যস্ততার মাঝেও হটাৎ হটাৎ অদ্ভুত বিষণ্ণতার ঘোর ।

৫৭৯জন ৫৭৯জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ