ফুল আর কি ফুটবে?
একটি গাছও আস্ত নেই
মেশিন গানের বুলেটের আঘাতে
গাছগুলোর শাখা প্রশাখায়
পচন ধরে নুয়ে পড়ছে
তাহলে ফুল আর কোথায় পাব
আজ বিজয়ের দিন
কোথাও কোনো ফুল নেই
অস্ত্রের পাহাড় জমেছে
দেখে যেন মনে হয় আজ অস্ত্রের উল্লাস
রক্তের সাগর পারি দিয়ে আজ সুখের দোরে
আজ বিজয়ের দিন
আজ বিজয়ের দিন।
পাখিরা আর কি গাইবে?
কণ্ঠ বাজেয়াপ্ত মুখ খুললেই এ্যাকশন
যেই পাখিরা বেশি মুখ খুলত
দুই দিন আগে সেই পাখিদের লাশ বধ্যভূমিতে
এর আগে তো অসংখ্য অগণিত জেনেসাইড
আজ বিজয়ের দিন
কণ্ঠ বাজেয়াপ্ত করার জন্য
গান নেই, সুর হারিয়ে গেছে
তবুও গাইছি কারণ
আজ বিজয়ের দিন
আজ বিজয়ের দিন।
নদী আর কি ছুটে চলবে?
গতি পথ রুদ্ধ
তবুও চলার চেষ্টা করে
চলতে মানা তবুও ভয়ে চলে
আজ বিজয়ের দিন
সব জঞ্জাল ভাসিয়ে
আনন্দ করব, আনন্দ
অন্নবিহীন উদর উলঙ্গ জনতা
আজ বিজয়ের দিন
আজ বিজয়ের দিন।
রচনাকালঃ
২১/০৬/২০২০
মোট পড়েছেনঃ ৮৪২জন
আজ পড়েছেনঃ ৭৪০জন
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সব থেমে গেলেও, কন্ঠ রুদ্ধ করলেও বিজয়ের গান গেয়েই যাবে প্রকৃত দেশপ্রেমিক। অসাধারণ লেগেছে কবিতা।
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইল সব শহীদ, বীরাঙ্গনা, মুক্তিযোদ্ধাদের জন্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
আরজু মুক্তা
বিজয়ের লাল সবুজ শুভেচ্ছা।
কবিতা ভালো লেগেছে
জাহাঙ্গীর আলম অপূর্ব
ভালো লাগলার জন্য ধন্যবাদ
শুভকামনা রইল প্রিয় পাঠক
ফয়জুল মহী
বিজয়ের বিজয় হোক। সূর্য উঠুক মেহনতী ও নিরহ মানুষের দিগন্তে। সার্থক হোক বিজয়।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সদা প্রিয় পাঠক
শুভকামনা
তৌহিদ
এই মহান বিজয়ের সমুন্নতা আমরা ধরে রাখতে পারিনি। আপনাকে বিজয়ের শুভেচ্ছা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
বোরহানুল ইসলাম লিটন
মহান দিনটি বারে বারে গৌরবে জাগিয়ে দেয় বাঙ্গালী সত্ত্বাকে। খুব সুন্দর। মুগ্ধতায় শুভেচ্ছা একরাশ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম সুন্দর মন্তব্য করেছেন
শুভকামনা রইল নিত্য প্রিয় পাঠক
বোরহানুল ইসলাম লিটন
বেশ সুন্দর লেখা। বিজয় দিবসের শুভেচ্ছা রইল প্রিয় কবি।
জাহাঙ্গীর আলম অপূর্ব
মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ প্রিয় পাঠক
শুভকামনা রইল
আলমগীর সরকার লিটন
বিজয় দিবসের অনেক শুভেচ্ছা রইল কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ মন্তব্য
শুভকামনা রইল প্রিয় পাঠক
জিসান শা ইকরাম
বিজয়ের শুভেচ্ছা নিন,
শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ভালো থাকুন সদা
শুভকামনা রইল