
আমি সবুজ ঘাসে নেই
ভরা মাঠেও নেই
শিশিরে নেই
বৃষ্টিতেও নেই।
আমি উঠোনের ধূলোতে নেই
কাগজের নৌকোতেও নেই
কিশোরীর কাজলে নেই
কলাপাতা পাড়ের শাড়িতেও নেই।
আমি পরাগে নেই
মধুতেও নেই
আমি নীড়ের টুকরো আলোয় নেই
গোধূলির রঙেতেও নেই।
এই যে এত নেই আর নেই
এটাই বা কজনের থাকে?
২১/০৯/২০
২৭টি মন্তব্য
রেজওয়ানা কবির
অল্পতেই দারুন প্রকাশ।তবে প্রথম পিকচারটা আমার কাছে একটু বেমানান লাগছে লেখার সাথে।তবে দ্বিতীয় পিকচারটা একদম পারফেক্ট হয়েছে।ভালো থাকুন।শুভকামনা।
নীরা সাদীয়া
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
১ম ছবিটা অনেকগুলো নেই এর সমন্বিত রূপ।
২য়টি একলা বাদল বেলা।
শুভ রাত্রি৷
ফয়জুল মহী
এত নেই নেই কেন
নীরা সাদীয়া
আমার কিছুই নেই, তাই…
বন্যা লিপি
যখন আমি কোথাও নেই
থাকবো না আর কোনোকিছুতেই
একরাশ নেইএর মাঝেই তবু আমি থেকে যাই, না থাকার মতো…….কে পেয়েছে কবে এই রাশি রাশি নেই হয়ে?
ছুঁয়ে গেলো মন এমন লেখায়। অনেকদিন পরে এলেন লেখা নিয়ে। আরো একটু নিয়মিত হোন। শুভ কামনা নিরন্তর।
নীরা সাদীয়া
নিয়মিত হবার ইচ্ছে থাকলেও হয়ে উঠে না।
লেখাটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, ধন্যবাদ আপনাকে।
সামশুল মাওলা হৃদয়
নেই নেই হা হা কার
নীরা সাদীয়া
এটাইবা ক’জনের থাকে?
আলমগীর সরকার লিটন
সুন্দর নেই করতে করতে একদিন নাই হয়ে যায়——চমৎকার এক ভাবনা কবি আপু অনেক শুভ কামনা
নীরা সাদীয়া
আমি কবি নই, এলোমেলো কিছু ভাবনা লিখি শুধু মাত্র।
শুভ কামনা জানবেন।
আরজু মুক্তা
নেই এর মাঝে খুঁজে চলা, এক ধরনের শূন্যতা বিরাজ করে।
পথচলা সুগম হোক
নীরা সাদীয়া
এরাইবা ক’জনের থাকে?
শুভ কামনা রইলো।
হালিম নজরুল
নেই মানেই অনেককিছু থাকার চাহিদা আছে। ভাল থাকার জন্য প্রার্থনা রইল।
নীরা সাদীয়া
প্রার্থনা মঞ্জুর হোক।
ইঞ্জা
দুইটা ছবিই আপনার নেই নেইতে মিশে গেছে, শেষের লাইনটি চমকপ্রদ।
অনেকদিন পর আসলেন আপু, নিয়মিত হলে আপনার লেখা পড়তে পারতাম। 😊
নীরা সাদীয়া
ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না। দোয়া করবেন ভাইয়া।
ইঞ্জা
সবসময় দোয়া আপু
সুপর্ণা ফাল্গুনী
আমি কোথাও নেই তবুও আছি ভাবনার অনুরণনে , আছি সবকিছুতেই অদৃশ্য হয়ে যার দেখার সে ঠিকই দেখে, খুঁজে নেয় অদৃশ্য আমারে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অহর্নিশি
নীরা সাদীয়া
ঠিক বলেছেন।
আমি নেই, তবু আছি…
সুরাইয়া পারভীন
এই কোথাও না থাকাটা যতোটা যন্ত্রণার
ততোটায় সুখেরও হতে পারে কিন্তু
এই দেখুন না কোথাও নেই বলেই কোনো দ্বায় নেই
দায়িত্ব নেই, কাউকে কৈফিয়ত দেবার নেই
কারো থেকে কৈফিয়ত নেবার নেই
ব্যাপারটা কিন্তু দারুণ তাই না!
নীরা সাদীয়া
আপনার এই মন্তব্যে ভীষণভাবে অনুপ্রাণিত হলাম।
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ খুরশীদ আলম
নেইতো কোন আশা , বন্ধ মুখের ভাষা, চারদিকে দেখি শুধু অন্ধকার,
চারদিকে দেখি শুধু অন্ধকার।
নীরা সাদীয়া
এতটা অন্ধকার, এটাইবা ক’জনের থাকে?
শামীম চৌধুরী
আমি পরাগে নেই
মধুতেও নেই
আমি নীড়ের টুকরো আলোয় নেই
গোধূলির রঙেতেও নেই।
বাহ। কেন পালিয়ে আছেন। সব কিছুতে নেই হলে কি চলে?
নীরা সাদীয়া
আমার জন্য কোথাও কিছু নেই, তাই…
সুপায়ন বড়ুয়া
আমি পরাগে নেই
মধুতেও নেই
আমি নীড়ের টুকরো আলোয় নেই
গোধূলির রঙেতেও নেই।
এই যে এত নেই আর নেই
এটাই বা কজনের থাকে?
এতো নেই হলে কি চলে।
শুন্য যোগ শুন্য সমান শুন্য বলা চলে।
তবু থাকেন ভাল আমার আপু বলে।
নীরা সাদীয়া
আমার পুরোটাই শুণ্য!
কোথাও কিছু নেই।