একদিন চেনা শহরে

কামরুল ইসলাম ৩ জুন ২০২০, বুধবার, ১২:৫৫:১৬অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

মনে হয় কোন নতুন শহরে ~

অন্য কোন অভিসারে ~

আমি এক যাযাবর ~

চেনা পথ,  কেনা প্রহর ~

তবুও যেন নিসঙ্গ নগরে ~

নিশ্বাস রাখি বরাবর ।

ব্যস্ততা নাই,  কারো চাপ নেই ~

এগিয়ে যাওয়ার ধাপ নেই ~

কোন ঠাঁসা কাতরে ~

ফাঁকা ফাঁকা রাজ পথ ~

চাঁকা ছাড়া মহরত  ~

সভ্যতার আদি আসরে  ।।

মনে যত আছে টান ~

দূরত্ব রাখি দেহ খান ~

নগরের প্রান্তরে  ~

চেনা গলি,  চেনা পথ ~

দৃষ্টি যেন  উদ্ভট ~

আতংকেতে শান্তরে  ।।

 

বহুদিন পরে এলাম এই শহরে ~

স্মৃতি ঘেরা মনে,  সংশয়ের বহরে  ।।

~~~~~~~~~~~~~

 

রচনা কাল ঃ ০২/০৬/২০২০

৮০১জন ৭২০জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ