
বসতি বাগানে রক্তের ক্রোমোসোমে ফুটে গোলাপ;
স্বপ্ন ছিলো মাংসের তুফানে হেলেদুলে
কাউকে নরম ফুলের আধাআধি ভাগ দিবে
পরিশ্রমের ঘ্রাণ চুষে নিবে এক লাল ওড়নায়
পাপড়ির ন্যায় ছড়িয়ে দিবে পরস্পরের সুখ।
কথা ছিলো স্বাবলম্বী নারীর মতো
বাবা, মা, ভাই আর রাষ্ট্র
সুনিপুণ কারুকার্যে হাতের সুতোয়
সেলাই করে আঁকবে মাতৃত্বের কঠিন ইতিহাস।
হঠাৎ কথা আর নিয়মের উল্টো পথে
দাঁড়ায়- ১:৪ কিংবা সমবয়সী দরবেশী খাদক
১৬ স্তরের সাজানো দাউদাউ আগুনে জ্বলে
রক্তের জোড়া ক্রোমোসোমে ফুটন্ত সেই গোলাপ।
এখন মৃত্যু পরবর্তী রাষ্ট্র থেকে জনসভার রাষ্ট্রে
রাষ্ট্র তুমি শিক্ষা নাও
সকল হত্যার শান্তিদূত কেবল একটি সাদা গোলাপে।
নেত্রকোনা, ময়মনসিংহ
১৯টি মন্তব্য
বন্যা লিপি
বিদ্রোহ ফেটে পরে শব্দের শানিত প্রেক্ষাপটে।
সকল হত্যার শান্তিদূত কেবল একটি শাদা গোলাপে।
লেখায় ভালোলাগা রইলো।
নাজমুল হুদা
ধন্যবাদ বড় আপু ।
উৎসাহ পায় প্রতিনিয়ত এমন মন্তব্যে। কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সুরাইয়া পারভিন
এখন মৃত্যু পরবর্তী রাষ্ট্র থেকে জনসভার রাষ্ট্রে
রাষ্ট্র তুমি শিক্ষা নাও
সকল হত্যার শান্তিদূত কেবল একটি শাদা গোলাপে,,,,
শব্দ চয়ন, উপস্থাপন বরাবরই চমৎকার
কবিতার কথায় কথায় গড়ে উঠুক প্রতিবাদ।
নাজমুল হুদা
অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকবেন সবসময় আমাদের জন্য।
সাখিয়ারা আক্তার তন্নী
সেলাই করে আঁকবে মাতৃত্বের কঠিন ইতিহাস।
হয়তো কথা ছিলো,
তবে সে কথা রাখার দায় হয়তো রাষ্ট্র অস্বীকার করেছে।ভুলে গেছে তার অঙ্গিকার।
নাজমুল হুদা
গোলাপের অনেক কথা ছিলো
শুনতে দিলো না এ দায় রাষ্ট্র এড়াতে পারবে না।
সাবিনা ইয়াসমিন
বিদ্রোহী কবিতায় ভালো লাগা রইলো।
শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 💞
রাফি আরাফাত
এখন মৃত্যু পরবর্তী রাষ্ট্র থেকে জনসভার রাষ্ট্রে
রাষ্ট্র তুমি শিক্ষা নাও
সকল হত্যার শান্তিদূত কেবল একটি সাদা গোলাপে।
মন ভরে গেলো ভাই। অসাধারন।
ধন্যবাদ
নাজমুল হুদা
ভালোবাসা নিবেন ভাইয়া।
শাহরিন
মৃত্যু শব্দটি এখন সবাই অনেক স্বাভাবিক ভাবে নেয়। অঘটনায় মুছে যাওয়া প্রান শুধুই সবার গল্পের খোরাক হয়ে থাকে কিছুক্ষণ। এই মিছিল বন্ধ হোক, সব বাবা মায়ের কোলে সন্তানেরা নিরাপদে ফিরে আসুক।
নাজমুল হুদা
মৃত্যু কখনও স্বাভাবিকভাবে নেওয়ার বিষয় না একজন সাধারণ মানুষের জন্য।
মৃত্যুকে কেন্দ্র করে এক শ্রেণির লোক অসাধারণ হওয়ার স্বপ্ন দেখে।
আর সেখানেই কেউ প্রতিবাদ করে ক্ষোভ ঝাড়ে অবহেলা শব্দে।
এস.জেড বাবু
সকল হত্যার শান্তিদূত কেবল একটি সাদা গোলাপে।
ইশশ, যদি একটা স্বাধীন পতাকা, বাধাহীন বাতাসে, ইচ্ছেমতো উড়তো !
বরাবরই আপনার লিখার মুগ্ধ পাঠক আমি।
নাজমুল হুদা
ভালোবাসা মিশ্রিত শ্রদ্ধা নিবেদন করছি ভাইয়া 💜
নিতাই বাবু
<blockquote
এখন মৃত্যু পরবর্তী রাষ্ট্র থেকে জনসভার রাষ্ট্রে
রাষ্ট্র তুমি শিক্ষা নাও
রাষ্ট্র কি সত্যি সত্যি শিক্ষা পাবে? না পেলেই হবে ব্যর্থরাষ্ট্র।
নাজমুল হুদা
শিক্ষা নেওয়া কাম্য 💞
ধন্যবাদ দাদাভাই
মনির হোসেন মমি
কবিতায় বিদ্রোহের গন্ধ পাই।রাষ্ট্র এখন আমাদের ব্যাথা বুঝলেই হল।
নাজমুল হুদা
রাষ্ট্র এখন বুঝলেও পরবর্তী প্রজন্ম একদিন বুঝবে।
ধন্যবাদ ভাইয়া 💞
রুমন আশরাফ
দারুণ