
একজন নিবিষ্ট পাঠক। যার আগমন সোনেলায় ২০১২ এর অক্টোবরে। হাঁটি হাঁটি পা পা করে নয়টি বছরে সমান, দীপ্র, দীপ্ত পথচলায় ৭১৫ টি পোস্ট লিখে আমাদেরকেই উল্টা বসিয়েছেন পাঠকের আসনে। আমরা ভাবি, ” Actually a writer never takes a vacation. For a writer, life consists of either writing or thinking about writing. ” অথচ তাঁর পিপাসার্ত কলম বলে, ” উনি যা লিখতে চান তা লিখতে পারেননি।”
বিদ্যুতের ঝলকানি আলো নিয়ে এসে দাঁড়িয়েছেন সোনেলায়। আমাদেরকে সঙ্গে নিয়ে দেখবেন রাজপথের আনন্দের জনস্রোত। সেদিন কবিতারা তারার মতো বর্ষিত হবে। শোনাবে জোসনার গান। উৎসুক লাল চাঁদ ঝুলবে নীল চাঁদোয়ায়। সজীবতার সতেজ অনুভূতিতে দোলা দেবে সোনালি সুখ স্মৃতি….উষ্ণ উষ্ণ ভালোবাসা।
আড়মোড়া ভেঙ্গে এক কাপ ধোঁয়া ওঠা চা নিয়ে সোনেলার রাজ্যে প্রবেশ করেই প্রথম পাতায় প্রথম লেখায় তাঁর একান্ত অনুভূতি অথবা কথার ফুলঝুড়িতে চোখ ক্লান্তিহীনভাবে একদৃষ্টিতে মুগ্ধতায় জড়াবে । পাতা উল্টালেই খুঁজে পাবো সবুজ বন বনানী, নীলাভ আকাশ, পাখির কলতান, নদীর বাঁক, সময়ের রকম ফের, স্বপ্ন ছোঁয়া কুটির, স্মৃতির মিনার, শান্ত ঝর্ণার নীল টুপটাপ জলের স্নিগ্ধ বাতাস। উনি স্কেচে আঁকা শিল্পী। ইজেলে এঁকে চলেছেন রিনিক ঝিনিক ছন্দে। আমরা ‘কান পেতে রই !’ নৈশব্দের শব্দ শোনার জন্য।
ভরা পূর্ণিমায় আমরাও অপেক্ষায় থাকি ” কে আসে নিরালায় ? কে বাজায় বাঁশী ক্ষণে ক্ষণে ? ”
তাঁর গোধূলিবেলা আর সেই সময়ের বর্ণিল আকাশ এবং শিশুদের নিষ্পাপ হাসি খুব পছন্দ।
আমরা, সোনেলার পরিবার তাঁকে প্রার্থনায় রাখলাম সেই মুহূর্ত জুড়ে।
২০টি মন্তব্য
তৌহিদুল ইসলাম
সাইরাছ হেলাল ভাই পাঠক হিসেবে অনন্য, তাঁর লেখকীয় গুণাবলী আমার মতন নগন্য মানুষের পক্ষে লিখে বর্ননা করা খুব শক্ত একটি কাজ। সোনেলার প্রত্যেককে তিনি যেভাবে আগলে রেখেছেন তার জন্য শুধু ধন্যবাদ জানালেও কম হয়ে যাবে।
তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন এটাই প্রার্থণা।
চমৎকার এমন একটি পোষ্ট লেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আরজু আপু। শুভকামনা আপনার জন্যেও।
আরজু মুক্তা
আপনাকেও ধনযবাদ। শুভ কামনা সবসময়
রেজওয়ানা কবির
লেখাটি যখন পড়ছিলাম তখনই বুঝেছিলাম ইনি আর কেউ নয় আমাদের সবার প্রিয় ভাই সাইরাস হেলাল ভাই, যিনি একাধারে অসাধারণ শব্দচয়নের মাধ্যমে লিখে যান দারুনভাবে যেগুলো পড়ে আমরা মুগ্ধ হই এবং একাধারে সবার লেখায় উৎসাহমুলক মন্তব্যে সর্বোপরি লেখার উৎসাহ পাই আমি নিজেও। এরকম একজন মানুষ আমাদের মাঝে আছে যার কাছ থেকে অনেক কিছু শেখা যায়, যাকে না দেখেও শ্রদ্ধা করা যায়। অনেক অনেক ভালো থাকুন ভাইয়া, শুভকামনা আর শুভেচ্ছা, এভাবেই লিখে যাবেন আর আমাদের পাশে থেকে উৎসাহ দিয়ে যাবেন এই কামনা।
আরজু মুক্তা
ধন্যবাদ আপনাকে। শুভ কামনা সবসময়
রেজওয়ানা কবির
মুক্তা আপু অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্য।
সাবিনা ইয়াসমিন
প্রথম দুলাইনেই তিনি উন্মুক্ত হয়ে গেছেন।
নয় বছর! যেন এক কালের সাক্ষী বটবৃক্ষ সোনেলার সবটুকু ঢেকে রেখেছেন ছায়া দিয়ে। আমার কখনো মনে হয়নি তিনি পাঠক! সোনেলায় তাকে পেয়েছি একজন অভিভাবকের মতন, একজন দায়ীত্ববান শিক্ষক রুপে। তার নাম নিয়ে, অথবা নামের শেষে স্যার, সাহেব, ভাই, ভাউ কিছুই যোগ করার সাহস অর্জন করতে পারিনি এখনো! তাকে সম্বোধন করতে একটাই পদবী পেয়েছিলাম, ❝মহারাজ❞
হ্যা, তিনিই আমাদের মহারাজ, সোনেলার মহারাজ।
সোনেলা নীড়ে নয় বছরে পদার্পণ এর জন্য মহারাজকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তিনি ভালো থাকুন, দীর্ঘায়ু হোক, এটাই কামনা করি।
আপনাকেও শুভেচ্ছা এত সুন্দর শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্যে। ভালো থাকুন আপনিও।
শুভ কামনা রাশি রাশি 🌹🌹
আরজু মুক্তা
আপনাকেও ধন্যবাদ।
শুভ কামনা সবসময়
ছাইরাছ হেলাল
খুব বিখ্যাত একটি উক্তি একটু অদল-বদল করে লিখলে যা হয়!!
“Having knowledge of literature doesn’t necessarily
qualify someone to teach it. One of the most important
qualities of them is wisdom. Such men know what to say,
how to say it, and when to say it, and whom to say it.
And sometimes wisdom dictates silence”
আপনার এ লেখাটি লেখা হিশেবে আমার কাছে বিস্ময়ের মাত্রা অতিক্রম করেছে।
সোনেলায় এমন লেখা সহসা আসে না।
আমার একটি প্রিয় কবিতা এখানে দিলাম, যদিও ভাবছি না, কবিতাটি এখানে যায়-কী-না।
অবশ্যই ধন্যবাদ।
She Walks in Beauty
BY LORD BYRON (GEORGE GORDON)
She walks in beauty, like the night
Of cloudless climes and starry skies;
And all that’s best of dark and bright
Meet in her aspect and her eyes;
Thus mellowed to that tender light
Which heaven to gaudy day denies.
One shade the more, one ray the less,
Had half impaired the nameless grace
Which waves in every raven tress,
Or softly lightens o’er her face;
Where thoughts serenely sweet express,
How pure, how dear their dwelling-place.
And on that cheek, and o’er that brow,
So soft, so calm, yet eloquent,
The smiles that win, the tints that glow,
But tell of days in goodness spent,
A mind at peace with all below,
A heart whose love is innocent!
আরজু মুক্তা
আপনার এ কমেন্ট একটা পরম পাওয়া। এবং আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনগুলিতে। আপনার সম্বন্ধে লিখতে গিয়ে, আপনার অনেকগুলো লেখা আমি পড়েছি। বাইরনের এই কবিতা আমার পাঠ্য ছিলো এম, এ তে। দোয়া করবেন।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ অশেষ।
সুপর্ণা ফাল্গুনী
লেখাটি পড়েই বুঝতে পেরেছি এ আর কেউ নয় আমাদের সবার প্রিয় মহারাজ। উনি সত্যিকারের একজন উচ্চমানের পাঠক। সবার লেখা পড়েন, সবাইকে তার মূল্যবান মতামত দেন। ওনার সু্স্বাস্থ্য , দীর্ঘায়ু কামনা করছি। ঈশ্বর মঙ্গল করুন।
আপনি ও ভালো থাকবেন সবসময়
আরজু মুক্তা
আপনাকেও ধন্যবাদ।
শুভ কামনা সবসময়।
রোকসানা খন্দকার রুকু
৭১৫ দেখে চমকে গেলাম কে হতে পারে এমন সাহসী। অবশেষে বুঝলাম আমাদের শ্রদ্ধেয় ভাইয়া। কলম চলুক দূর্বার গতিতে। শুভ কামনা সবসময় ও অনেক অনেক ভালোবাসা।
আরজু মুক্তা
ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা সবসময়
মনির হোসেন মমি
শুধু সোনেলায় নয় ব্যাক্তি হেলাল ভাইও যেন অনন্য।তার বন্ধু সুলভ ব্যাবহার,অনুচ্চ শব্দে কথা বলার মাধুর্য যে কাউকেই মুগ্ধ করবে। শুভেচ্ছা সহ ভাল থাকার প্রত্যয় ব্যাক্ত করলাম।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই।
শুভ কামনা সবসময়
জিসান শা ইকরাম
তিনি সে কে সাথে নিয়ে সোনেলায় এসেছিলেন।
এরপরে একে একে নিয়ে এলেন ৭০০+ সৃষ্টিকে,
সোনেলার মত একটি ছোটো ব্লগ সাইটে একজনেরই সাতশতের অধীক লেখা, এটি অকল্পনীয়। স্বপ্নে ভাবাও কঠিন এটি।
চোখের সমস্যা না হলে তিনি হাজার পোস্ট অতিক্রম করে যেতেন অবশ্যই।
সোনেলার একটি বড় এবং অপরিহার্য স্তম্ভ তিনি। প্রচুর লিখতে পারেন তিনি।
ব্যক্তিগত জীবনে তিনি পড়াশুনা নিয়েই থাকেন।
সারাক্ষণই পড়া এবং লেখার মাঝে ডুবে থাকেন।
সোনেলায় প্রকাশিত অন্য লেখকদের লেখাও পড়েন গভীর মনযোগ দিয়ে।
লেখকদের অনুপ্রানিত করেন তিনি মন্তব্য দিয়ে। লেখকদের লেখার দিক নির্দেশনাও দেন সঠিক ভাবেই।
প্রার্থনা করি তার সুস্থ জীবনের,
শুভ কামনা তার জন্য।
জিসান শা ইকরাম
এত চমৎকার একটি পোস্ট দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ।
শুভ কামনা।
আরজু মুক্তা
আপনাকেও ধন্যবাদ।
এবং শুভ কামনা সবসময়
হালিমা আক্তার
অনেক অনেক শুভকামনা রইলো। ৭১৫ থেকে গুণিতক হারে বৃদ্ধি পেতে থাকুক। সুন্দর সুন্দর লেখাগুলো পড়ার সুযোগ পাবো। ধন্যবাদ এতো সুন্দর পোস্ট এর জন্য।
আরজু মুক্তা
আপনাকেও ধন্যবাদ।
শুভ কামনা সবসময়