
#এই_শহরের_সেই_মেয়েটি
এই শহরেও একটি মেয়ে আছে
যে শাড়ি পরে।
লাল নীল বাতি আর ইট পাথরের মাঝে
প্রতিমা প্রতিকে হেঁটে চলে।
এই শহরের সেই মেয়েটি
মবিল পোড়া গন্ধে শাড়ির আঁচলে নাক লুকায়
কপালে লাল টিপ দিয়ে
কর্পোরেট অফিসে চাকরি করে
কাঁধে ব্যাগ ঝুলিয়ে
রংগীন স্বপ্ন নিয়ে পিচ ঢালা পথে
ঘামে, তাপে খরায় একাকার হয়।
এই শহরের সেই মেয়েটি সুদর্শণা
কোমল হাসি আর ঠোঁটে লেগে থাকা লিপস্টিক
আমার কবিতায় ভাসে।
তার দিকে আমি চেয়ে থাকি অপলক,
কখনও দূর থেকে দেখি
কখনো কাছে থেকে,
কখনো লুকিয়ে দেখি
তাকে ভালোবাসি বলা হবে না,
সে আমার প্রেম নয়, কল্পনা!
এই শহরের সেই মেয়েটি মায়াবতী,
তাকে আমি ভালোবাসি,
বলা হলো না, বলা হবে না!
সে আমাকে ভালোবাসবে?
নাকি ভালোবাসতেন,
জানা হলো না, জানা হবে না!
#সিকদার_সাদ_রহমান
২৭-০২-২০২০
১৭টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
কল্পনার একজন মায়াবতীকে নিয়ে এত সুন্দর করে লিখেছেন, আবার বলছেন সে আপনার প্রেম নয়, কল্পনা!! বেশতো, কল্পনা যদি এমন মিষ্টি মধুর হয়, তবে কল্পনাতেই থাকুক সে।
ভালো লিখেছেন সাদ,
আরও লিখুন, নিয়মিত হন।
শুভ কামনা 🌹🌹
সিকদার সাদ রহমান
আপা, ধন্যবাদ
ফয়জুল মহী
অতুলণীয়
সিকদার সাদ রহমান
ধন্যবাদ ভাই
সুপর্ণা ফাল্গুনী
দারুন কল্পনা শক্তি। শাড়ি পড়া নারীর এতো সুন্দর বর্ণনা ভালো লাগলো। ভালো থাকবেন শুভ কামনা রইলো
সিকদার সাদ রহমান
ধন্যবাদ, আপা।
মনির হোসেন মমি
প্রেমিকাকে মনমগ্ধকর কল্পনা শক্তিতে টেনে এনে দ্বিধায় ভুগছেন -হবে কী কভূ প্রিয়তমা সে। চমৎকার।
সিকদার সাদ রহমান
মমি ভাই, ধন্যবাদ
কামাল উদ্দিন
একদিন কিন্তু বলে ফেলাই উচিৎ, কি বলেন কি?
সিকদার সাদ রহমান
জ্বি কাছে পাইলে নিশ্চই বলবো
কামাল উদ্দিন
হুম, বলে ফেলাই উচিৎ
হালিম নজরুল
এই শহরের সেই মেয়েটির কাব্য ভাল লাগল।
সিকদার সাদ রহমান
ধন্যবাদ হালিম ভাই
শাহিন বিন রফিক
মনের কথা মনের ভিতর যদি থাকে লুকিয়ে
বড্ড বেশি মন খারাপ হয় দুঃখ-যাতনে
তার চেয়ে ভাই ঢের ভাল সাহস নিয়ে বুকে
ফাল্গুনের এক প্রভাতে দিন না তাকে বলে।
চমৎকার কবিতা,
লিখতে থাকুন, সাথে আছি
শুভ কামনা।
সিকদার সাদ রহমান
ধন্যবাদ শাহিন ভাই
আলমগীর সরকার লিটন
বেশ রোমান্টিক
অনেক শুভ কামনা রইল কবি দা
সিকদার সাদ রহমান
ধন্যবাদ লিটন ভাই