এক – অহমের প্রতি
কি হয়েছে তোর ? এভাবে কি কেউ লাপাত্তা হয় ? চিঠির পর চিঠি দিয়ে যাচ্ছি , আর তুই কিনা আমাকে পাত্তাই দিচ্ছিস না ! বড্ড বেশী বেড়েছিস । দেখা হোক , তখন বুঝবি সবকিছুর শোধ যদি না নেই । এই চিঠি পাবার পর উত্তর যদি না দিস , এমন খবর করবো না তোর , তখন বুঝবি তিরি কেমন !
তোর তিরি
দুই- তিরির প্রতি
হয়েছে আমার মাথা । সময় পাচ্ছিনা একটুকুও , আর তুই আছিস আমার খবর করা নিয়ে । নিজেই জানিনা নিজের খবর , জানিস কতোদিন যে একটু নিশ্চিন্তে বসে গান শুনবো , সেটাই পারছিনা । এখন বল কিসের কিসের শোধ নিবি ? লিষ্ট করে পাঠাস , দেখি আমি যা যা দিয়েছি , সেসব পাই কিনা । কি দারুণ লাগছে তোকে আমি আজ অব্দি মারিনি ।
তোর অহম
তিন- অহমের প্রতি
যাক অবশেষে…।
এতো ব্যস্ততা কিসের ? একটা লাইন লিখতে কতোটা সময় লাগে ? এখন বলবি ফোন তো করিস । আমাদের মধ্যে কথা হয়েছিলো আজীবন চিঠি দেবো আমরা । কিন্তু তুই কথা রাখছিস না । শোন জানিস আমার না একটা দারুণ খবর আছে । ফোনে বলিনি তোকে । বলবোও না । খুব সুন্দর করে একটা চিঠি লিখলে , তারপর জানাবো ।
তোর তিরি
চার- তিরির প্রতি
আরে বাবা তোকে নিয়ে পারা গেলোনা । সব মনে আছে আমার প্রতি সপ্তাহে একটা চিঠি । কিন্তু একটু তো বুঝবি , চাকরী করি , তোর বরের মতো ব্যবসা না । তুই কি বুঝবি বসে বসে তো আছিস , তোর জীবনটা পেলে বর্তে যেতাম । আচ্ছা এখন দারুণ খবরটা বলে দে না রে পাখী । এভাবে আমাকে নাচানোর কোনো মানে হয় ? এই তুই কি মা হতে চলেছিস ? আমি নিশ্চিত , বল না ।
তোর অহম
ক্রমশ প্রকাশ্য……
হ্যামিল্টন , কানাডা
২৯ জুলাই , ২০১৩ ইং ।
২১টি মন্তব্য
জিসান শা ইকরাম
বহুদিন পরে লিখলেন
শুভ প্রত্যাবর্তন ।
চিঠি পছন্দ করেন আপনি তা জানি
ধারাবাহিক চিঠি পড়তে পাবো বলে ভালো লাগছে
পরের চিঠির অপেক্ষায় রইলাম ———-
নীলাঞ্জনা নীলা
ব্যস্ততা কেড়ে নিয়েছে আমার প্রান , এর মাঝেই লিখতে হয় । লিখবো আশাকরি ।
ব্লগার সজীব
অসাধারন এক ছবি দিয়েছেন নীলাদি । চিঠি ভালো লেগেছে খুব। -{@ (y)
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ——– ব্লগার সজীব -{@
Swpan Das
ভালো লাগল ।। আবার লিখবেন ।। তাড়াতাড়ি
।।
নীলাঞ্জনা নীলা
সময়ের বড্ড অভাব হয়ে গিয়েছে দাদা ।
আদিব আদ্নান
এক ধরনের উষ্ণ সম্পর্কের ভাব বিনিময় ।
অপেক্ষায় থাকব পরের অংশের ।
নীলাঞ্জনা নীলা
সময় পাচ্ছি না ………. আদিব আদ্নান
অদ্ভুত শূন্যতা
পোস্টম্যান কত্তদিন আসে না আমার দরজায়! কত্তদিন আসেনা সেই প্রতিক্ষার হলুদ খাম! খাম খুললেই লুটোপুটি খায় না আর সযত্নে সাজানো বন্ধুতার সহস্র অক্ষর!
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ …………. অদ্ভুত শূন্যতা
ছাইরাছ হেলাল
কয়েক যুগ পর এলেন ,
তাও ভাল চিঠি নিয়ে এসেছেন ।
নিয়মিত ও নিয়মিতই চাই ।
নীলাঞ্জনা নীলা
:p
মিসু
খুব ভালো লেগেছে দিদি।
আমাকে কি চিনেছ ? 🙂
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ মিসু , চিনেছি 🙂
লীলাবতী
ভালো লেগেছে , পরবর্তী চিঠির অপেক্ষায় -{@
নীলাঞ্জনা নীলা
আচ্ছা ডাকঘরে পোস্ট হবে যে কোন দিন 🙂
আফ্রি আয়েশা
আহা কতদিন চিঠি পাই না … পুরনো দিন মনে পড়ে গেলো 🙁
নীলাঞ্জনা নীলা
আমিও পাইনা চিঠি । কেউ লেখেনা । 🙁
শুন্য শুন্যালয়
কি সুন্দর সব চিঠি… ঈর্ষা হচ্ছে তিরি কে… শুভ কামনা বন্ধুত্বকে …
নীলাঞ্জনা নীলা
আমারও তিরিকে খুব বেশী হিংসে হয়…ইস আমার একটা অহম নেই… 🙁