
ঈশ্বর আরাধনার দিনগুলোতে
আমি বন্দনা করেছি তোমারই,
আদিম-আদরের মূর্ছনায় বিনিয়োগ করেছি
উর্বর কামনা- অগ্নি,
ঈশ্বরের ঈপ্সিত দিনেও আমি
তোমাকেই ছুঁয়েছি,
অথচ আমার কাঙ্ক্ষিত কামনায় ছিলো
কেবলই ঈশ্বর /
একদিন আমি তোমার হবো
একদিন তুমি আমার ঈশ্বর হবে,
সেদিন তোমার শিরায় শিরায় গেঁথে দিবো প্রেম-ঈপ্সা;
চুম্বনে রাখবো নিষেধাজ্ঞা,
কিন্তু তুমি চাইবে চুম্বনের প্রতিদানে আবেগ!
একদিন সময় গিলে খাবে সময়কে
অপেক্ষা করি আরও একটু সময়ের,
অভাগা ভালোবাসা সেদিন দুমড়ে দিবে
প্রেমের কঙ্কাল,
একদিন, প্রতিদিন, অনাগত সবদিন
আমি তোমাকেই ভালোবাসবো…
★ অ-কবিতা
২৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
একবার পড়ে বুঝলাম না,
আরো পড়ে মন্তব্য করতে হবে।
শুভ কামনা,
সাবিনা ইয়াসমিন
পড়ুন 😊😊
সুপর্ণা ফাল্গুনী
একদিন, প্রতিদিন, অনাগত সবদিন
আমি তোমাকেই ভালোবাসবো…ভালোবাসায় এমন চাওয়াই আসে বারবার। সুন্দর হয়েছে আপু। শুভ কামনা রইলো
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক ধন্যবাদ 🌹🌹
আরজু মুক্তা
ভালোবাসার অবগাহন। তীব্র আকাঙ্খা।
সাবিনা ইয়াসমিন
হু, তীব্র আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।
ধন্যবাদ ও শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
“একদিন, প্রতিদিন, অনাগত সবদিন
আমি তোমাকেই ভালোবাসবো…”
এতোটাই যদি হবে তবে আবার নিষেধাজ্ঞা কিসের জন্য………শুভ সকাল।
সাবিনা ইয়াসমিন
প্রেমিকের ঈশ্বর হওয়ার পর অনেক কিছুতেই তার নিষেধাজ্ঞা চলে আসবে, অথচ পুজারীনির বেলায় নিষেধের কোন চাপ থাকে না। পুজারীনি কেবল ভালোবাসতে জানে।
কামাল উদ্দিন
হুমম, জটিল বিষয়, আমার ছোট মাথায় কুলাবে না 🙂 (অ-মন্তব্য)
সাবিনা ইয়াসমিন
অ-মন্তব্যে ব্যাপক আনন্দিত হলাম 😀😀
সুপায়ন বড়ুয়া
“একদিন, প্রতিদিন, অনাগত সবদিন
আমি তোমাকেই ভালোবাসবো…”
ওয়াও !
এ শুধু অনুভূতি নয়
নয় শুধু ভালবাসা
এ যেন অমর প্রেমের কাব্য
পূরণ হোক আশা।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
জন্ম-জন্মান্তরের প্রেম, অপরিবর্তনীয়।
অনেক ধন্যবাদ ও শুভ কামনা দাদা 🌹🌹
তৌহিদ
ইশ্বরের আরাধনা করতে গিয়ে প্রেমের বন্দনা যে গায় সেইতো প্রকৃত প্রেমিক। এমন ভালোবাসা উপেক্ষা করে কার সাধ্যি?
দারুণ কবিতা সাবিনা আপু।
সাবিনা ইয়াসমিন
নাহ, উপেক্ষা করতে পারবে না।
ভালোবাসায় বিনিয়োগ কখনো উপেক্ষিত থাকে না। একদিন বিনিময় হয়ে যায় সবকিছুর।
ধন্যবাদ ভাই।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
একদিন আমি তোমার হবো
একদিন তুমি আমার ঈশ্বর হবে,
সেদিন তোমার শিরায় শিরায় গেঁথে দিবো প্রেম-ঈপ্সা;
চুম্বনে রাখবো নিষেধাজ্ঞা,
কিন্তু তুমি চাইবে চুম্বনের প্রতিদানে আবেগ!
ওরে বাপরে দারুণ উপস্থাপন।
কিন্তু চুম্বনে নিষেধাজ্ঞা কেনো গো? একটা চুম্বনের জন্য যদি আজন্ম অনশনে বসে প্রেমিক জন। তখন কি করবেন বলুন তো?
সাবিনা ইয়াসমিন
কিছু করার নেই।
প্রেমিক যতদিন প্রেমিক থাকে, বেঁচে থাকে।
ঈশ্বর হয়ে গেলে সে আবেগহীন হয়ে যায়। আবেগহীন ঈশ্বরের চুমুতে আবেগ থাকে না।
অনেক ধন্যবাদ,
শুভ কামনা 🌹🌹
ফয়জুল মহী
চমৎকার হাতের ছোঁয়াতে 9 সৃষ্টি ।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মহী ভাই।
শুভ কামনা 🌹🌹
সাদিয়া শারমীন
কি অসাধারণ! মুগ্ধ এক কথায়।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ।
শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
তুমির প্রেমে ঈশ্বর নাকি ঈশ্বরের প্রেমে তুমি বুঝাইয়া দ্যান।
এ দেখছি ভয়ংকর কচু-খেকো, কঙ্কাল খেকো ডাইনী প্রেম।
সে যাই হোক প্রেম তো।
সুন্দর কবিতায় প্রেম উতলে/উগরে/উপছে পরছে।
অ-মন্তব্য শেখাচ্ছেন!
সাবিনা ইয়াসমিন
যখন ঈশ্বরের প্রেমে ডুবে ছিলো মন,
তখন এসেছে ” তুমি ”
স্বঘোষিত ঈশ্বর মুক্তি নিয়েছে অঘোষিত “তুমি” তে।
বন্দনা করে প্রেম মিলে, প্রেমিক মিলে না মহারাজ।
ঈশ্বর অ-ধরাই থেকে যায়।
ইসিয়াক
শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
আপনার জন্যও শুভ কামনা ইসিয়াক ভাই 🌹🌹
জিসান শা ইকরাম
একবার ঈশ্বর প্রেম, আবার ‘ তুমি ‘ প্রেম,
মিলাতে গিয়ে মাথার চুল সব পরে যাবে মনে হয়।
তিনিই কি ইশ্বর হয়ে গিয়েছেন? নাকি ঈশ্বর তিনি হয়ে গিয়েছেন?
কবিতা হিসেবে দারুণ লাগলো পঠনে।