ঈপ্সা

সাবিনা ইয়াসমিন ৫ জানুয়ারি ২০২০, রবিবার, ১২:১৬:১৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

ঈশ্বর আরাধনার দিনগুলোতে
আমি বন্দনা করেছি তোমারই,
আদিম-আদরের মূর্ছনায় বিনিয়োগ করেছি
উর্বর কামনা- অগ্নি,

ঈশ্বরের ঈপ্সিত দিনেও আমি
তোমাকেই ছুঁয়েছি,
অথচ আমার কাঙ্ক্ষিত কামনায় ছিলো
কেবলই ঈশ্বর /

একদিন আমি তোমার হবো
একদিন তুমি আমার ঈশ্বর হবে,
সেদিন তোমার শিরায় শিরায় গেঁথে দিবো প্রেম-ঈপ্সা;
চুম্বনে রাখবো নিষেধাজ্ঞা,
কিন্তু তুমি চাইবে চুম্বনের প্রতিদানে আবেগ!

একদিন সময় গিলে খাবে সময়কে
অপেক্ষা করি আরও একটু সময়ের,
অভাগা ভালোবাসা সেদিন দুমড়ে দিবে
প্রেমের কঙ্কাল,

একদিন, প্রতিদিন, অনাগত সবদিন
আমি তোমাকেই ভালোবাসবো…

★ অ-কবিতা

১৩৯৭জন ১১০৪জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ