ইস্টাইক

ইঞ্জা ১৯ ফেব্রুয়ারি ২০১৭, রবিবার, ১২:০৫:০৫পূর্বাহ্ন সমসাময়িক ২৪ মন্তব্য

images

 

 

আজকাল স্ট্রাইক আমি বলি ইস্টাইক খুব সস্তা হয়ে গেছে যে এখন গরুওয়ালারাও ইস্টাইক করে, লে বাওয়া।
জিজ্ঞেস করুন কারা কারা করেনা?
আমি বলি, বাস ট্রাক, সিনজি, রিক্সা মালিক আর শ্রমিক সমিতি, দোকান মালিক শ্রমিক সমিতি, ডাক্তার, ইঞ্জিয়ার, নার্স, ওয়ার্ডবয় থেকে শুরু করে ময়লা পরিষ্কার করার মেথর পর্যন্ত সবাই ইস্টাইক করে আর রাজনীতিবিদরা তো আরো এক কাটি বাড়া।
কোন গাড়ীর বিরুদ্ধে পুলিশ কেইস দিয়েছে, ইস্টাইক, গাড়ী থানায় নিয়ে গেছে, ইস্টাইক।
দোকানের কাউকে কেউ কিছু বলেছে, ইস্টাইক।
রেস্টুরেন্ট অপরিষ্কার, ময়লা, বাসী খাবার, পুরানা তেল মবিল খাওয়ানো হচ্ছে, ম্যাজিস্ট্রেট দিলো কেইস তো ইস্টাইক।
ডাক্রার ভুল চিকিৎসা করেছে, হুজুগে জনগণ দিলো মাইর, তো ইস্টাইক।
কতো কতো ইস্টাইক, লঞ্চ ওয়ালারা তো আরো সেয়ানা, কিছুই হতে পারেনা দিলো ইস্টাইক।
এইদিকে জনগণ আরেক চিজ, রাস্তায় এক্সিডেন্ট হলো, ওকে নো প্রবলেমো, করো রোড বল্ক, ভাংগো যত গাড়ী পাও কারণ গাড়ী গুলা তো জনগণের বাপের গাড়ী না, তাদের কি বা আসে যায়।
গোডাউনের শ্রমিক, পোর্ট শ্রমিক কেনা বাদ আছে কিন্তু তাদের ইস্টাইকে আমরা সাধারণ মানুষের নাভিশ্বাস।

আর সরকার বাহাদুর কি করেন?
কিছুই না, কয়েকদিন তামাশা দেখেন এরপর যখন দেখেন অবস্থা বেগতিক তখন মন্ত্রী বাহাদুরদের দৌড়াদৌড়ি শুরু হয়, করো মিটিং, করো সিটিং ইস্টাইক করনেওয়ালাদের সাথে, চলে তেল মারামারি, অত:পর নাকে মুখে খত দিয়ে ইস্টাইকারীদের আবদার মেনে নেওয়া হয়, এরপর ইস্টাইককারী কিছুদিন চুপচাপ, তলে তলে আরো বলিয়ান হতেই শুরু করে ধানাইপানাই, আমাদের দাবি মানো না হয় ইস্টাইক।

মাঝে মাঝে খুব খারাপ লাগে, এ কেমন তর সিস্টেম যেখানে কিছুই হতে পারেনা ইস্টাইক ডেকে বসো আর সরকার কেন এতো তেলাই, সরকার চাইলেই তো এই ইস্টাইক, অবরোধকে কঠিন হাতে দমাতে পারে, নিয়ম ও আইন করতে পারে ইস্টাইক করা যাবেনা, একান্তই কোন সমস্যা হলে দেশে আইন আছে, আদালত আছে সেখানে যাও কিন্তু স্ট্রাইক, থুক্কু ইস্টাইক হতে দেবোনা, এরপরেও কেউ যদি ইস্টাইক করে তাহলে তাদের পিটিয়ে তক্তা বানানো হবে আর এতে দেশ আগাবে, ব্যবসা বাণিজ্য বাড়বে, দেশের অর্থনীতি আগাবে, দেশের উন্নতি হবে।

কি করা কি যায়না?

 

ছবিঃ Google

১৪৮৯জন ১৪৮৯জন

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ