“ ইসলাম ও আধুনিক ইসলাম বিদ্বেষী”
—————————————–
ইসলাম সম্পর্কে সধুনিক কালে যারা বিভিন্ন জায়গাই ইসলাম এর বিরুদ্ধাচারন করে লিখেন তাদের লিখা পড়লেই সহজেই অনুমান করা যায় এবং এদের লিখায় ফুটে উঠে যে, এরা ইসলাম সম্পর্কে কোন Systematic পড়াশুনা করেন নি। এরা শুধু অমুসলিম/ বিধর্মীদের মত শুধু ইসলামের সমালোচনা করতেই ইসলাম সম্পর্কে পড়াশুনা করেছেন।
বড় আশ্চর্যের বিষয় এদের এরা কোরআনের সে সব আয়াত এর খণ্ডিত অংশ এবং সে সব হাদিস মুখস্ত যা দিয়ে বিতর্ক তৈরি করা যায়।
তাও না হয় মানা যেত, এরা এবার ঐসব আয়াত এবং হাদিসের অপবেখ্যা করে বিতর্ক তৈরি করতে ওস্তাদ।
এর বাহিরে এই ইসলাম বিদ্বেষীদের অন্য একটা আয়াত বা হাদিস সম্পর্কে জিঙ্গেস করবেন, হায় এরা তখন তাল কানা, বোবা ও বধির।
এই ইসলাম বিদ্বেষীদের কৌশল হচ্ছে———
(ক) কোন নির্দিষ্ট বিষয়ে ইসলামের খণ্ড চিত্র তুলে ধরে বিতর্ক তৈরি করে।
(খ) কুরআন এবং হাদিসের অপবেখ্যা করে বিতর্ক তৈরি করা।
(গ) কুরআন এবং নির্ভর যোগ্য হাদিসর পরিবর্তে দুর্বল বলে গণ্য হাদিসকে ভিত্তি করে একটি চিত্র তুলে ধরে তাঁর উপর আক্রমণ চালনা করা।
(ঘ) সমাজের বিভিন্ন চিত্রের সঙ্গে তুলনা করে ইসলামকে আক্রমণ করা।
(ঙ) দাঁড়ি ওয়ালা কোন ব্যাক্তির কাজকে ইসলাম বলে ইসলামের সমালোচনা ও বিতর্ক তৈরি করা।
এসব কোন ন্যায় কৌশল নয় বা কোন বিষয়ে সমালোচনা করার ভাল কোন উপায় নয়।
২টি মন্তব্য
মা মাটি দেশ
(y) (y) (y)
খসড়া
ইসলাম শুধু দিনে দিনে বদলাচ্ছে। আমাদের দাদা পরদাদারা কি মুসলিম ছিলেন না। কিংবা তারও আগে মুঘলামল বা সুলতানি আমল। আসলে যার যার ধর্ম তার তার।যে ভাবেই যে তার সৃষ্টি কর্তাকে স্মরন করে এবং তিনি তার বান্দার ডাকে সারা দেন কারন তার সব বান্দাই তার কাছে সমান। তিনি রহমানুর রহিম।