আজ চারপাশে অনেক ইঁদুরের অস্তিত্ব। যা কিছু পাচ্ছে তাই কাটছে।
শ্রম কাটছে
আশা কাটছে
সম্পর্ক কাটছে
কাটছে সারল্য
আন্তরিকতা
নিষ্ঠা
নিয়মানুবর্তিতা
স্নেহ
ভালবাসা
মন্দবাসা
কাটছে বিশ্বাস
সবকিছু কেটে কেটে ঝাঁঝরা কুটিকুটি করে দিচ্ছে।
দৃষ্টি আকর্ষনঃ কোথাও পড়েছিলাম এমন একটি লেখা। মনে পরছেনা। কিছু শব্দ নিজে যোগ করে দিলাম। বলা যায় এটি আমার মৌলিক লেখা নয়।
৩৩টি মন্তব্য
ব্লগার সজীব
অসাধারন লাগলো আপু। সব কেটে দিচ্ছে ইদুরে। এত অল্প কয়েকটি শব্দের মাঝে কয়েক পৃষ্টা লেখা লুকিয়ে আছে। কত সহজ স্বীকারোক্তি এটি আপনার মৌলিক লেখা নয়। কে স্বীকার করে এসব আজকাল?
মিসু
কোথাও এমনা পড়েছি বলে মনে আছে। অবিকল এমন না, তবে ধারনাটা তো আর আমার না। শব্দের বিন্যাস অবশ্য আমার । ধন্যবাদ সজীব।
খসড়া
ইন্দুর সিন্দুর পরল
বিল্লিটা চিল্লিয়ে মরলো।
মিসু
বিল্লিইতো নাই এখন। সব ইঁদুরের ভয়ে পালিয়েছে।
ছাইরাছ হেলাল
একটি ধারি বিড়ালের বড়ই প্রয়োজন দেখছি ।
সুন্দর করেই বলেছেন ।
মিসু
নেই, বিড়াল সব এখন ইঁদুরের গর্তে ।
মোঃ মজিবর রহমান
সত্য প্রকাসের জন্য সাধুবাদ।
মিসু
ধন্যবাদ আপনাকে ।
শুন্য শুন্যালয়
মনের ইঁদুরের কি গতি করবো?
সত্যি কথা বড়ই তিতা তবে সত্যিই।
সুন্দর লিখেছেন আপু।
মিসু
মনও তো ইঁদুরে কেটে ফেলেছে, কিছুই করার নেই। শুধু মেনে নেয়ার ক্ষমতা বৃদ্ধি করতে হবে।
নুসরাত মৌরিন
আসলেই সব কেটে কেটে যাচ্ছে জীবনের তাল,লয়, ছন্দ,সুর…সত্য,সুন্দর, ভাল- সব… স-ব।
কিন্তু ধাড়ি ইঁদুর টাকে কিছুতেই যে ধরা যাচ্ছে না!!
ভাল লাগলো ভীষন ছোট কবিতাটি…।সুন্দর (y)
মিসু
আপনার আকাশের দিকে চোখ না পরে ইঁদুরের। সাবধানে থাকুন 🙂
নুসরাত মৌরিন
হাহাহা।পড়লেও ক্ষতি নাই…এত বড় আকাশ কাটতে কাটতে ইঁদুরের দাঁত ভোতা হয়ে যাবে নিশ্চিত। 😀
মিসু
🙂 ছিদ্রও তো করে দিতে পারে ।
নুসরাত মৌরিন
হুম এটা অবশ্য চিন্তার ব্যাপার।
তবে সেই ছিদ্র দিয়ে মনে হয় আরেকটা আকাশের সন্ধান পেয়ে গেলেও পেয়ে যেতে পারি!! 🙂
পুষ্পবতী
খুব তাড়াতাড়ি এইসব ইদুরের ধ্বংস করা দরকার।
ভালো লিখেছেন আপু। -{@
মিসু
উপায় তো খুঁজে পাওয়া যাচ্ছে না আপু।
জিসান শা ইকরাম
ছোট সিম্পল লেখা
কিন্তু অসাধারন ।
মিসু
লেখার ধারনা আমার নয় ।
বনলতা সেন
ইঁদুরের ঔষধ কি দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে আজকাল ?
আপনি লিখছেন তা দেখলেই হৃদয়ে সুবাতাস ।
মিসু
ঔষধের কার্যকরিতা কমে গিয়েছে 🙂 এখানে এলে কিছুটা নির্মল বাতাস পাই।
ছাইরাছ হেলাল
আপনি এলে আমাদের ও ভালো লাগে ।
একটু সময় ইচ্ছে করলেই দিতে পারেন ।
মিসু
সময় পেলেই তঃ চলে আসি 🙂
লীলাবতী
মিসু আপু দারুন হয়েছে। এক একটি লাইনই তো আলাদা আলাদা পোষ্ট হয়ে যায়। আপনার প্রফাইল পিকচার বিড়ালের, এপরেও ইঁদুর এমন করে কিভাবে ? :p
মিসু
এই তো কথার জালে আটকে দিলেন লীলাদি 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
লেখা যারই হোক এখানে লেখকতো আপনি অযথা আমাদের টেনসনে রাখেন কেনো।খুব সুন্দর করে অল্প কথায় বুঝিয়ে দিলেন একটি ইদুরই যথেষ্ট সব ভালো নষ্ট করে দেবার।
মিসু
ধন্যবাদ আপনাকে ।।
অপরাজিতা সারাহ
‘ভূত থেকে ভূতে’ খবর পেয়ে বেড়াতে এলাম।অসাধারন কিছু ছবি আর লেখা!এতদিন থাইল্যান্ডের ছবিগুলোতেই শুধু দেখতাম এমন,চিকন চিকন ডিঙ্গিতে করে ফুল আর ফল নিয়ে যাওয়া হচ্ছে।মুগ্ধ হতাম।কিন্তু সেই যে বলে না,দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া…নিজের দেশেই এমন ছবি আছে আজ প্রথম জানলাম।ধন্যবাদ আপনাকে,এত সুন্দর কিছু দৃশ্য আমাদের কাছে তুলে ধরার জন্যে।
অপরাজিতা সারাহ
দুঃখিত,অন্য কারো কমেন্ট কি করে যেন চলে এসেছে……কেটে যাওয়ার পোস্ট ভালো লাগল।এভাবেই কেটে কেটে যায়,শুধু রক্ত ঝরে না আর কি।আরো লেখা আশা করছি।
মিসু
🙂
স্বপ্ন নীলা
হুমমম — একটি বিড়াল খুঁজে বেড়াচ্ছি — একটি বিড়াল —
মিসু
পেলে অবশ্যই আমাকে জানাবেন আপু।
ব্লগার সজীব
গুগলে ইঁদুর সার্চ দিতে গিয়ে লেখাটি চলে আসলো।মিসু আপু মিস করি আপনাকে খুব।