
অক্ষত দেহে ইচ্ছের শব বয়ে বেড়াতে না পারলে কেউ কেউ কোমায় চলে যায়!
আবার বিকলাঙ্গ শরীরে ও “স্টিফেন হকিং” ইতিহাস গড়ে দিয়ে যায়।
ইচ্ছেকে তাই যাচ্ছে তা-ই করতে দেওয়া যায়না,
ইচ্ছে বাঁচুক আত্মসম্মান নিয়ে, ইচ্ছে গড়ুক স্বপ্নের ইমারত।
ইচ্ছেতে থাকুক বিবেকের আদালত,
ইচ্ছেগুলো ক্রাচবিহীন চলতে শিখুক।
ইচ্ছেরা স্বাধিকার ছেড়ে মানবতার পথে হাঁটুক,
ইচ্ছেরা দুঃস্থ পীড়িতের কল্যাণ বয়ে আনুক।
ইচ্ছেরা ভোগবাদের শৃঙ্খল ভেঙে নতুন অভিধান লিখুক।
ইচ্ছে ঘুড়ি রোজ চাঁদ ছুঁতে যেয়ে প্রত্যাখাত না হয়ে; আপনালয়ে উড়ুক!
একটুখানি সন্তুষ্টির আশ্রয়ে ইচ্ছেগুলো খিলখিলিয়ে হাসুক!
চার্লি চ্যাপলিনের মতো ইচ্ছের দুঃখ ঠোঁট না জানুক!
ইচ্ছের কাছে এর বেশি চাওয়া নেই,
শুধু চাহিদার কপাটে শক্ত করে খিল দেওয়া চাই।
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ইচ্ছেরা নানান রঙে, নানান আকারে খিলখিলিয়ে হেসে উঠুক। ইচ্ছের দুঃখ ঠোঁট না জানুক চমৎকার অভিব্যক্তি। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য। ভালো থাকুন নিরাপদে থাকুন
খাদিজাতুল কুবরা
দিদি ভাই ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি সুন্দর মন্তব্যের জন্য।
সাবধানে থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
হুম ইচ্ছেরা চলুক তার মত শুধু কারও ক্ষতি না হলেই হল।
সুন্দর ইচ্ছাতেই অনেক সুন্দরের সৃষ্টি হয়।
তোমার কবিতার আলাদা স্বাদ। ভালো থেক সবসময় আর আমাদের পড়তে সুযোগ করে দিও।
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ প্রিয় বন্ধু। জবাব দিতে দেরি হয়ে গেছে বাসায় জ্বরের সমারোহ চলছে। ভয়ে তটস্থ হয়ে আছি এই বুঝি করোনা হানা দেয়।
ভালো থেকো সাবধানে থেকো।
ছাইরাছ হেলাল
ইচ্ছেকে সপে দিতে চাই মহা-মহিমের কাঁধে,
যেন আর পস্তাতে না হয় কী হলো/কী হবে বলে।
খাদিজাতুল কুবরা
হ্যাঁ একদম। তিনিই আমাদের রক্ষা করতে পারেন।
ধন্যবাদ ভাইয়া।
পপি তালুকদার
খুব ভালো লাগলো আপনি আবার কবিতা লিখছেন।
ইচ্ছেরা বেঁচে থাক প্রচন্ড শক্তি নিয়ে এই ধরনীর বুকে।
শুভকামনা রইলো নিরন্তর..
ভালো থাকুন সব সময়।
খাদিজাতুল কুবরা
আপু আগের লেখা। কয়েক মাস আগে একদিন লিখেছিলাম।
ধন্যবাদ এবং শুভেচ্ছা।
সাবধানে থাকুন
হালিমা আক্তার
ইচ্ছে গুলি আবার রঙিন প্রজাপতি হয়ে চলুক আপন গতিতে | শুভেচ্ছা ও শুভ কামনা রইলো |
খাদিজাতুল কুবরা
আপু আপনি আমার পছন্দের একজন। আপনাকে এখানে দেখে খুব ভালো লাগছে। লিখুন পড়বো ইনশাআল্লাহ।
সাবিনা ইয়াসমিন
এই লেখার প্রত্যেকটি লাইনই অনুপ্রেরণার,
প্রতিটি লাইন ভালোলাগার সর্বোচ্চ ছুঁয়ে গেছে!
যদি এমন করে জীবনকে গড়া যায়, যদি এভাবে নিজেকে প্রস্তুত করা যায় তাহলে চাওয়া আর পাওয়ার মাঝে কোন দূরত্বই অনতিক্রম্য থাকবে না।
সব সময়ের মতোই ভালো লিখেছেন। আরও অনেক অনেক লিখুন, পড়তে দিন আমাদের।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
আপনার অনুপ্রেরণা সবসময় পেয়েছি। সত্যি বলতে সোনেলায় আপনার মন্তব্য পেয়ে প্রথম আমি আশ্বস্ত হয়েছিলাম হয়তো এখানে আমার বিচরণ অসম্ভব হবেনা।
অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন দোয়া রইল
তৌহিদ
শত কষ্টেও নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার মত আনন্দ আর কিছুতেই নেই। প্রতিটি লাইন অর্থবহ।
চমৎকার লেখা পড়লাম আপু।
খাদিজাতুল কুবরা
আত্মসম্মানের চেয়ে বড় নয় কিছুই। খুব সুন্দর বলেছেন। ধন্যবাদ ভাইয়া। সাবধানে থাকুন।
আরজু মুক্তা
ইচ্ছেগুলো রঙিন বেলুনের মতো উড়ুক।
খাদিজাতুল কুবরা
একদম।
ধন্যবাদ আপু। ভালো থাকুন এবং সাবধানে থাকুন।