
একদিন শব্দেরা আড়াল হবে
নির্বাসিত নৈশব্দেরা দখল নিবে খোলা জানালার,
হীম বাতায়নে অবহেলিত সময়
আরও নিস্তেজ হয়ে বিদায়ের ক্ষণ গুনবে,
বিমর্ষ চিত্ত কেঁপে উঠবে অজানা শংকায়
ক্ষীণ হতে হতে বিলিন হবে নকশিকাঁথার ফোঁড়,
আকুল মনের ব্যাকুল মোনাজাতে
আজ ঈশ্বর-উপস্থিতির খুব প্রয়োজন ,
আড়াল-ঈশ্বর এর অট্টহাসিতে নির্মমতার উচ্ছ্বাস;
তবুও হৃদয় মেনে নিতে চায়,
একদিন সব ঠিক হয়,
একদিন সবই ঠিক হয়ে যায়…
* জবাব পোস্ট
৩০টি মন্তব্য
জিসান শা ইকরাম
আগে উপস্থিত এর জানান দিলাম,
সাবিনা ইয়াসমিন
হাহাহা, প্রথম কমেন্টের জন্যে ধন্যবাদ 😊
শান্ত চৌধুরী
ভাবনার নিপুণ কারুকাজ, (ইচ্ছে ফানুস)।
সতত শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ আপনাকে।
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
ভাবনার গভীরতা এমনেই হয় দিনশেষে ঠিক না হলে প্রকৃতির ছোঁয়ায় ঠিক হয়ে যায়।
খুবই সুন্দর 💞
সাবিনা ইয়াসমিন
বাহ, চমৎকার বলেছো। প্রকৃতি তার নিয়মমতো সব কিছুই ঠিক করে দেয়।
নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনা রইলো 🌹🌹
ছাইরাছ হেলাল
অনুমতি দিলে আমি একটু ডরাইতে চাই!
সাবিনা ইয়াসমিন
মহারাজকে ভীতু রুপে দেখতে লজ্জা পাচ্ছি।
এসব লজ্জাদান থেকে বিরত থাকুন প্লিজ্জ 😀😀
সুরাইয়া পারভীন
আশায় বাঁচি আমরা। আশা আছে বলেই তো এখনো স্বপ্ন দেখা হয়। হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যায়।
চমৎকার উপস্থাপন
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ 😊😊
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
আড়াল নিঃশব্দেরা ঐ এসে দাড়িয়েছে,
আধারের বুক চিড়ে, চুপি চুপি সোল্লাসে;
বিলীন হতে থাকা নকশীকাঁথার এফোঁড়-ওফোঁড়
সযত্ন-সূতোয় ফের জানান দিচ্ছে বিপর্যস্ত আকুলতা!
এ-যাত্রা ঈশ্বর হেসে ফেলেন, প্রশ্রয়ে।
সাবিনা ইয়াসমিন
হাহাহা, ঈশ্বরের হাসি! বড়োই আন-রোমান্টিক লাগে 😀😀
সুপর্ণা ফাল্গুনী
ব্যাকুল হৃদয়ে , বিমর্ষ চিত্তে প্রেমিক মন অজানা শংকায় কেঁপে উঠে বারবার। ঈশ্বর হাসেন সর্বক্ষণ নির্মম অট্টহাসিতে । তবুও বেহায়া মন বারবার ভাবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয় কিন্তু ক্ষতটা শুকায় না, কাঙ্খিত আশাটা আর পূরন হয়না। শুভ কামনা রইলো আপনার কাঙ্খিত চাওয়া যেন পূরণ হয়
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ সুপর্ণা।
নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
মনে হলো বিদায়ের ক্ষণ নিয়ে আমাদের ভাবনার কথা লিখেছেন। জবাব পোষ্ট লেখাকার মানে কি?
সাবিনা ইয়াসমিন
হ্যা কামাল ভাই। আপনি ঠিক ধরেছেন।
এটা মহারাজ এর একটি কবিতার জবাবে লিখেছি। তাই জবাব পোস্ট। 😊😊
https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/
নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনা আপনাকে 🌹🌹
কামাল উদ্দিন
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা
নিতাই বাবু
আজ না হোক কাল, একদিন সব ঠিক হয়ে যাবেই যাবে!
সাবিনা ইয়াসমিন
অশেষ ধন্যবাদ দাদা।
নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
“তবুও হৃদয় মেনে নিতে চায়,
একদিন সব ঠিক হয়,
একদিন সবই ঠিক হয়ে যায়…”
এভাবেই জীবন যায় তো চলে !
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
একদিন সব ঠিক হয়ে যায় / যাবে, এই আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন।
অফুরান শুভ কামনা দাদা 🌹🌹
জিসান শা ইকরাম
এ কেমন ঈশ্বর ! যিনি আড়ালে অট্টহাসি দিয়ে নির্মমতার উচ্ছ্বাস দেখাবেন?
সুন্দর শিরোনাম,
সুন্দর কবিতা।
শুভ কামনা,
সাবিনা ইয়াসমিন
অসময়ে ঈশ্বরের হাসিতেও নির্মমতা প্রকাশ পায়। এটা শুধু ভুক্তভোগীরা দেখতে পায়।
অনেক ধন্যবাদ আপনাকে।
নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনা 🌹🌹
মাহবুবুল আলম
“একদিন শব্দেরা আড়াল হবে
নির্বাসিত নৈশব্দেরা দখল নিবে খোলা জানালার”
নান্দনিক উপমায় ভরা কবিতা ভাল লেগেছে।
হ্যাপী নিউইয়ার। আগাম শুভেচ্ছা!
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ প্রফেসর সাহেব।
নিউ ইয়ার সবার হ্যাপি হোক,
শুভ কামনা 🌹🌹
তৌহিদ
কবিতার প্রতিটি শব্দে নিগূঢ় মমতার ছোঁয়া পেলাম। তবে মহারাজ ডরাইছে কিনা সেটাই চিন্তার বিষয়! দারুন লিখেছেন আপু জবাব পোস্ট।
নববর্ষের শুভেচ্ছা রইল।
সাবিনা ইয়াসমিন
মহারাজ ভয় পাবে!
তাকে ভয় দেখানোর সাধ্য কারো নেই। তিনি হলেন অকুতোভয় কবি 😀😀
ধন্যবাদ তৌহিদ ভাই 🌹🌹
আসিফ ইকবাল
একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। একদিন সব কিছু ঠিক হয়ে যায়- হুম, সময়-ই সর্বশ্রেষ্ঠ নিরাময়কারী।
সাবিনা ইয়াসমিন
ঠিক তাই। সময় সব কিছু ঠিক করে দিতে জানে।
নববর্ষের শুভেচ্ছা রইলো 🌹🌹
আসিফ ইকবাল
সাবিনা, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা 🙂