ছাইরাছ হেলাল সেপ্টেম্বর ২২, ২০১৪ at ৮:২৭ পূর্বাহ্ন শিমুল! অরণ্যের রঙিন জ্যোৎস্নায় হাঁটু গেড়ে বসা অসীম সাহসী যোদ্ধা উষ্ণতায় সিদ্ধ আদিম পুরুষ। ক্ষণিক রোদের ছায়া ফেলা নগণ্য বৃষ্টির ঘ্রাণ আর কাগুজে হৃদয়ের হরিণ চোখ এড়িয়ে, প্রসবের নদী ও উঁচু বাঁধের শস্যখেতে দাড়িয়ে চুরুট ধরাতে ব্যস্ত থাকবে; ভাগ্যের নিকুচি করে।
আগুন রঙের শিমুল সেপ্টেম্বর ২৩, ২০১৪ at ৩:০৬ পূর্বাহ্ন ভাগ্য আমার ঘোলা জলের ডোবা না এখানে হাঙর কুমিরের নিমন্ত্রণ, না রাজহাঁসের
স্বপ্ন নীলা সেপ্টেম্বর ২২, ২০১৪ at ৮:৪৬ পূর্বাহ্ন কঠিণ কবিতা !! একবারে বুঝতে পারি নাই — তিনবার পড়েছি — শিমুল কখনোই বিফল ফুল নয় — যখন এই ফুল ফোটে তখন গ্রামের চারপাশটা আলোকিত হয়ে যায় — আমার কাছ তখন মনে হয় এর কোন অহংকার নেই — আমি তাকিয়ে তাকিয়ে ভাবি এত সুন্দর !!! অসাধারণ একটি কবিতা পড়লাম সকাল বেলায় —– যাক অফিসটা সারাদিন ভালই কাটবে ———ভাল থেকে ভাইয়া ——
মোঃ মজিবর রহমান সেপ্টেম্বর ২২, ২০১৪ at ৯:২১ পূর্বাহ্ন শিমুল ফুল বিফল হবে কেন ভাই, যখন ফোটে শিমুল সুউচ্চ চুড়া আকাশ বাতাস কাপিয়ে জানান দেয়, মানব, পাখ-পাখালী লালে লাল হয়ে জায় তার রঙ্গে, হয় ভক্ত তার রুপে।
আগুন রঙের শিমুল সেপ্টেম্বর ২৩, ২০১৪ at ৩:০৩ পূর্বাহ্ন এমন যে ভাঁটফুল রাস্তার পাশের আগাছা তারো কদর বাড়ে লক্ষ্মী পুজোয় ,কিন্ত এক শিমুলের কোন পুজোয় নিমন্ত্রণ নেই । তার ঠিকানা পথের ধূলো
মোঃ মজিবর রহমান সেপ্টেম্বর ২৩, ২০১৪ at ৯:০৪ পূর্বাহ্ন মনের গহিনে যাকে নিয়ে গাঁথা হয় শব্দ্বমালা, সে কি হারিয়ে যাবার ! সে ত হৃদয় হরিণী ভাই। সব ফুল পুজার পর শুকিয়ে নষ্ট হয় ভাই।
অলিভার সেপ্টেম্বর ২২, ২০১৪ at ১১:৪৬ পূর্বাহ্ন 😮 শিমুল যদি বিকল ফুল হয়েও এত্ত মানুষকে আকর্ষন করতে পারে তার দিকে, তাহলে চিন্তা করছি বিকল না হলে কি অবস্থাটা নাই হতো 😕
আগুন রঙের শিমুল সেপ্টেম্বর ২২, ২০১৪ at ১২:২৬ অপরাহ্ন আমার মহালয়া সাজে বিসর্জনের সাজে বুকের গহীনে শেষ শঙ্খনাদ, একটু বেশী জোরেই বাজে 🙂
মোঃ মজিবর রহমান সেপ্টেম্বর ২২, ২০১৪ at ৪:২৫ অপরাহ্ন সব কিছুরই শেষ আছে, সে চিন্তায় থাকলে ত চল্বেনা। ভাই।
শুন্য শুন্যালয় সেপ্টেম্বর ২২, ২০১৪ at ২:৪৩ অপরাহ্ন খুব সুন্দর লেখা, মন খারাপ করিয়ে দেয়া লেখা, এমন লেখেন কেমন করে? কি ভাবছেন? এমন মন্তব্য করেছি? মোটেও না। আগামী তিনমাস মন খারাপের কবিতা লেখা মানা, তিনমাস কেনো প্রশ্ন করলে সময় আরো বাড়িয়ে দেব। :Disapproval:
আগুন রঙের শিমুল সেপ্টেম্বর ২৩, ২০১৪ at ২:৫৭ পূর্বাহ্ন শুন্য শুন্য শুন্য ডিয়ার শুন্য আমি কাউকেই প্রশ্ন করিনা 🙂
শুন্য শুন্যালয় সেপ্টেম্বর ২৫, ২০১৪ at ৩:২২ পূর্বাহ্ন বলেন কি!!!!! আমিতো জানি এক জীবনে মানুষ এই কাজটিই বেশি করে।
জিসান শা ইকরাম সেপ্টেম্বর ২৩, ২০১৪ at ১২:৪৫ পূর্বাহ্ন শিমুল আয়নায় নিজকে এমন দেখে এটা আমার বিশ্বাস হয়না। কারো কথার প্রতিধ্বনি নয়ত ? ভালো লেগেছে তারপরেও ।
আগুন রঙের শিমুল সেপ্টেম্বর ২৪, ২০১৪ at ২:৩১ অপরাহ্ন না লাগেনা , শিমুল কেবল লাগে হাতে নিয়ে দেখার জন্য তারপর ছুরে ফেলবার জন্য এবং শুকিয়ে গেলে জ্বালানি করবার জন্য
বন্দনা কবীর সেপ্টেম্বর ২৪, ২০১৪ at ৯:৩৬ অপরাহ্ন ক্লিক করলাম আগুনে, চলে এলাম মিলটনে। যাদুর আয়না নাকি ? আয়নাটা পরিষ্কার করে দেখুনতো। এমন তো মনে হয়না।
২৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
শিমুল!
অরণ্যের রঙিন জ্যোৎস্নায়
হাঁটু গেড়ে বসা অসীম সাহসী যোদ্ধা
উষ্ণতায় সিদ্ধ আদিম পুরুষ।
ক্ষণিক রোদের ছায়া ফেলা নগণ্য বৃষ্টির ঘ্রাণ আর
কাগুজে হৃদয়ের হরিণ চোখ এড়িয়ে,
প্রসবের নদী ও উঁচু বাঁধের শস্যখেতে
দাড়িয়ে চুরুট ধরাতে ব্যস্ত থাকবে;
ভাগ্যের নিকুচি করে।
আগুন রঙের শিমুল
ভাগ্য আমার ঘোলা জলের ডোবা
না এখানে হাঙর কুমিরের নিমন্ত্রণ, না রাজহাঁসের
স্বপ্ন নীলা
কঠিণ কবিতা !! একবারে বুঝতে পারি নাই — তিনবার পড়েছি —
শিমুল কখনোই বিফল ফুল নয় — যখন এই ফুল ফোটে তখন গ্রামের চারপাশটা আলোকিত হয়ে যায় — আমার কাছ তখন মনে হয় এর কোন অহংকার নেই — আমি তাকিয়ে তাকিয়ে ভাবি এত সুন্দর !!!
অসাধারণ একটি কবিতা পড়লাম সকাল বেলায় —– যাক অফিসটা সারাদিন ভালই কাটবে ———ভাল থেকে ভাইয়া ——
আগুন রঙের শিমুল
ধন্যবাদ আপু শুভকামনা আপনার জন্যও
মোঃ মজিবর রহমান
শিমুল ফুল বিফল হবে কেন ভাই,
যখন ফোটে শিমুল
সুউচ্চ চুড়া
আকাশ বাতাস কাপিয়ে
জানান দেয়,
মানব, পাখ-পাখালী
লালে লাল হয়ে জায়
তার রঙ্গে, হয় ভক্ত তার রুপে।
আগুন রঙের শিমুল
এমন যে ভাঁটফুল রাস্তার পাশের আগাছা তারো কদর বাড়ে লক্ষ্মী পুজোয় ,কিন্ত এক শিমুলের কোন পুজোয় নিমন্ত্রণ নেই । তার ঠিকানা পথের ধূলো
মোঃ মজিবর রহমান
মনের গহিনে যাকে নিয়ে
গাঁথা হয় শব্দ্বমালা,
সে কি হারিয়ে যাবার !
সে ত হৃদয় হরিণী ভাই।
সব ফুল পুজার পর শুকিয়ে নষ্ট হয় ভাই।
আগুন রঙের শিমুল
শুকিয়ে নষ্ট হবার আগে পুজোয় লাগে 🙂
অলিভার
😮 শিমুল যদি বিকল ফুল হয়েও এত্ত মানুষকে আকর্ষন করতে পারে তার দিকে, তাহলে চিন্তা করছি বিকল না হলে কি অবস্থাটা নাই হতো 😕
আগুন রঙের শিমুল
আমার মহালয়া সাজে বিসর্জনের সাজে
বুকের গহীনে শেষ শঙ্খনাদ, একটু বেশী জোরেই বাজে 🙂
মোঃ মজিবর রহমান
সব কিছুরই শেষ আছে,
সে চিন্তায় থাকলে ত চল্বেনা।
ভাই।
আগুন রঙের শিমুল
সব কিছুরই শেষ আছে হ্যাঁ তাইতো
প্রজন্ম ৭১
ভালো লেগেছে । তবে শিমুল বিফল এক ফুল, এটা মানলাম না।
আগুন রঙের শিমুল
শিমুল আসলেই বিফল ফুল
শুন্য শুন্যালয়
খুব সুন্দর লেখা, মন খারাপ করিয়ে দেয়া লেখা, এমন লেখেন কেমন করে?
কি ভাবছেন? এমন মন্তব্য করেছি? মোটেও না।
আগামী তিনমাস মন খারাপের কবিতা লেখা মানা, তিনমাস কেনো প্রশ্ন করলে সময় আরো বাড়িয়ে দেব। :Disapproval:
আগুন রঙের শিমুল
শুন্য শুন্য শুন্য ডিয়ার শুন্য
আমি কাউকেই প্রশ্ন করিনা 🙂
শুন্য শুন্যালয়
বলেন কি!!!!! আমিতো জানি এক জীবনে মানুষ এই কাজটিই বেশি করে।
সাইদ মিলটন
আমি করিনা
ব্লগার সজীব
কবিতায় ভালো লাগা । মুলত শিমুল সফল এক ফুল 🙂
আগুন রঙের শিমুল
হাহাহাহাহাহাহা অভাগার শান্তনা
জিসান শা ইকরাম
শিমুল আয়নায় নিজকে এমন দেখে এটা আমার বিশ্বাস হয়না।
কারো কথার প্রতিধ্বনি নয়ত ?
ভালো লেগেছে তারপরেও ।
আগুন রঙের শিমুল
না দাদা প্রতিধ্বনি নয় 🙂
বনলতা সেন
কী একটি পুজোয় যেন শিমুল ফুল লাগে।
আগুন রঙের শিমুল
না লাগেনা , শিমুল কেবল লাগে হাতে নিয়ে দেখার জন্য তারপর ছুরে ফেলবার জন্য এবং শুকিয়ে গেলে জ্বালানি করবার জন্য
বন্দনা কবীর
ক্লিক করলাম আগুনে, চলে এলাম মিলটনে। যাদুর আয়না নাকি ? আয়নাটা পরিষ্কার করে দেখুনতো। এমন তো মনে হয়না।
সাইদ মিলটন
শিমুল আর নাই কাক্কা 🙂
শুন্য শুন্যালয়
কেমন জানি লাগতেছে, ভাই আপনারে সোনেলার স্বাগতম।
সাইদ মিলটন
এইখানে উত্তর আছে শুন্য এবং কাক্কা 🙂