অ-উপেক্ষণীয় শীত-সকাল-কুয়াশার নিবিড় ডাকে
ঘরছাড়া হয়ে শীতোষ্ণ হচ্ছি, ভিজে যাচ্ছি, ভিজে যাচ্ছি,
হৃদয়ের হাহাকারে চৌচির হচ্ছি!
হায়, এতো মরীচিকা! ফেরার পথ সে-ও হারিয়েছি।
নন্দন-লোকের মায়া-দেখিয়ে মায়ায়-ফেলে কোথায় হারালে!
প্রমোদের বিলাস বিছানা, রক্তের উষ্ণ উত্তাপ,
কমনীয় মধু-ক্ষণ, মধু-ক্ষরণ, উন্মত্ত ঢেউয়ের আলোড়ণ;
হাসির আলোকচ্ছটা! সবই মরীচিকা আজ।
সহসাই ঢেকে যাই নিচ্ছিদ্র ভারী কুয়াশা-চাদরে
কণ্ঠে রুদ্ধশ্বাস ফেলে পৌঁছে দেয় মৃত্যু-দুয়ারে।
অদূরে-ই শুনি কুয়াশা হাসে, হ্লাদী-পিশাচ-হাসি;
মৌজ-মাস্তি, ইয়ার-দোস্তদের সাথে;
…………………………………………………………………………
অবশেষে
তাহারা বন্ধু হিশেবে কালাতিপাত করতে থাকিল!
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
কুয়াশায় হারিয়ে কুয়াশার সাথেই বন্ধুত্ব!
মরীচিকাই তো ভাল ছিল, বিচ্ছেদ আর বিচ্ছেদ।
ছাইরাছ হেলাল
প্রেমের কথা বলে ছ্যাঁকা দিয়ে শেষে বন্ধুত্ব!!
ব্যাপারটি একটু কেমন না!!
মোঃ মজিবর রহমান
কুয়াশা মরিচিকা ডিঙ্গিয়ে সকল ভেদাভেদ ভুলে
অবশেষে
তাহারা বন্ধু হিশেবে কালাতিপাত করতে থাকিল!
খুব ভাললাগা রেখে দিলাম কবি।
ছাইরাছ হেলাল
শেষে বন্ধুত্বে-ই সামিল সেখানে।
মায়াবতী
তাহারা সবাই বন্ধু ইয়ারি দোস্তি করে ঘুড়ে ফিরে আর আমি পরে থাকি একা নিচ্ছিদ্র আবেশে……
কেন এম্ন হয় !
এতো গভীর থেকে গভীরে কি করে পৌঁছে যায় আমাদের প্রিয় কবি !!!
ছাইরাছ হেলাল
দেখুন,
বিধাতা কিছু ব্যাপার শুধু তার নিজের জন্য-ই রেখেছেন, অন্যদের প্রবেশ নিষেধ।
অনেক বিষয় জ্ঞানীদের বুঝে নিতে বলেছেন (অবশ্য জ্ঞানের মালিকানাও শতভাগ তার-ই)
ভাবছি নির্গুণি যারা (আমার মত) তাদের জন্য শুধুই কাঁচা করল্লা!! (আল্লা মাফ দিন)।
কিছুই-তো লিখতে পারলাম না!! প্রিয় আফা!! (কিডিং)
রিতু জাহান
সবই মরিচিকাময়! তা কি করে হয়। এ হাসি, এ আড়াল করা সবই গভীর থেকে আরো গভীরভাবে কাছে আসার এক উপলক্ষ মাত্র।
গভির প্রেমে বন্ধুত্ব হয়ে থাকলে ভালোই তো। প্রেম বেঁচে থাক বন্ধুত্বে।
কেউ কেউ একলা পড়ে থাকে বিচ্ছিন্ন হাহাকারে। সকল উষ্ণতা ছেড়ে।
ছাইরাছ হেলাল
এখানে প্রেমের কথা বলে ঘর ছাড়া করে একসময় শ্বাসরোধী খেলা খেলে,
অন্যদের সাথে মাস্তি-ব্যস্ততার মাঝে!
শেষ কালে প্রেম-ফ্রেম কিচ্ছু না, জোর জবরদস্তি করে বন্ধুত্ব!
একারা একাই থাকে নিজের ভুবনে!
পরীক্ষার প্রস্তুতি জোরকদমে চালু থাকুক।
রিতু জাহান
এই মুহূর্তে আমার ডাইনিং টেবিলটা দেখলে বুঝতেন। পুরা টেবিল ছড়ানো বই। আর মাত্র দুইমাস আছে। কিছু পড়া হয়নি মনে হচ্ছে। মেমনের এক তারিখ পরীক্ষা। আমার মনে হচ্ছে আমার দম বন্ধ হচ্ছে। বাচ্চাটা একা একা কি করতেছে। দোয়া করবেন। এই একটা স্বপ্ন নিয়ে আমি বেঁচে আছি।
ছাইরাছ হেলাল
আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক তাই-ই চাই।
কত কষ্ট করতেছেন!!
তৌহিদ ইসলাম
প্রেম সেতো মরীচিকা, অন্ধ আবেশে জড়িয়ে রাখে সারাক্ষন। মোহ শেষ সব শেষ। তারপরেও যদি বন্ধুত্ব হয় মন্দ কি?
ছাইরাছ হেলাল
না পাওয়ার সান্তনা থাকতে পারে সে বন্ধুত্বে, কিন্তু প্রেম সে ভিন্ন বিষয়!
নীলাঞ্জনা নীলা
প্রেম থেকে বন্ধুত্ব হতে পারেনা।
বন্ধুত্ব থেকে প্রেম হয়। এটা অবশ্য আমার মত।
কারণ বন্ধুত্ব হচ্ছে সারা আকাশ জুড়ে ঘুরে বেড়ানো মেঘ। আর প্রেম হচ্ছে বৃত্তবন্দী জীবন।
কিছু বুঝেছি কিনা, বুঝিনি।
আর কিছু বোঝাতে পেরেছি কিনা, সেটাও জানিনা। ^:^
ছাইরাছ হেলাল
পাকনামো আর করতে হপে না।
প্রেম প্রেম-ই, বন্ধু বন্ধু-ই!!
নীলাঞ্জনা নীলা
“স্বভাব যায়না ম’লে” আর কী! 😀
ছাইরাছ হেলাল
আর পারিনা!!