আহা দুষ্মন্ত

ছাইরাছ হেলাল ১০ জুলাই ২০১৮, মঙ্গলবার, ০৫:৩৯:২৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

দুষ্মন্তের চোখে ফাঁকি ছুঁড়ে
দেখা হয়েছিল/করেছিল তার/সে শকুন্তলার সাথে!!
বল্কল মনোহারিণী;
তৃতীয় চতুর্থের (প্রিয়ংবদা, অনসূয়া) আনাগোনায়
কিঞ্চিত কৃত্রিম কুপিত হয়ে
চোখ গেলে দেয়ার ভয়ে দূরে পালালো তারা;

সময় বহিয়া যায় রূপে-রসে, মধু আলাপে,
পরিশ্রান্ত তৃপ্ততায় তপোবন-বিরুদ্ধ-ভাবে!
অটুট-সতর্কতায়, সৌহৃদ্য সাতিশয় রমণীয়তায়;
স্মরণ-বিস্মরণের হা-হুতাশ পেছনে ফেলে
নিমগ্ন সোনা-আনন্দধারাজল আচ্ছন্নতায়
বাতাবি লেবুর সুবাস ছড়িয়ে;

পাহাড়ি মেঘের উপত্যকায় রোদে গা-ধরে
আবার দেখা হয়েছিল এই-তো সেদিন, বহু শতাব্দী পরে,
গালে টোল ফেলে অসংকোচ-দুরন্ত-দুর্দান্ত-ডাইনী,
যেমন ছিল আগেও, সুস্বাদু-সুবাসিত,
বিষ্ময়-বিমুগ্ধ রূপ-রস-গন্ধ স্পর্শে
বার বার অনেক বার মতি-প্রাপ্তিতে;

নিষিদ্ধ রাত/দিনের প্রেম-প্রবল-জলোচ্ছ্বাসের অতিথি-সূর্য;
এখনও আছে উদ্‌ভ্রান্ত এক বৈদ্যুতিকতা প্রতিটি মুহূর্তে
ঠিক আগের-ই মত।

৪৮৫জন ৪৮৫জন

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ