“ পূর্ব-পাকিস্তান-কে বাংলাদেশ বানানোর অবদান ছিলো আ. লীগের । বর্তমান ক্ষমতায় আছেন , তারাই । তাই খুব জানতে ইচ্ছে করে , আ. লীগ কেনো ৭২-এর সংবিধান ফিরাচ্ছে না ?”
“ বাংলাদেশ কি বাঙালীর দেশ ?”
“ প্রাচীন বাংলাদেশ ছিলো হিন্দুদের দেশ , বর্তমান বাংলাদেশ কি মুসলিম দেশ ?”
বাংলাদেশ বাংলাদেশীদের। বাঙালি বলতে বাংলা ভাষা-বাসিদের দেশ বোঝায়। বাংলাদেশ ছাড়াও অনেক দেশের কিছু জায়গায় বাংলা ভাষা প্রচলিত, তাই বলে তাদের দেশ কি বাংলাদেশ?
আপনার আগের পোস্ট এর এখনো চব্বিশ ঘণ্টা শেষ হয়নি। বিকাল ৩’ ৫০ এ শেষ হবে।
৭২ সালের সংবিধানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আত্ম প্রকাশ হয়েছিল । কিন্তু প্রথমে জিয়া তারপর এরশাদ সংবিধানে ধর্ম ঢুকিয়ে বাংলাদেশের সংবিধান কে একজাতিয় ধর্ম ভিত্তিক সংবিধান পরিবর্তন করে ।
৭২ সংবিধান ছিল ধর্ম নিরপেক্ষ সংবিধান । জিয়া আর এরশাদ এই সংবিধান কে অপবিত্র করেছে ও মুক্তিযোদ্ধাদের বলিদানের অবমাননা করেছে । কেননা ধর্ম ভিত্তিক দেশের জন্য তারা মুক্তিযোদ্ধা করে নি
এই উপমহাদেশে গনতন্ত্র বলতে যা বুঝায়, সে অনুযায়ী বাংলাদেশের মানুষ সবাই গনতন্ত্রে বিশ্বাসী ( নিজের স্বার্থের অনকূলে হলে )
সংবিধান একটি চলমান প্রক্রিয়া, ৭২ এর পরে সংবিধান পরিবর্তিত হয়েছে কয়েকবার। ৭২- এর সংবিধানে ফিরতেই হবে এমন কোনো কথা নেই।
৭৫ সনে বঙ্গবন্ধু সংবিধান সংশোধন করে ‘ একদলীয় বাকশাল করেছিলেন। এই সব সংবিধানিক সংশোধন দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের রায়ের ভিত্তিতেই করা হয়েছিল।
বাঙালীদের নিজস্ব দেশ বলতে বাংলাদেশকেই বুঝায়। যে দেশটির নামই হয়েছে বাংলা ভাষাভিত্তিক। অবশ্যই বাংলাদেশ বাঙালীদের দেশ। আমরা জাতি হিসেবে বাঙালী, নাগরিকতাইয় বাংলাদেশী।
না বাংলাদেশ মুসলিম দেশ নয়। এখানে মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ। ভারতে যেমন হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ, কিন্তু হিন্দু দেশ নয়। বাংলাদেশ আর ভারতের জনগনের তুলনা যদি করেন, তবে ভারতে হিন্দু ধর্মের উপর রাজনীতি করে বিজেপি ক্ষমতায় আসে, আর বাংলাদেশে মুসলিম ধর্মের উপর রাজনীতি করায় জামাত নিষিদ্ধ হয়। ধর্মীয় কোন দল বাংলাদেশে ক্ষমতায় আসবে না।
ভারত এই উপমহাদেশের সবচেয়ে বড় সাম্প্রদায়িক দেশ। ওই দেশের জনগন সাম্প্রদায়িক বলেই বিজেপি ক্ষমতায়। বাংলাদেশের জনগন কখনো জামাতকে ক্ষমতায় আনবেনা। বাক স্বাধীনতা আছে বলেই এমন হয়েছে।
আমাদের দেশে রাজাকার আলবদর এবং এর সমর্থকদের বাক স্বাধীনতায় বিশ্বাস করিনা।
বিজেপি জামাত স্টাইলের সংগঠন না । বিজেপি বিএনপি স্টাইলের দল । ভারতে জামাত স্টাইলের দল হচ্ছে আরএসএস । বর্তমান ভারতের এই সাম্প্রদায়িক অবস্থার জন্য অনেকটাই দায়ি বাংলাদেশ ও পাকিস্থান । কেনো না সে সব দেশের সংখ্যালঘু নির্যাতনের ইসু তুলেই ভোটে লড়েন ।
গনতন্ত্রে বিশ্বাসী মুখে ১০০% বাস্তবতায় জিরো।যখন যে দল আসে তখন সেই দলেরই দেশটা হয়ে যায়।
সংবিধানরে যে কী অবস্থা করেছেন তথাকথিত রাজনৈতিক বিদরা তা আপনিও জানেন।আসলে এ দেশের প্রত্যাকটি দলই আগে দলকে সেইফ করেন দেশকে নয়।
বাঙালীর দেশ না হলেও বাংলা ভাষাভাষিদের দেশ।
অবশ্যই না এদেশ অসাম্প্রদায়ীক দেশ হিসাবে এখনো বিশ্বের রোল মডেল।
“বাংলাদে গণতান্ত্রিক দেশ তবে দূর্নীতির কারনে গণতন্ত্রের চর্চা হচ্চে না”।
“যে কোন দেশের সংবিধান সেই দেশ পরিচালনার স্বার্থে বানানো হয় বাংলাদেশও তার ব্যাতিক্রম নয় তাই ৭২ সংবিধানে পরিবর্তন আসতেই পারে”।
“বাংলাদেশ শুধুমাত্র বাংগালীর দেশ না এই দেশের সকল গৌত্রের দেশ যেমন মারমা, চাকমা সহ উপজাতিদেরও দেশ। আর বাংগালী বাংলাদেশ ছাড়া অন্য দেশেও আছে কিন্তু জাতে বাংগালী বলেই অন্যের দেশ যেমন আমাদের না আবার আমাদের দেশও অন্যের না”।
” প্রাচীণ বাংলাদেশ হিন্দুদের ছিলনা বলেই জানি যার কারনে ব্রিটিশরা যখন ভারতবর্ষ ভাগ করে তখন ধর্মের ভিত্তিতেই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আর হিন্দুস্থান ভাগ করেছিল”।
আপনি যদি খ্রিষ্টপূর্ব ষষ্ঠ-সপ্তম শতাব্দীর কথা বলেন তাহলে সেটা ছিল হিন্দু এবং বুদ্ধদের অধিপথ্য ছিল তবে তখন বাংলাদেশ বলে কোন দেশ ছিল না সেটাকে আমি ভারতবর্ষ বলেই দাবী করবো। ধন্যবাদ
৭২ সংবিধান আওয়ামিলীএর সময় পরিবর্তন হয়েছে। সংবিধান পরিবর্তনশীল।
প্রাচীন বাংালদেশ বলতে স্বাধীন বাংলাদেশ???
আর আওয়ামিলীগ ইচ্ছা করলেই সব পরিবর্তন করতে পারবেনা। কারণ ভোট ব্যাংক হিসেব করেই রাজনিতি ও দল চালাতে হবে। আগে দল ও ভীটের চিন্তা করেই ভাবতে হবে।
গনতন্ত্রএর কোন ভীত কোন দেশেই বা ১০০% ভাগ আছে???
এখন বিশ্বের প্রায় দেশেই ধর্মভিত্তিক দল ক্ষমতায়। যারা নাউ তাদের মধ্যে বাংলাদেশ অন্ত্যতম।
কথাটা সবটুকু সত্য নয় । বাংলাদেশে কোনো দিনই গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল না ।
সদ্য স্বাধীন দেশে যখন বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষ ও গণতন্ত্র রাষ্ট্র করবেন বলে বলেন তখন থেকেই এই বিবাদ ছিল দেশের মধ্যে ।
২৯টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
বাংলাদেশ বাংলাদেশীদের। বাঙালি বলতে বাংলা ভাষা-বাসিদের দেশ বোঝায়। বাংলাদেশ ছাড়াও অনেক দেশের কিছু জায়গায় বাংলা ভাষা প্রচলিত, তাই বলে তাদের দেশ কি বাংলাদেশ?
আপনার আগের পোস্ট এর এখনো চব্বিশ ঘণ্টা শেষ হয়নি। বিকাল ৩’ ৫০ এ শেষ হবে।
দেবজ্যোতি কাজল
তাই না কি ! ওহো…
জিসান শা ইকরাম
আপনি পোস্ট প্রকাশের সময় খেয়াল রাখবেন।
অনুগ্রহ পুর্বক নীতিমালাটি একবার পরে নিন।
কামাল উদ্দিন
প্রথমটি যদি বলি আমি বলবো বর্তমান বাংলাদেশের মানুষ গণতন্ত্রের চেয়ে দলতন্ত্রে বেশী বিশ্বাসী।
৭২এর সংবিধান সম্পর্কে আমার কোন ধারণা নাই।
বাংলাদেশের অধিকাংশ মানুষই বাংগালী, কিন্তু এটা শুধু বাংগালীদের দেশ নয়। এখানে নানা ভাষাবাসি মানুষ রয়েছে। বিশেষ করে আধিবাসীরা।
বর্তমান বাংলাদেশতো সংখ্যাগরিষ্ঠতার হিসাবে মুসলিম দেশই।
কামাল উদ্দিন
৭২ এর সংবিধান নিয়া কিছু বলবেন কি?
দেবজ্যোতি কাজল
আপনার দেশের সংবিধান , আপনার জানা উচিৎ তো ।
কামাল উদ্দিন
হুমম, হয়তো উচিৎ ছিলো, কিন্তু সবাই কি সব উচিৎ কাজগুলো আমরা করতে পারছি? বা করছি?
দেবজ্যোতি কাজল
৭২ সালের সংবিধানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আত্ম প্রকাশ হয়েছিল । কিন্তু প্রথমে জিয়া তারপর এরশাদ সংবিধানে ধর্ম ঢুকিয়ে বাংলাদেশের সংবিধান কে একজাতিয় ধর্ম ভিত্তিক সংবিধান পরিবর্তন করে ।
দেবজ্যোতি কাজল
৭২ সংবিধান ছিল ধর্ম নিরপেক্ষ সংবিধান । জিয়া আর এরশাদ এই সংবিধান কে অপবিত্র করেছে ও মুক্তিযোদ্ধাদের বলিদানের অবমাননা করেছে । কেননা ধর্ম ভিত্তিক দেশের জন্য তারা মুক্তিযোদ্ধা করে নি
সুপর্ণা ফাল্গুনী
বাংলাদেশ এ যাদের জন্ম তারা বাংলাদেশী। ধীরে ধীরে এটা মুসলিম রাষ্ট্রে পরিণত হয়েছে।
দেবজ্যোতি কাজল
তারা বাংলাদেশী হলেও , বাঙালী না
সুপায়ন বড়ুয়া
অপ্রিয় সত্য কথা
বলতে নেই।
দ্বিমত তুমি পাবেই।
শুভ কামনা।
জিসান শা ইকরাম
এই উপমহাদেশে গনতন্ত্র বলতে যা বুঝায়, সে অনুযায়ী বাংলাদেশের মানুষ সবাই গনতন্ত্রে বিশ্বাসী ( নিজের স্বার্থের অনকূলে হলে )
সংবিধান একটি চলমান প্রক্রিয়া, ৭২ এর পরে সংবিধান পরিবর্তিত হয়েছে কয়েকবার। ৭২- এর সংবিধানে ফিরতেই হবে এমন কোনো কথা নেই।
৭৫ সনে বঙ্গবন্ধু সংবিধান সংশোধন করে ‘ একদলীয় বাকশাল করেছিলেন। এই সব সংবিধানিক সংশোধন দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের রায়ের ভিত্তিতেই করা হয়েছিল।
বাঙালীদের নিজস্ব দেশ বলতে বাংলাদেশকেই বুঝায়। যে দেশটির নামই হয়েছে বাংলা ভাষাভিত্তিক। অবশ্যই বাংলাদেশ বাঙালীদের দেশ। আমরা জাতি হিসেবে বাঙালী, নাগরিকতাইয় বাংলাদেশী।
না বাংলাদেশ মুসলিম দেশ নয়। এখানে মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ। ভারতে যেমন হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ, কিন্তু হিন্দু দেশ নয়। বাংলাদেশ আর ভারতের জনগনের তুলনা যদি করেন, তবে ভারতে হিন্দু ধর্মের উপর রাজনীতি করে বিজেপি ক্ষমতায় আসে, আর বাংলাদেশে মুসলিম ধর্মের উপর রাজনীতি করায় জামাত নিষিদ্ধ হয়। ধর্মীয় কোন দল বাংলাদেশে ক্ষমতায় আসবে না।
দেবজ্যোতি কাজল
আ. লীগ উচিৎ ছিল গণতন্ত্রের সহজ পাঠটা চর্চা কারার শিক্ষাটা দিতে সাধারণ জনগণকে
দেবজ্যোতি কাজল
উপমহাদেশ বললেন কেনো ?
ভারতে কিন্তু গণতন্ত্রের চর্চা আছে এখনও ।
বাক্ স্বাধীনতা আছে
কামাল উদ্দিন
ভারতের বাক স্বাধীনতার নমুনাটা কিন্তু আমরা এখন ভালোই দেখতে পাচ্ছি দাদা
জিসান শা ইকরাম
ভারত এই উপমহাদেশের সবচেয়ে বড় সাম্প্রদায়িক দেশ। ওই দেশের জনগন সাম্প্রদায়িক বলেই বিজেপি ক্ষমতায়। বাংলাদেশের জনগন কখনো জামাতকে ক্ষমতায় আনবেনা। বাক স্বাধীনতা আছে বলেই এমন হয়েছে।
আমাদের দেশে রাজাকার আলবদর এবং এর সমর্থকদের বাক স্বাধীনতায় বিশ্বাস করিনা।
দেবজ্যোতি কাজল
বিজেপি জামাত স্টাইলের সংগঠন না । বিজেপি বিএনপি স্টাইলের দল । ভারতে জামাত স্টাইলের দল হচ্ছে আরএসএস
দেবজ্যোতি কাজল
বিজেপি জামাত স্টাইলের সংগঠন না । বিজেপি বিএনপি স্টাইলের দল । ভারতে জামাত স্টাইলের দল হচ্ছে আরএসএস । বর্তমান ভারতের এই সাম্প্রদায়িক অবস্থার জন্য অনেকটাই দায়ি বাংলাদেশ ও পাকিস্থান । কেনো না সে সব দেশের সংখ্যালঘু নির্যাতনের ইসু তুলেই ভোটে লড়েন ।
মনির হোসেন মমি
গনতন্ত্রে বিশ্বাসী মুখে ১০০% বাস্তবতায় জিরো।যখন যে দল আসে তখন সেই দলেরই দেশটা হয়ে যায়।
সংবিধানরে যে কী অবস্থা করেছেন তথাকথিত রাজনৈতিক বিদরা তা আপনিও জানেন।আসলে এ দেশের প্রত্যাকটি দলই আগে দলকে সেইফ করেন দেশকে নয়।
বাঙালীর দেশ না হলেও বাংলা ভাষাভাষিদের দেশ।
অবশ্যই না এদেশ অসাম্প্রদায়ীক দেশ হিসাবে এখনো বিশ্বের রোল মডেল।
সঞ্জয় মালাকার
৭২এর সংবিধান সম্পর্কে আমার কোন ধারণা নাই।
আর মানুষ গণতন্ত্রের চেয়ে দলতন্ত্রে বেশী বিশ্বাসী।
দেবজ্যোতি কাজল
পড়ার বা জানার চেষ্টা কর
ইকবাল কবীর
“বাংলাদে গণতান্ত্রিক দেশ তবে দূর্নীতির কারনে গণতন্ত্রের চর্চা হচ্চে না”।
“যে কোন দেশের সংবিধান সেই দেশ পরিচালনার স্বার্থে বানানো হয় বাংলাদেশও তার ব্যাতিক্রম নয় তাই ৭২ সংবিধানে পরিবর্তন আসতেই পারে”।
“বাংলাদেশ শুধুমাত্র বাংগালীর দেশ না এই দেশের সকল গৌত্রের দেশ যেমন মারমা, চাকমা সহ উপজাতিদেরও দেশ। আর বাংগালী বাংলাদেশ ছাড়া অন্য দেশেও আছে কিন্তু জাতে বাংগালী বলেই অন্যের দেশ যেমন আমাদের না আবার আমাদের দেশও অন্যের না”।
” প্রাচীণ বাংলাদেশ হিন্দুদের ছিলনা বলেই জানি যার কারনে ব্রিটিশরা যখন ভারতবর্ষ ভাগ করে তখন ধর্মের ভিত্তিতেই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আর হিন্দুস্থান ভাগ করেছিল”।
দেবজ্যোতি কাজল
প্রাচীন বাঙলাদেশ কাদের ছিল
ইকবাল কবীর
আপনি যদি খ্রিষ্টপূর্ব ষষ্ঠ-সপ্তম শতাব্দীর কথা বলেন তাহলে সেটা ছিল হিন্দু এবং বুদ্ধদের অধিপথ্য ছিল তবে তখন বাংলাদেশ বলে কোন দেশ ছিল না সেটাকে আমি ভারতবর্ষ বলেই দাবী করবো। ধন্যবাদ
কামাল উদ্দিন
আড্ডাটা আরো জমজমাট করা উচিৎ, আড্ডায় ব্লগােদের আন্তরিকতা বাড়ে।
দেবজ্যোতি কাজল
অবশ্যই
মোঃ মজিবর রহমান
৭২ সংবিধান আওয়ামিলীএর সময় পরিবর্তন হয়েছে। সংবিধান পরিবর্তনশীল।
প্রাচীন বাংালদেশ বলতে স্বাধীন বাংলাদেশ???
আর আওয়ামিলীগ ইচ্ছা করলেই সব পরিবর্তন করতে পারবেনা। কারণ ভোট ব্যাংক হিসেব করেই রাজনিতি ও দল চালাতে হবে। আগে দল ও ভীটের চিন্তা করেই ভাবতে হবে।
গনতন্ত্রএর কোন ভীত কোন দেশেই বা ১০০% ভাগ আছে???
এখন বিশ্বের প্রায় দেশেই ধর্মভিত্তিক দল ক্ষমতায়। যারা নাউ তাদের মধ্যে বাংলাদেশ অন্ত্যতম।
দেবজ্যোতি কাজল
কথাটা সবটুকু সত্য নয় । বাংলাদেশে কোনো দিনই গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল না ।
সদ্য স্বাধীন দেশে যখন বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষ ও গণতন্ত্র রাষ্ট্র করবেন বলে বলেন তখন থেকেই এই বিবাদ ছিল দেশের মধ্যে ।