চোখটা বন্ধ করুন। মনে করুন আপনি এখন জাপানে অবস্থান করছেন। তারিখ ১৯৪৫, ৬ আগস্ট, সকাল ৮ বেজে ১৫ মিনিট।

আমি আপনার সাথে বাজি ধরে বলতে পারি ৮ঃ২০ এর মধ্যে আপনাকে চোখটা খুলতে বললে আপনি পারবেন না কারন আপনি ততোক্ষণে এই সুন্দর পৃথিবী ছেড়ে পরপারে চলে গিয়েছেন।

তখন কি সব মানুষগুলো জানত যে তাদের সাথে এমনটা হতে যাচ্ছে।

টাকা, কিংবা মনোবল দিয়ে সব কিছু হয় না।

তাই বলছি, ভয় পেতে হবে এবং এখন থেকেই ব্যবস্থা নিতে হবে।

 

এখন আপনি চাইলে উপদেশটা মেনে চলুন না হয় সুইসাইড করুন। নিজে মরুন, অন্যকে নিয়ে নয়।

 

৫৬৩জন ৪৯৯জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ