কবিতার ভাব মুখর আজ মৃত প্রায়!
চোখের কালোকেশি মেঘে আষাঢ়ের ঘনঘাটা-
অথচ কবিতার চঞ্চলতা নেই- আকাশে ঘুড়িও নেই;
কদম ফুলের মিষ্টি হাসি ছড়িয়ে গেলো কোথাও?
বিস্মৃতির পথে, রক্তাক্ত কাটায় থুবরে খেয়েছে।
অতঃপর আষাঢ়ের গায়ে জ্বর সর্দি হলেই বা কি?
শ্রাবণ তো প্রস্ত্তত, এক গলা উঠন কিংবা ভরা নদী-
শুধু একদিন জানবে আষাঢ়ের ক্যাকা ছিল প্রণয়;
এভাবেই আষাঢ় শ্রাবণ আসবে বুঝি- তবুও একটা
রসাল ভাবের মৃত কোন হয় না আষাঢ়।
০১ আষাঢ় ১৪২৮, ১৫ জুন ২১
———————————
৭৫২জন
৬৭৫জন
১০টি মন্তব্য
আরজু মুক্তা
কিন্তু আজ তো প্রথম আষাঢ়। বৃষ্টিও তো হচ্ছে।
আলমগীর সরকার লিটন
জি প্রিয় কবি মুক্তা আপু
আষাঢ় এর অনেক অনেক কদম ফুলের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন—–
হালিম নজরুল
কদমের মতো ফুটে উঠুক সারা আষাঢ়।
আলমগীর সরকার লিটন
জি প্রিয় কবি হালিম দা
আষাঢ় এর অনেক অনেক কদম ফুলের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন—–
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর বর্ষাবরণ কবি দা।
মুগ্ধতায় শুভ কামনা রেখে গেলাম নিরন্তর।
আলমগীর সরকার লিটন
জি প্রিয় কবি লিটন দা
আষাঢ় এর অনেক অনেক কদম ফুলের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন—–
সুপর্ণা ফাল্গুনী
আষাঢ়ের প্রথম কবিতা পড়লাম এই বছরের। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আলমগীর সরকার লিটন
জি প্রিয় কবি ফাল্গুনী দিদি
আষাঢ় এর অনেক অনেক কদম ফুলের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন—–
হালিমা আক্তার
আষাঢ় নিয়ে কবিতা মুগ্ধতা ছুয়ে গেল। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জি প্রিয় কবি হালিমা আপু
আষাঢ় এর অনেক অনেক কদম ফুলের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন—–