আর কতদিন
রাগে,ক্ষোভে,আর কতদিন নিলাভ চোখের জল গড়িয়ে পড়বে কালো নর্দমার ঘৃণ্য পিশাচীয় জলে!
আর কতদিন ট্রাকের নিচে গড়িয়ে পড়বে নাবালিকার ছিন্নভিন্ন শরীরের খন্ড বিখন্ড কাটা অংশ!
বাড়ির বাইরে পা রাখতে গিয়ে শিউরে উঠবে না কোনো সরল যুবতির মন!
আর কতদিন
রাতের অন্ধকারে লিফ্ট দেওয়ার নাম করে ধর্ষকদের অত্যাচারে লুটিয়ে পড়বে ধর্ষিতাদের জীবন!
ডিসগাস্টিং বলা অফিসারদের হালকা কফির স্বাদের নেশা মেটাতে পেটের তাড়নায় নিজেকে বাথরুমে মেলে ধরবে মহিলা কর্মচারীদের দেহ!
আর কতদিন
স্ক্যান্ডেলের গোপন ক্যামেরায়
নগ্ন অশ্লিল রূপ মাংগো ফ্রুটি এড এর মত বিলোবে র পুরুষদের যৌনক্ষুধা র ম্যালেরিয়া রোগের কুইনাইন তৈরি করবে!
আর কতদিন,
বর্ষার জলে মেশানো থাকবে ট্রাম,বাস, ট্যাক্সির পোড়া পেট্রোলের ধোঁয়ার গন্ধ!
ফিনাইলের কৃত্রিম পরিস্কারে জগন্নাথের রথের চাকা ফেক ভক্তির টানে আর কতদিন চলবে!
কলকাতা
২৫ জুলাই,২০১৫
৩৩টি মন্তব্য
ব্লগার সজীব
এ প্রশ্নের উত্তর নেই দিদি।এমন ঘটনা মনে হয় নিয়ম হয়ে গিয়েছে।অসাধারন লাগলো লেখাটি।
সোনেলায় স্বাগতম আপনাকে -{@ -{@
অরুণিমা
ধন্যবাদ দাদা -{@
আবু খায়ের আনিছ
প্রশ্ন আছে কিন্তু উত্তর নেই।
অরুণিমা
উত্তর আমাদের জানতে হবে দাদা।
খেয়ালী মেয়ে
ভালো লেগেছে লেখা–তবে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে মনে হয় না………..
স্বাগতম সোনেলাতে -{@
অরুণিমা
ধন্যবাদ খেয়ালী মেয়ে -{@
অলিভার
আর কতদিন গেলে সত্যিকারেই আমরা মানুষ হয়ে উঠবো?
আর কতদিন গেলে নিজের ভেতর জেগে থাকা পশুটাকে ঘুম পারাবো?
কতদিনের হিসেব জানি না, তবে আশা করি একদিন সত্যি হবে এইসব চাওয়া পাওয়া।
শুভ কামনা আর অনুভূতির প্রকাশে ভালোলাগা জানিয়ে গেলাম 🙂
অরুণিমা
আপনার আশা যেন পুর্ন হয়।ধন্যবাদ আপনাকে -{@
লীলাবতী
এমন অবস্থা হতে এই উপমহাদেশের নারীদের মুক্তি নেই মনে হয়।প্রশ্ন গুলো চাবুকের মত বিদ্ধ করছে দিদি।ভালো লিখেছেন।সোনেলায় স্বাগতম -{@
অরুণিমা
মুক্তি পেতেই হবে আমাদের।ধন্যবাদ আপনাকে।
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে। লিখুন ও পড়ুন মনের আনন্দ-বেদনায়।
আমরা আসলে এ প্রশ্নের উত্তর জানিনা।
অরুণিমা
উত্তর জানতে হবে এবং মুক্তি পেতে হবে।ধন্যবাদ আপনাকে।
মাসুদ আলম
সব ঠিক আছে। তবে উল্টা ঘটনাও ঘটে, সেটা আলোচনায় আসেনা। ভাল লিখেছেন।
অরুণিমা
উল্টো কি ঘটনা ঘটে? পুরুষ এমনি অবস্থার শিকার হয়েছে কোনদিন?ধন্যবাদ।
আজিম
অনুভূতি তীক্ষ্ণ। প্রকাশটা আরো তীক্ষ্ণ হবে একদিন। লিখা চালিয়ে যাবেন আশা করি। সম্মিলিতভাবে প্রশ্নগুলির জবাব আমাদের খুঁজতে হবে।
অরুণিমা
জবাব আমাদের পেতেই হবে।ধন্যবাদ আপনাকে।
অরণ্য
আপনার লেখায় আগুন আছে। সে তাপ আমাকেও ছুঁয়ে গেল। (y)
অরুণিমা
তাপ ছুঁয়ে যাক সবার মাঝে।ধন্যবাদ।
সীমান্ত উন্মাদ
এসব নিয়ে কোন লিখা পড়লে আপু মনে হয় মানুষ হিসেবে শুধু আমাদের অবয়বটাই আছে, মনুষ্যত্ব নেই।
অনেক দুঃখ নিয়েই, গুনদার নেক্কাবরের মহাপ্রয়ান থেকে একটা লাইনই বলছিঃ তখন সত্যি মানুষ ছিলাম এখন আছি অল্প।
আমি এখন বলছিঃ তখন হয়ত মানুষ ছিলাম, এখন শুধু অমানুষ হয়েছি।
অরুণিমা
আপনার মন্তব্যটি ভাল লাগলো।ধন্যবাদ।
জিসান শা ইকরাম
অত্যন্ত ভালো লিখেছেন অরুণিমা।
দেশ আলাদা,তবে মনে হচ্ছে দুই দেশের জন্যই এই লেখা সমান প্রযোজ্য।
লিখুন নিয়মিত
স্বাগতম সোনেলায়।
অরুণিমা
নারী নির্যাতনের কোন দেশ নেই।প্রেক্ষপট ভিন্ন,তবে নির্যাতন নারীদের উপরেই হয়।ধন্যবাদ দাদা।
আর্বনীল
সুন্দর লিখেছেন…
প্রতিটি শব্দ থেকে আগুন ঝড়ছে…
লিখে যান…
অরুণিমা
ধন্যবাদ আপনাকে।
নীলাঞ্জনা নীলা
:c :c :c :c
অসাধারণ লিখেছেন। আপনি ভাবতেও পারবেন না মনের কতোটা গভীর ছুঁয়েছে লেখাটি।
এ প্রশ্নের উত্তর কোথাও নেই, কে দেবে বলুন?
তবু লিখুন। হয়তো একদিন উত্তর এসে সামনে দাঁড়াবে। -{@
অরুণিমা
উত্তরের আশায়ই তো লিখছি দিদি।ধন্যবাদ আপনাকে।
শুন্য শুন্যালয়
অরুনিমা কে অনেকদিন থেকে গ্রুপে দেখেছি সোনেলার। তবে পড়া হয়নি লেখা। আলসেমি করে আসলে ছবিগুলো পড়া হয়নি। আজ আপনার লেখা পড়ে বিষ্মিত হলাম। কি ধারালো লেখা। প্রশ্নের উত্তর একদিন নিশ্চয়ই পাওয়া যাবে। সহ্যের সীমা পার হয়ে গেলে সব নারীই একদিন দেবী হয়ে যাবে।
স্বাগতম সোনেলায় অরুনিমা। -{@
অরুণিমা
ডায়েরীতে লিখে ফটো তুলে পোষ্ট করেছি গ্রুপে।মোবাইলে বাংলা লেখা সমস্যা আমার জন্য।মাঝে মাঝে পিসি পাই,তখন বাংলা লিখে পোষ্ট দেই। ধন্যবাদ দাদা।
শুন্য শুন্যালয়
আমি দিদি, তবে শুন্য বলেও ডাকতে পারেন। 🙂
মিথুন
ছবিটা দেখে কেমন করে উঠলো মন। এ সনাতন পদ্ধতির শেষ হবেনা কোনোদিনও 🙁
অরুণিমা
বাঁচতে হলে শেষ করতেই হবে দিদি।
ইমন
সমস্যা থেকে বের হতে হলে নারী পুরুষ দুই পক্ষের ই পারর্টিসিপেট করতে হবে। তা না হলে সমাধান দুরূহ। নারীর ক্ষমতায়নের পাশাপাশি নারীর মনস্তাত্বিক পরিবরর্তনের দরকার আছে। আছে, নারীর সোসালাইজেশনে পরিবরর্তন আনা। এসবের সাথে নারীর নিজেকেও হাল না ছাড়ার প্রত্যয় থাকতে হবে।
কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, দিনশেষে ফেয়ার & লাভলির ক্রেতা আমাদের ই বোন, বন্ধু, সহকরর্মী। 🙂
অরুণিমা
আপনার মন্তব্যটি ভালো লেগেছে দাদা। ধন্যবাদ আপনাকে -{@