
অনুজীবের নির্মম সংক্রামন রোধে ~
বিশ্ব যখন বন্দি ঘরে ~
আমপান তুই কোন আহাম্মক ~
দুর্যোগ আনলি নতুন করে ~
নিরিহ কর্মহীন ভুখা যখন ~
অসহায়ে জীবন কাটে ~
আমপান এলো ঘর ভাঙতে ~
সেজে গুঁজে সাগর পাটে ।
বন্দি আছি, ভুখা আছি ~
মাথা গুঁজার ঠাইতো আছে ~
হিংস্র থাবায় তাও নিবি ~
শেষ সম্বল যেটুকু কাছে ।
ভুগছি যখন গোটা জাতি ~
মহামারীর সংকটে ~
ছোবল দিল প্রকৃতি এসে ~
আমপান নামে, সাগর তটে ।
রচনা কাল ঃ২০/০৫/২০২০
২২টি মন্তব্য
ফয়জুল মহী
যথার্থ বলেছেন। ভালো লাগলো ।
কামরুল ইসলাম
ধন্যবাদ, ও অনেক শুভ কামনা
জাকিয়া জেসমিন যূথী
আমপান তুই কোন আহাম্মক ~
দুর্যোগ আনলি নতুন করে ~
… সত্যিই … ভালো লিখেছেন।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
শামীম চৌধুরী
কামরুল ভাই প্রকৃতির আম্পান এর তান্ডব দেখালাম। আর আপনার আম্পামের তান্ডব দেখালেন লেখায়। দারুন লেগেছে।
কামরুল ইসলাম
হাহাহা,
তান্ডব আর দেখালাম কোথায় ???
এ তো আক্ষেপ !!!
ধন্যবাদ
অনেক শুভ কামনা আপনার জন্য
সাবিনা ইয়াসমিন
মহামারীর সাথে যুক্ত হলো ঝড়ের তান্ডব। সৃষ্টিকর্তাই ভালো জানেন, কেন তিনি তার সৃষ্টির প্রতি এত নির্মম হলেন! তার কাছে ক্ষমা চাই, তিনি যেনো আমাদের দিকে তার করুণার দৃষ্টি দেন। আমীন।
কামরুল ইসলাম
আমীন,
উপর ওয়ালাই ভাল জানের, উনার কি ইচ্ছা,
আমরা শুধু শিকার মাত্র,
ধন্যবাদ আপু,
ভাল থাকবেন,
অনেক শুভ কামনা
মাহমুদুল হাসান
আমীন।
সুপর্ণা ফাল্গুনী
কি যে শুরু হলো! মহামারী এখন আম্ফানের তান্ডব। কবিতা ভালো লেগেছে ভাইয়া। ঈশ্বর এর লীলা বোঝা দায়। ভালো থাকুন সুস্থ থাকুন। নিরাপদে থাকুন
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা আপু,
ভাল থাকবেন, নিরাপদে থাকবেন
সুপায়ন বড়ুয়া
“ভুগছি যখন গোটা জাতি ~
মহামারীর সংকটে ~
ছোবল দিল প্রকৃতি এসে ~
আমপান নামে, সাগর তটে ।”
যাক আমপান গেল কেটে
করোনা বিপদ যায় না
আজও মহাবিপদ বটে।
কবিতাটি ভাল লাগলো। শুভ কামনা
কামরুল ইসলাম
ধন্যবাদ দাদা,
অনেক শুভ কামনা
মাহমুদুল হাসান
ক্ষতির পথে দেশ। কবিতাটা বেশ।
কামরুল ইসলাম
ধন্যবাদ জানাই,
শুভ কামনা ও বাদ নাই
কামাল উদ্দিন
বন্দি আছি, ভুখা আছি ~
মাথা গুঁজার ঠাইতো আছে ~
হিংস্র থাবায় তাও নিবি ~
শেষ সম্বল যেটুকু কাছে
………. চমৎকার লিখেছেন ভাই, একেবারে বাস্তবতা তুলে ধরেছেন, শুভ কামনা জানিয়ে গেলাম।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা
তৌহিদ
আম্পানের ক্ষয়ক্ষতি থেকে সকলে মুক্তি পাক এটাই কাম্য।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা সহ
আগাম ঈদ মোবারক
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা সহ
আগাম ঈদ মোবারক
হালিম নজরুল
আম্পান নিয়ে সুন্দর লেখা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা