
আমি হাসিতে চাই সুস্থ সুন্দর পৃথিবীতে।
আর চাই না দুঃখ আর শোকে কাঁদিতে।
কাঁদিতে কাঁদিতে চোখ হয়েছে শুষ্ক একফোঁটা জল আর অবশিষ্ট নাই।
প্রতিদিন লাশের স্তুপ দেখিতে দেখিতে চোখেরও যেন আলো নাই।
প্রতিদিন মানুষের কান্না চিৎকার হাহাকার শুনে।
মনপোড়ে যন্ত্রণায় জ্বলে আগুন হৃদয়কোণে।
আর কত শুনিব মানুষের কান্না দেখব লাশের মিছিল।
মন হয়েছে ধৈর্যহারা স্বজনহারা শোকের বিষে নীল।
হে আল্লাহ আমাদের পাপরাশি হয়নি তোমার সহ্য।
পাপের প্রায়শ্চিত্তে পাঠিয়েছ করোনাভাইরাস দেখছ মানুষের ধৈর্য্য।
আমরা হয়েছি মানুষরূপী হায়েনা দানব পশু জানোয়ারেরও অধম।
আমরা সদা করি শিশু নারী নির্যাতন ধর্ষণ খুন হানাহানি আর জুলুম।
প্রকৃতি পরিবেশের প্রতি আমরা বড়ই লোভী নির্দয় নির্মম পাষান্ড নিষ্ঠুর।
আবাসন শিল্প গড়তে নদী নালা খালবিল মাঠ প্রান্তর দখল করিতে করিনা কসুর।
আমাদের জীবন যাপন নোংরা উশৃংখলতা আর অশ্লীলতায় ভরপুর।
সুরা সাকি মদ নারী জুয়া ক্যাসিনোতে রাত গড়িয়ে হয় সকাল দুপুর।
আমরা সদা সর্বদা দূর্ণীতি স্বজন প্রীতি সরকারি তহবিল তছরুপে মশগুল।
মানবিক গুণাবলি ধর্মীয় রীতি দেশপ্রেমকে তুচ্ছ করে এখন গুণছি তার মাশুল।
ভার্চুয়াল জগতে আমরা সবাই এখন দিনানিপাত করি এখানে সবাই খুব একাট্টা আর এক্টিভ।
ভ্রাতৃত্ব সৌহার্দ্য সম্প্রীতি এখন যাদুঘরে বাস্তব বা রিয়েল জগতে সবাই দূরে দূরে একেবারেই ইনেক্টিভ।
হে প্রভু মানব জাতিকে শিক্ষা দিতে পৃথিবীকে শুদ্ধ পরিশদ্ধ করিতে দিলে করোনা।
রয়েছে নজর তোমার গোলামরা নতজানু হয়ে তোমাকে স্মরণ করছে কিনা।
এখন আমরা সদা সর্বদা তোমার প্রার্থণায়রত।
নির্মূল করো করোনাভাইরাস পরীক্ষা নেবে আর কত।
ফিরিয়ে দাও সেই অরণ্য সুখী সুন্দর বসুন্ধরা।
আমরা সবাই আবার গড়ে তুলি সাম্য ভ্রাতৃত্ব আনন্দে হই আত্মহারা।
১৩টি মন্তব্য
এস.জেড বাবু
/////মানবিক গুণাবলি ধর্মীয় রীতি দেশপ্রেমকে তুচ্ছ করে এখন গুণছি তার মাশুল।
ভার্চুয়াল জগতে আমরা সবাই এখন দিনানিপাত করি এখানে সবাই খুব একাট্টা আর এক্টিভ।
সময়ের চুড়ান্ত বাস্তবতা ফুটে উঠেছে লিখায়। দারুন অনুভব।
এটা কবিতার মতো লাগছে
একান্ত অনুভুতি ও হতে পারে
উপন্যাস কি ভুল করে হলো !
ভালো থাকবেন ভাই
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার সুন্দর গঠনমূলক আলোচনার জন্য অশেষ ধন্যবাদ ।
ছাইরাছ হেলাল
আমরা বিধাতার কাছে তাঁর করুণা ভিক্ষা করি, শুধুই।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আসলে আমাদের কাছে আর কোনো বিকল্প পথও এখন খোলা নেই। ধন্যবাদ ।
সুপর্ণা ফাল্গুনী
বিধাতার কাছে প্রার্থনা করি এই দুর্দশা থেকে রক্ষা করুক তাড়াতাড়ি। আবার সবাই আনন্দে আত্মহারা হই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সবার খুবই ম্ন খারাপ। এই অবস্থা থেকে অতি দ্রুত মুক্তি চাই সবাই। শুভ কামনা রইলো।
নীরা সাদীয়া
সমাজের যত অসঙ্গতি তা তুলে ধরেছেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য । ভালো থাকবেন। ধন্যবাদ ।
তৌহিদ
এই সুন্দর পৃথিবীতে যে ক’টা দিন বাঁচবো আগামী প্রজন্মের জন্য শান্তিময় বাসযোগ্য একটি পৃথিবী গড়ার কাজে নিয়োজিত থাকতে চাই।
ভালো লিখেছেন ভাইয়া।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবশ্যই বাসযোগ্য একটা পৃথিবী উপহার দেয়া আমাদের দায়িত্ব আর কর্তব্য । আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ অশেষ ।
ফয়জুল মহী
অসাধারণ উপস্থাপন । চমৎকার ভাবনার প্রকাশ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ ভাই , ভালো থাকবেন। শুভ কামনা ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবশ্যই বাসযোগ্য একটা পৃথিবী উপহার দেয়া আমাদের দায়িত্ব আর কর্তব্য । আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ অশেষ ।