
হে নদী- তোমার আঁজলা ভরা জল-ঢেউ আমায় দাও,
আমার মন-বৈঠা যেন ভাসতে পারে সেই লহরীতে।
হে আকাশ- তোমার বিশালতা আমায় দাও,
আমার অন্তরিন্দ্রিয়ের ব্যাসার্ধ যেন ছুঁয়ে যায় তোমাতে ।
হে বৃষ্টি- তোমার বিশুদ্ধ-শীতলতা আমায় দাও,
আমার অগ্নিশোধিত চিত্ত যেন জুড়ায় হিমেল পরশে।
হে উত্তাল সাগর- তোমার গভীরতা আমায় দাও,
আমার অন্তঃকরণের গভীরতা যেন বিলীন হয় তোমাতে।
হে পবন- তোমার দূরন্তপনা, চঞ্চলতা, ব্যাকুলতা আমায় দাও,
তোমার মতো দূরন্ত, চঞ্চল হয়ে ছুটে বেড়াবো দিগন্ত থেকে দিগন্তে।
হে নির্ঝরা- তোমার অদম্যতা, দুঃসাহস আমায় দাও,
দূর্বার আকর্ষণে পতিত হতে পারি যেন মৃত্তিকার আলিঙ্গনে।
হে আদিত্য- তোমার শক্তি, উষ্ণতা আমায় দাও,
মনের ক্ষয়িষ্ণুতা, ব্যথাকে যেন রূপান্তর করতে পারি শক্তিতে।
হে বৃক্ষ- তোমার ধীরতা,স্থণুবৎ আমায় দাও,
শত কষ্ট, ঝড়-ঝঞ্ঝাটেও যেন নিশ্চল থাকতে পারি জীবনে।
হে অগ্নি- তোমার আলোক, তাপ, অগ্নিকুন্ডলী আমায় দাও,
হৃদয়ের সমস্ত জঞ্জাল,ব্যাধি, ঘৃণার্হ ছাইভস্ম করে দিতে।
২৪টি মন্তব্য
সুরাইয়া পারভীন
ওয়াও দারুণ লিখেছেন দিদি।
আপনার সকল আশা পূর্ণ হোক
প্রকৃতির মতো হয়ে উঠুন শুদ্ধ নির্মল সতেজ প্রাণবন্ত
আমিই প্রথম😏
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রথম হবার জন্য। 🌹🌹💓💓 সুন্দর মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকুন সুস্থ থাকুন
তৌহিদ
কত ইচ্ছে আমাদের! সব আহা শব্দের মাঝেই সীমাবদ্ধ। পূর্ণতা প্রাপ্তি আর কোনদিনই হয়না।
দারুণ লিখেছেন দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সত্যিই ইচ্ছা গুলোর কিছুটা পূরণ হলেও কত ভালো হতো! ভালো থাকুন সুস্থ থাকুন
ফয়জুল মহী
মনোযোগ দিয়ে পড়লাম। অনেক ভাল লাগলো
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
সঞ্জয় মালাকার
আমি হবো প্রকৃতি
হে পবন- তোমার দূরন্তপনা, চঞ্চলতা, ব্যাকুলতা আমায় দাও,
তোমার মতো দূরন্ত, চঞ্চল হয়ে ছুটে বেড়াবো দিগন্ত থেকে দিগন্তে।
হে নির্ঝরা
অসাধারণ শব্দশৈলী লেখা পড়ে ভালো লাগলো খুব।
ভালো থাকবেন সবসময় শুভ কামনা দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। দাদা ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো। শুভ সকাল
শামীম চৌধুরী
দিদি ভাই আমি হবো প্রকৃতির মতন এটাতো আমার মনের কথা। শিরোনামটি দেখেই পড়া শুরু করলাম। এক কথায় অসাধারন। শুভেচ্ছা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই খুব ভালো লাগলো আপনার মন্তব্য খানি। আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন সবসময় এমন হাসিখুশি মনে। শুভ সকাল
ছাইরাছ হেলাল
অগ্নিশোধিত চিত্ত নেভাতে শিলা বৃষ্টি আবশ্যক।
কিছু তো বাকী থাকলো না আমাদের জন্য, সবই তো নেয়ার তাল করতেছেন!
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣 ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন, ঘরেই থাকুন। শুভ সকাল
ইসিয়াক
ইচ্ছেগুলো তো বেশ।
ভালো লাগলো দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া ভালো লাগলো। অহর্নিশি শুভ কামনা ও শুভেচ্ছা রইল
হালিম নজরুল
আমার অন্তঃকরণের গভীরতা যেন বিলীন হয় তোমাতে।
———–চমৎকার কথা
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো লাগলো মন্তব্য। ভালো থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
প্রকৃতিকে নিয়ে এত সুন্দর কবিতা।
যা কবির প্রাপ্তি ও পূর্ণতা দুইই এনে দেয়।
ভালোলাগলো দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা রইলো। ভালো লাগার জন্য খুব খুশী হলাম। শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
প্রার্থনা করি দিদি যাতে
সব চাওয়া যাতে পূর্ণ হয়।
ভালো হলো। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। দাদা আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসা পেয়েছি তাতেই ধন্য হলাম। ভালো থাকুন সুস্থ থাকুন
আরজু মুক্তা
প্রকৃতি আবার সজীব হোক।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু 💓🌹। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইলো আজকের জন্য
পার্থ সারথি পোদ্দার
প্রকৃতির কাছে আপনার এই উদাত্ত আহবান সত্যিই অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন।খুবই ভাল লাগল,দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা। মন্তব্য খুব ভালো লাগলো। শুভ কামনা রইলো। শুভ সকাল