(3  আমি তোমার সুন্দর মুখখানিকে ভালবাসি না
ভালবাসি না সুন্দর ওই চোখ দুটোকেও,
ঘনকালো চুল কিংবা ওই মিষ্টি হাসিকেও নয়।
আমি তোমায় ভালবাসি।

তোমার ওই মিষ্টি মুখখানা যখন
বয়সের ছাপে কুচকে যাবে।
হরিণী চোখদুটো ঝাপসা দেখবে,
সাদা চুলগুলো আচড়াতে আচড়াতে যখন
তুমি আমার দিকে চেয়ে ফোকলা হাসি দিবে
আমি তখনও তোমায় ভালবাসবো…।

আমার দেহে থাকবেনা কোন শক্তি,
দুর্বল বাহুগুলো দিয়ে তবুও আগলে রাখবো।
নির্জনে সবার আড়ালে আদর করবো,
ভালবাসবো তোমায়।  (3

-সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন)

————————-
(এক বছর পূর্বে, কোন এক সময় লেখা)
–সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন)
————————–

৬৬৭জন ৬৬৭জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ