(3 আমি তোমার সুন্দর মুখখানিকে ভালবাসি না
ভালবাসি না সুন্দর ওই চোখ দুটোকেও,
ঘনকালো চুল কিংবা ওই মিষ্টি হাসিকেও নয়।
আমি তোমায় ভালবাসি।
তোমার ওই মিষ্টি মুখখানা যখন
বয়সের ছাপে কুচকে যাবে।
হরিণী চোখদুটো ঝাপসা দেখবে,
সাদা চুলগুলো আচড়াতে আচড়াতে যখন
তুমি আমার দিকে চেয়ে ফোকলা হাসি দিবে
আমি তখনও তোমায় ভালবাসবো…।
আমার দেহে থাকবেনা কোন শক্তি,
দুর্বল বাহুগুলো দিয়ে তবুও আগলে রাখবো।
নির্জনে সবার আড়ালে আদর করবো,
ভালবাসবো তোমায়। (3
-সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন)
————————-
(এক বছর পূর্বে, কোন এক সময় লেখা)
–সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন)
————————–
১৭টি মন্তব্য
মর্তুজা হাসান সৈকত
বাহ ! একেবারে নির্ভেজাল আবেগেরই বহিঃপ্রকাশ ঘটেছে কবিতায় ।
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন)
ধন্যবাদ ভাইয়া… 🙂
জিসান শা ইকরাম
যাকে নিয়ে এমন কবিতা লেখা হবে
তাঁর অনেক ভাগ্য
এমন অকৃত্রিম ভালোবাসা কোথায় পাবে ?
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন)
ভাই, দুঃখ স্মৃতি মনে করিয়ে দিলেন….. 🙁
ধন্যবাদ… কবিতাটি পড়ার জন্য… 🙂
আদিব আদ্নান
ভালোবাসার স্বচ্ছ অনুভুতির বহিঃপ্রকাশ দেখে আনন্দিত ।
পুরোন হলেও আমাদের পড়ে আনন্দ নিতে কোন সমস্যা নেই ।
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন)
আজকাল স্বচ্ছ ভালবাসা পাওয়াই যায় না।.. সবখানেই ভেজাল।….. 😛
ধন্যবাদ… ভাইয়া… 🙂
মিসু
ভালোবাসা নিয়ে লেখা কবিতা ভালো লেগেছে খুব ।
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন)
পাঠকের ভালাগা = লেখকের সার্থকতা!!!
ধন্যবাদ…. কবিতা পাঠের জন্য.. 🙂
"বাইরনিক শুভ্র"
পুরপুরি “Platonic Love” !! কবিদের কিন্তু এত Platonic হলে চলে না। 😀
এই মেঘ এই রোদ্দুর
সুন্দর
শিশির কনা
খুব সুন্দর লিখেছেন । (y)
প্রজন্ম ৭১
(y) (y)
ছাইরাছ হেলাল
মিষ্টি মিষ্টি ভালোবাসার কবিতা পড়ে আনন্দিত হলাম ।
বনলতা সেন
ভালোবাসা বেঁচে থাকুক অনন্তকাল ।
হতভাগ্য কবি
পবিত্র ও দুর্লভ ভালবাসা অনুভব করলাম। সুখে থাকুন কবি
ব্লগার সজীব
ওরে ভালোবাসা রে , এমন ভালোবাসায় মেয়েরা পাগল হয়ে যাবে ।
খসড়া
ভালবাসা ভাল লাগা 🙂