
বদলে গেছি আমি,
খুব বদলে গেছি অনিকেত!
তোমার সংস্পর্শে এসে,
তোমার সান্নিধ্য পেয়ে,
আমূল বদল এসেছে-
আমার উড়নচণ্ডী স্বভাবে।
একটা চার দেয়ালের বদ্ধ ঘরে-
বন্দী করে নিয়েছি নিজেকে।
ঘরটা বেশ অন্ধকার করে রাখি সারাদিন,
জানালা বন্ধ থাকলেও আলো আসতে পারে!
তাই পর্দা একটার পিঠে আরেকটা এমন ভাবে আটকে রেখেছি যাতে আলো না আসে।
আমি আর বারান্দায় দাঁড়াই না আকাশ দেখতে,
ছাদে যাই না চাঁদের স্নিগ্ধ রূপোলী আলোয় ভিজতে!
আমি আর কল্প-কথার গল্প সাজাই না আপন মনে!
কবিতা পড়ি না তৃষিত হৃদয়ের তৃষ্ণা মেটাতে,
আবৃত্তি করি না আর প্রিয় কোনো কবির কবিতা!
আমি আর শুনিনা শ্রীকান্ত আচার্যের গাওয়া প্রিয় গান
‘আমি খোলা জানালা, তুমি ঐ দখিনা বাতাস’
শুভমিতার গানের তালে তাল মিলিয়ে গান গাই না
‘স্বরলিপি নেই কোনো কান্নার’
বিশুদ্ধ বাতাসের খোঁজে ছোটাছুটি করি না বন-বাদারে!
আমি আর বাইরে বের হই না প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে,
কফির নেশা উঠলে ছুটে যাই না কফিশপে!
আড্ডা দেই না কারো সাথে,
সাংগঠনিক মিটিং এ অংশগ্ৰহণ করি না।
শোক বাড়ি, বিয়ে বাড়ি কিংবা অন্য যেকোনো অনুষ্ঠান
থেকে নিজেকে গুটিয়ে রাখি।
এখন আমি কাঁদি না, হাসি না
কথা বলি না কারো সাথে।
অল্প সময়ে এতো বেশি কথা হয়েছে তোমার সাথে-
যে আর কোনো কথায় অবশিষ্ট নেই আমার জীবনে!
বদলে গেছি আমি,
খুব বদলে গেছি অনিকেত!
তোমার ক্ষণিক আগমনে,
চিরস্থায়ী বদলে দিয়েছে,
চঞ্চল প্রাণবন্ত দুরন্ত আমি’কে!
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
গভীর কষ্টে , আঘাতে মানুষ অনেক সময় নিজেকে এভাবেই গুটিয়ে নেয়। তবে বেরিয়ে আসুন বাইরে , নিজেকে মেলে দিন। সবার সাথে মিশুন । শুভ সকাল
সুরাইয়া পারভীন
হুম ভালো বলেছেন দিদি
অনেক অনেক ধন্যবাদ জানবেন
ছাইরাছ হেলাল
অনিকেত/অনির্বানেরা বেশ জাঁকিয়ে ওম দিয়ে যাচ্ছে বদ্ধ কুঠিরিতে।
বর্ণনা কিন্তু ফাইন হচ্ছে।
কফি-কুফি খাওয়া ভালু না।
সুরাইয়া পারভীন
ঐ একটু আধটু কফি না খেলে মাথা ঠিক থাকে না। কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকুন সবসময়
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বদলে যাওয়ার দারুণ অনুভূতির প্রকাশ — বদলে গেছি আমি,
খুব বদলে গেছি অনিকেত!
তোমার ক্ষণিক আগমনে,
চিরস্থায়ী বদলে দিয়েছে,
চঞ্চল প্রাণবন্ত দুরন্ত আমি’কে!
— শুভেচ্ছা।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপানার প্রতিও শুভেচ্ছা রইলো।
ফয়জুল মহী
সাবলীল সুন্দর উপস্থাপন । ভালো থাকুন।
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ।
ভালো থাকুন
সঞ্জয় মালাকার
বদলে যাওয়ার সুন্দর অনুভূতির প্রকাশ দিদি,
বদলে গেছি আমি,
খুব বদলে গেছি অনিকেত!
তোমার সংস্পর্শে এসে,
তোমার সান্নিধ্য পেয়ে,
আমূল বদল এসেছে-
আমার উড়নচণ্ডী স্বভাবে।
ভালো থাকবেন দিদি শুভকামনা।
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন
তৌহিদ
ভালোবাসলেও পরিস্থিতি অনেকসময় নিজেকে বদলাতে বাধ্য করে। আমার আমিকে আর খুঁজে পাওয়া যায়না।
ভালো লিখেছেন আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মাহবুবুল আলম
এতো এতো বদলে যাওয়া ঠিক নয়।
একান্ত সান্নিধ্যে বসে চাঁদ দেখার আয়োজন করুন
দেখবেন সব ঠিক হয়ে গেছে!!
শুভেচ্ছা রইলো!
সুরাইয়া পারভীন
দারুণ বলেছেন কিন্তু
আন্তরিক ধন্যবাদ জানবেন।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুরাইয়া নার্গিস
বাহ্! চমৎকার লিখছেন আপু।
অনেকদিন পর আপনার লেখা পড়লাম ভালো লাগলো।
ভালো থাকবেন আপু।
সুরাইয়া পারভীন
ভীষণ ব্যস্ততায় কাটছে দিনাতিপাত
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সাজেদুল হক
বাহ্ অপূর্ব।
কান্নার কোনো স্বরলিপি নেই ….
অসাধারণ অনুভূতি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
বদলালেই প্রকৃত রূপ বোঝা যায়
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
খাদিজাতুল কুবরা
কখনও কখনও বদলে যেতে হয় সময়ের দাবীতে।
আপনার লেখনশৈলি খুব সুন্দর আপু ।
আমার খুব ভালো লেগেছে।