
নারী
আমি নারী।
আমি কারুর মেয়ে, কারুর বোন,
কারুর স্ত্রী, কারুর মা।
এক অঙ্গে আমি কত রুপ ধারণ করি।
আমি বহুরুপী!
আদতে আমি নারী।
আমি কষ্ট লুকিয়ে হাসি।
আমায় যে নিয়ত শোষণ করে,
আমি তাকেও ভালোবাসি।
দিনাতিপাতে দেখভাল,
রোগশয্যায় শশ্রূষা আমিই করি।
আমি নারী।
বাবা,ভাই,স্বামী এবং ছেলে আমার
অলিখিত অভিভাবক।
পালাক্রমে কেবল হয় হাতবদল।
আমি প্রত্যেকেরই আনুগত্য করি।
আমি নারী।
প্রগতি, নারীমুক্তি
এজাতীয় কলামগুলো আমি রোজ পড়ি,
পড়ি আর হাসি।
আমি তোমাদের তরে চির ভাস্বর।
যেমন রবি শশী।
আমি নারী।
আমার মুক্তি কার কাছে চাইবো?
এ কেমন পরিহাস!
ভুলে গেলে চলবে?
আমারই জঠরে তোমাদের আদিনিবাস।
তোমাদের প্রথম আহার,
আমার বুকের শালদুগ্ধরস
আমি নারী।
আমি গড়ার কারিগর,
প্রতিটি পরিবার আমি স্বমহিমায় গড়ি।
আমার হাতেই প্রজন্মের হাতেখড়ি।
পরিবার থেকে সমাজ….,
সমাজ থেকে দেশ….।
অর্ধেক তরান্বিত আমিও করি।
আমি নারী।
কালের বিবর্তন….
আমার অবদানের ক্ষেত্রকে করেছে
কেবল সম্প্রসারণ।
কস্মিনকালেও ছিলামনা আমি
অবলা নারী।
আমি নারী।
আমি হাত গুটিয়ে নিলে
পাতাঝরা বৃক্ষে রুপ নেবে ধরিত্রী।
নারীজন্মে আমি গর্ববোধ করি।
আমি নারী।
১২টি মন্তব্য
বন্যা লিপি
যতভাগে ভাগ করো হৃদয় কিন্তু একটাই……পুরোনো কথা যতভাবেই শব্দের নতুনত্বে প্রচার করা হোক না কেন! নারীর পরিচয় এবং তার প্রাসঙ্গিক অনিয়মের প্রাবল্য ঘুচবার নয়…..আমি হাত গুটিয়ে নিলে
পাতাঝরা বৃক্ষে রুপ নেবে ধরিত্রী।
নারীজন্মে আমি গর্ববোধ করি।” এই বাক্য যদি সকলে বুঝতো, অবস্থা বদলে যেতে পারত।
খুব ভালো লেখা।
খাদিজাতুল কুবরা
আপু একদম কাঁচা হাতের লেখা। আপনার ভালো লেগেছে জেনে আপ্লূত হলাম। তবে আমি সারমর্মটা বুকে ধারণ করি। হয়তো সব মেয়েরাই করে। একদিন সুদিন ফিরে আসবে…..
ভালোবাসা এবং শ্রদ্ধা জানবেন প্রিয় আপু
সুপর্ণা ফাল্গুনী
নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে সেটা কাগজে কলমেই। নারী অবলা নয়, দুর্বল নয় তবুও তাকে দাসত্ব নিতে হয় প্রথমে বাবা, পরে স্বামী তার ও পরে সন্তানের কাছে। এই চিরন্তন সার্কেলেই ঘুরছে নারীর সবকিছু। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা
খাদিজাতুল কুবরা
একদম তাই দিদি ভাই। সবার হাতে খড়ি নারীর হাতে। অথচ তারাই ছড়ি ঘোরায়, অদ্ভুত!
কি আর করা।
পরিস্থিতিই এমন।
অনেক ধন্যবাদ দিদি ভাই ভালো থাকুন।
তৌহিদ
এ জগতে একজন নারীই হয়েছেন সর্বেসর্বা। সৃষ্টির আদি থেকে শেষতক নারীদের জন্যই একজন পুরুষ জন্ম নেবে। নারী ছাড়া অসম্পূর্ণ এই ধরাধাম। সম্মান তার অবশ্যই প্রাপ্য।
শুভকামনা আপু।
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ ভাইয়া। আপনার মন্তব্য খুব ভালো লাগলো, অন্তত কেউতো আছে সঠিকভাবে নারীর মর্যাদা দিতে প্রস্তুত।
ভালো থাকবেন শুভকামনা রইল
ছন্দা দাম
কি অসাধারণ লিখলে বোন।।আমি ভাষা খুঁজে পাচ্ছি না বলার।। কুর্নিশ তোমায় কবি🙏🙏🙏🙏🙏🙏🙏
খাদিজাতুল কুবরা
দিদি ভাই আপনার মন্তব্য আমার জন্য আশীর্বাদ।
ভালোবাসা এবং শ্রদ্ধা জানবেন।
আরজু মুক্তা
নারী হয়েই ভালো লাগে। কারণ আমার মধ্য দিয়ে জন্ম সবার।
খাদিজাতুল কুবরা
একদম ঠিক বলেছেন।
ভালোবাসা এবং শ্রদ্ধা জানবেন আপু।
জিসান শা ইকরাম
নারীরা এমনই,
প্রগতি, নারীমুক্তি এসব আসলে বক্তৃতা বিবৃতিতে আছে, বাস্তবে নেই।
নারীরা হাত গুটিয়ে নিলে পৃথিবী রুক্ষ হয়ে যাবে, হাত গুটিয়ে নিতে পারে না সে নারী বলে।
অনেক ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
ভাইয়া আপনার ভালো লেগেছে এ আমার অনন্য প্রাপ্তি।
এটা গতবছর নারী দিবসে লিখেছিলাম।
অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন শুভকামনা সবসময়।