ছোট এক পথশিশু। ঘর নেই, খাবার নেই, দিন চলে যার ক্ষুধার সাথে লড়াই করে, প্রকৃতির সাথে – নিয়তীর সাথে যুদ্ধ করে। তারও যে অনেক স্বপ্ন থাকে জেনেছি কি কখনও? তেমনই এক পথশিশুর স্বপ্নের কথা শুনাবো আজ।
শিরোণামঃ আমি তোমাদেরই এক ভাই
আমি তোমাদেরই এক ভাই;
আমারও আছে একমুঠো স্বপ্ন-
রঙিন ফ্রেম বাঁধা; অথচ দুরন্ত-
ভঙ্গুর অথবা নির্লিপ্ত।
এই স্বপ্নই আমায় বাঁচতে শেখায়-
পাখির মতো গাইতে শেখায়’
উড়তে শেখায় ডানা মেলে দূর-দিগন্ত।
এমন একটা স্বপ্ন-
যে স্বপ্নখানি দেখতে আমি চাই;
কারণ, আমিতো তোমাদেরই এক ভাই।
জীর্ণ-শীর্ণ, অতি ক্ষীণকায়।
আমার স্বপ্নে মানুষ আছে,
আছো তুমি,তোমরা অথবা আছি আমরা সকলে;
আমার স্বপ্নে নিপীড়িতের কথা আছে-
বেঁচে থাকার আশা আছে;
দুমুঠো অন্ন আছে,আছে ছোট্ট এক কুঁড়েঘর-
যে ঘরে মিশে আছে সুখ অনন্ত।
এমন একটা স্বপ্ন-
যে স্বপ্নখানি দেখতে আমি চাই;
কারণ, আমিতো তোমাদেরই এক ভাই।
নিঃস্ব এক পথের শিশু, স্বপ্ন অতিকায়।
১৬টি মন্তব্য
লীলাবতী
সুন্দর । আপনি গান লিখেন নাকি ভাইয়া ? এটি জেমস এর কন্ঠে অসাধারণ লাগবে । পথশিশুদের আর নয় অবহেলা। -{@
নীলকন্ঠ জয়
না আপু গান লেখা- কবিতা লেখা আমার কাজ নয় মনে হয়।যা মনে হয় তাই লিখি। জেমস আমার অনেক প্রিয়। তার কন্ঠে গান হয়ে আসলেতো ধন্য হতাম।
দরিদ্র মানুষের সাথে এবং পথশিশুদের সাথে কাজ করছি কয়েকটি বছর ধরে। অবহেলিতদের হয়ে তাই এই লেখা।
শুভেচ্ছা।
রাহুল উজ্জ্বল
এরা যে বয়সে কিছু পাওয়ার কথা। কিন্তু সে বয়স থেকে হারাতে থাকে।
নীলকন্ঠ জয়
ঠিক বলেছেন রাতুল ভাই।
শুভেচ্ছা।
বনলতা সেন
শিশুরা আমাদের ভবিষ্যত বলতে শুনি অহরহ কিন্তু পথশিশুরা কী ?
নীলকন্ঠ জয়
পথশিশুরা ভাগ্য বিড়ম্বিত অসহত্বের প্রতিক বনলতা দি। 🙁
রকিব লিখন
আমি তোমাদেরই এক ভাই;
আমারও আছে একমুঠো স্বপ্ন-
রঙিন ফ্রেম বাঁধা; অথচ দুরন্ত-
ভঙ্গুর অথবা নির্লিপ্ত।
———- এ যেন অবহেলিত মানুষের মনের দর্পণ।। (y)
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ রকিব ভাই।
শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
অনেক অনেক ভালো লেগেছে পোস্ট টি ।
আমরা নিজেদের উপরের মানুষ ভেবে পথ শিশুদের অবজ্ঞা , অবহেলা করি
যা কোন ক্রমেই উচিৎ নয় ।
নীল কন্ঠ পথ শিশুদের নিয়ে কাজ করছে জেনে গর্বিত হলাম
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নীল কন্ঠকে ।
কাজের ধরন , পরিধি , অগ্রগতি নিয়ে ধারাবাহিক একটা লেখা লিখলে , অন্য ব্লগারগন উদ্বুদ্ধ হতেন এ বিষয়ে।
শুভ কামনা ।
নীলকন্ঠ জয়
ভালো বলেছেন। ব্লগে প্রকাশ করলে আবার কেউ বিজ্ঞাপন মনে করে কিনা সেই ভয়ে কোথাও লিখি না।
তবে এ বছর জানুয়ারীর শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে বিডি ব্লগ Ruins of Poverty’র পাশে দাঁড়িয়েছিলো ।
আশা করছি সোনেলাও আমাদের সাথে থাকবে। অনুমতি পেলে গ্রুপ সম্পর্কে একটা ধারাবাহিক পোষ্ট দিবো।
ভালো লাগলো সকলের মতামত পেয়ে। শুভেচ্ছা জিসান ভাইকে।
আদিব আদ্নান
আপনি কাজ করছেন এদের নিয়ে জেনে ভালো লাগল ।
হয়ত আমি বা আমরা সাহায্য করব বা করব না , সেটি কথা নয় ।
আপনি এখানে বলতে পারেন ।
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ আদিব ভাই। এখনতো আশা করছি সবাইকেই পাবো।
শুভেচ্ছা।
খসড়া
😀
নীলকন্ঠ জয়
হাসির মর্মার্থ বুঝিনি খসড়া সাহেব। 🙁
খসড়া
এটা স্যাডের ইমো হবার কথা ছিল কিন্তু পথশিশুদের ভাগ্যের নির্মম পরিহাসের মতই বিগস্মাইল হয়েছে। আমরা পথশিশুদের নিয়ে যেমন তুচ্ছতাচ্ছিল্য করি আমার ইমো তাই হয়েছে।ধন্যবাদ।
নীলকন্ঠ জয়
হুম বুঝলাম । ধন্যবাদ আপনাকে।