
তুমি প্রেম ছুঁয়ে দেখো নি বলে
আমি কি তোমায় ছুঁতে পারি না?
দুচোখ ভরে দেখব বলে,
তোমার দিকে নির্নিমেষে কি চেয়ে থাকতে পারি না?
তোমার চুলে যখন রাঙামাটির ফুল গুঁজে থাকে তখন ভীষণ ঈর্ষা হয় তোমার প্রতি।
নদী যখন তোমায় ডাকে আমি তখন তোমায় মধুমাধবী রাগে থামিয়ে রাখি!
তা কি তুমি জানো?
আজ বৈশাখের প্রথম প্রহরে পৃথিবীর সমস্ত মাধুর্যতা যখন তোমার আঁখিনীড়ে!
আর গাছের শাখে শাখে নতুন পাতা।
এ যেন মনে হয় প্রকৃতি তোমায় নিজ হাতে সাজিয়ে রেখেছে।
তোমায় দুচোখ ভরে দেখব বলে।
বলো,
তোমায় কি ছুঁতে পারি না?
আমিও তো এক ক্লান্ত প্রেমিক!
চাইলে তো পারো ক্লান্ততা মুছে খুব কাছে টেনে নিতে!
…
ছবিঃ সংগৃহীত।
১৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
কাউকে ভালোবাসা যায় যখন-তখন। চাইলেই কাউকে নিয়ে লেখা যায় কবিতা, গান। হওয়া যায় তার প্রেমে পাগল প্রেমিক। এসব করতে প্রেমিক/গায়ক/কবির কোন অনুমতি লাগে না। কিন্তু যদি আরাধ্যের পাশে গিয়ে বসার সাধ জাগে, যদি তার খোঁপার ফুল ঠিক করে দেয়ার ইচ্ছে হয়, যদি তাকে ছুঁয়ে দেখতেই হয় তবে সেই ❝তোমাকে❞ র অনুমতি লাগবেই, মাস্ট।
অনেকদিন পর সুন্দর একটা কবিতা নিয়ে এসেছো। আরও লিখো। শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
আপনি পড়েছেন এতে আমার আনন্দ।
ভালো থাকবেন, দিদি।
বন্যা লিপি
ভালো লিখেছো দাদাভাই। রোমান্টিক আকুতি।
প্রদীপ চক্রবর্তী
ধন্য হলাম।
সাধুবাদ, দিদি।
রোকসানা খন্দকার রুকু
অদৃশ্য সব ছোঁয়াছুয়ি চলতে পারে। যে প্রেমিক অনুভূতি বা প্রেম না ছুয়েু চলে যায, তাকেই আমরা সারাজীবন মনে লালন করি। অতৃপ্ত মন তাকে লালন করেই কাটায় অনন্তকাল 🌹
প্রদীপ চক্রবর্তী
যথার্থ বলেছেন।
সাধুবাদ জানাই আপনাকে।
অনেক অনেক ভালো থাকবেন।
মনির হোসেন মমি
প্রেমের গভীরতায় বিরহের মাঝে সাধ জাগে ছুঁয়ে দেখার কাছে যাওয়ার কথা বলার-অনুমতিতো নিতেই হবে।
খুব সুন্দর কবিতা।
প্রদীপ চক্রবর্তী
একদম, দাদা।
সবসময় ভালো থাকবেন।
অফুরন্ত শুভেচ্ছা রইলো।
হালিমা আক্তার
আহ্, কি আকুতি। সবাই এতো সুন্দর করে লিখে। আবাক হয়ে পড়ি। চাইলেই কি যায় ছোঁয়া। শুভ কামনা রইলো।
প্রদীপ চক্রবর্তী
বেশ!
অনেক ভালোলাগা রেখে গেলাম আপনার মন্তব্যে।
ভালো থাকবেন।
সৌবর্ণ বাঁধন
অনেক সুন্দর লেগেছে। প্রেমের অকৃত্তিম অভিমান শব্দের নদী থেকে উপচে পড়েছে বারান্দায়!
প্রদীপ চক্রবর্তী
সৌন্দর্যতা চারদিকে ছড়িয়ে পড়ুক।
কবিতা থাকুক প্রেম।
ভালো থাকবেন সবসময়।
সঞ্জয় মালাকার
দাদা অনেক দিন পর আপনার লেখা পড়লাম,
ভালো লাগলো খুব,
ভালো থাকবেন সব সময় শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
আপনার ভালো লাগা আমার আগামীর অনুপ্রেরণা!
ধন্যবাদ, দাদা।
রিতু জাহান
আসলেই কি ইচ্ছা করলেই কাছে টেনে নেয়া যায়!
যায় না।
সব ভালবাসা পূর্ণতা পায় না,, তাই তো বিরহজুড়ে শব্দ খেলে সাদা কাগজবুকে,,
ভালো থাকবেন,,, ভালো লিখেছেন।
প্রদীপ চক্রবর্তী
বেশ সুন্দর বলেছেন।
সাধুবাদ আপনাকে।
তবুও ভালোবাসা চারদিকে ছড়িয়ে পড়ুক।
যেমন সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়ে।
আপনিও অনেক ভালো থাকবেন।।