আমরা স্বাভাবিক হতে শুরু করেছি।এটা কোন অর্থে-উপায় নেই চলতে হবে তাই চলছি। এভাবেই আমাদের কতদিন চলতে হবে জানা নেই। প্রিয় মানুষদের মৃত্যুর খবরে, প্রিয় মানুষদের ছেড়ে এড়িয়ে বহুদিন চলতে হবে।
করোনা ভাইরাস এর শুরুতে আমাদের বাসাবাড়িতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলো যাদের সহচর না বলে কাজের মানুষ বলি তাদের কাজে না আসার জন্য বললেও সেটা আসলে কতদিন।তারা ছাড়া যেহেতু আমাদের চলেনা তাই আমরা তাদের ফেরাতে শুরু করেছি।আমাদের চেয়ে তারাই বেশি কাজ করে। বাড়ির ছোট বাচচা থেকে বৃদ্ধরা সবাই আমরা তাদের উপর নির্ভরশীল।সকাল বেলার চা থেকে শুরু করে বাজার রান্না ঘরদোর পরিষ্কার সবই তারাই করে থাকে॥
আমরা সেই মানুষটির খেয়াল করছিকিনা?সে কি খাচ্ছে বা তার কিকি খাওয়ানো দরকার,সেনিটাইজ কিনা,বাইরে গেলে মাস্ক ব্যবহাব করছে কিনা ইত্যাদি।শুধু নিজেরা নিজেদের সকল প্রটেকশন নিয়ে ভাবছি আমার প্রিপারেশন তো ভালো।
হঠাৎ করে যে কেউ আমরা যে কোন ভাবেই আক্রান্তহলে অবাক কেমনে হইল?আসলেই আমরা যে কোন সময় যে কোন ভাবেই আক্রান্ত হতে পারি।তাই নিজেদের পাশাপাশি কাজের মানুষদেরও খেয়াল রাখতে হবে॥বাইরে থেকে এলে স্যানিটাইজ করাতে হবে ও মাস্ক পড়া শেখাতে হবে॥যেহেতু সামর্থ্যের ব্যাপার তাই তাদের গিফট হিসেবে দিয়ে ব্যাবহারের নিয়মও শিখিয়ে দিতে হবে॥এবং ভয়াবহতা বোঝাতে হবে। খাবারগুলো তাদেরও ভালো দিতে হবে।
মজার ব্যাপার হলো খেটে খাওয়া মানুষের সব সিস্টেমই ভালো বলা যায় আল্লাহর রহমত। তাই কোন কারনে তারা জীবানু বহন করে ভালো থাকবেন আর আমরা চর্বিযুক্ত গাদলুগুদলুরা ফটাস।সো এটাও একটা প্রটেকশন।
তাই আমাদের মেয়েদেরই এই দিকটায় ভালো নজর দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক।সবাই ভালো থাকবেন।আমিন।
হ্যাঁ আর এভাবে আমাদের ঘরবন্ধী থাকতে আর ভালো লাগছে।
আমাদের প্রয়োজনের তাগিদে বের হতেই হচ্ছে।
তবে সর্তকতা অবলম্বন করে চলতে হবে।
.
সোনেলায় আপনাকে স্বাগতম।
ভালো থাকুন অনেক।
সোনেলায় আপনাকে স্বাগত জানাচ্ছি আপু। আসলে আমাদের মানবিক দিকগুলিকে জাগ্রত করতে হবে। নিজেদের পরিবারের পাশাপাশি আমাদের যারা সাহায্য করে তাদের দিকেও খেয়াল রাখতে হবে। মানুষ হিসেবে মানুষকে ভালোবাসাই পরম ধর্ম। কে জানে মৃত্যুর মিছিলে আমার নিজের নাম কবে আসবে।
সময়োপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ লেখা। সকলের এ বিষয়গুলো লক্ষ্য করা এবং সে মতে ব্যবস্থা নেয়া উচিৎ। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন —- “হঠাৎ করে যে কেউ আমরা যে কোন ভাবেই আক্রান্তহলে অবাক কেমনে হইল?আসলেই আমরা যে কোন সময় যে কোন ভাবেই আক্রান্ত হতে পারি।তাই নিজেদের পাশাপাশি কাজের মানুষদেরও খেয়াল রাখতে হবে॥বাইরে থেকে এলে স্যানিটাইজ করাতে হবে ও মাস্ক পড়া শেখাতে হবে॥যেহেতু সামর্থ্যের ব্যাপার তাই তাদের গিফট হিসেবে দিয়ে ব্যাবহারের নিয়মও শিখিয়ে দিতে হবে॥এবং ভয়াবহতা বোঝাতে হবে। খাবারগুলো তাদেরও ভালো দিতে হবে”।
ভালো থাকবেন, ধন্যবাদ।
সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে, এই উঠোন হলো আপনাদের মতো নবীনদের জন্য উতকৃষ্ট মাধ্যম, নিজের খুশি মতো এই উঠোনে নেচে গেয়ে আনন্দে থাকুন সবসময়।
আপনার একান্ত অনুভূতি সত্যি আমাকে আজ নাড়িয়ে দিয়েছে, সত্যিই তাই আমাদের উচিত তাদেরকে আরও বেশি বেশি কেয়ার করা, তাহলেই সম্ভব হবে “মানুষের তরে মানুষ” কথাটি উতকৃষ্টতা।
ধন্যবাদ অসাধারণ লেখাটির জন্য।
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সোনেলায় আপনাকে স্বাগতম আপু। ভালো একটি বিষয় তুলে ধরেছেন। এরজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো। আমাদের সাথেই থাকুন
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ আপু। আমার জন্য দোয়া করবেন।
প্রদীপ চক্রবর্তী
হ্যাঁ আর এভাবে আমাদের ঘরবন্ধী থাকতে আর ভালো লাগছে।
আমাদের প্রয়োজনের তাগিদে বের হতেই হচ্ছে।
তবে সর্তকতা অবলম্বন করে চলতে হবে।
.
সোনেলায় আপনাকে স্বাগতম।
ভালো থাকুন অনেক।
প্রদীপ চক্রবর্তী
হ্যাঁ আর এভাবে আমাদের ঘরবন্ধী থাকতে আর ভালো লাগছে না।
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ ভাইয়া
তৌহিদ
সোনেলায় আপনাকে স্বাগত জানাচ্ছি আপু। আসলে আমাদের মানবিক দিকগুলিকে জাগ্রত করতে হবে। নিজেদের পরিবারের পাশাপাশি আমাদের যারা সাহায্য করে তাদের দিকেও খেয়াল রাখতে হবে। মানুষ হিসেবে মানুষকে ভালোবাসাই পরম ধর্ম। কে জানে মৃত্যুর মিছিলে আমার নিজের নাম কবে আসবে।
ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু।
অনেক ধন্যবাদ ভাইয়া॥
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সময়োপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ লেখা। সকলের এ বিষয়গুলো লক্ষ্য করা এবং সে মতে ব্যবস্থা নেয়া উচিৎ। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন —- “হঠাৎ করে যে কেউ আমরা যে কোন ভাবেই আক্রান্তহলে অবাক কেমনে হইল?আসলেই আমরা যে কোন সময় যে কোন ভাবেই আক্রান্ত হতে পারি।তাই নিজেদের পাশাপাশি কাজের মানুষদেরও খেয়াল রাখতে হবে॥বাইরে থেকে এলে স্যানিটাইজ করাতে হবে ও মাস্ক পড়া শেখাতে হবে॥যেহেতু সামর্থ্যের ব্যাপার তাই তাদের গিফট হিসেবে দিয়ে ব্যাবহারের নিয়মও শিখিয়ে দিতে হবে॥এবং ভয়াবহতা বোঝাতে হবে। খাবারগুলো তাদেরও ভালো দিতে হবে”।
ভালো থাকবেন, ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু।
অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য।
জিসান শা ইকরাম
সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে।
বাসায় যারা গৃহকর্মী, তাদের প্রতি অবশ্যই নজর রাখতে হবে। তাদের মাধ্যমেও বাসায় করোনা ছড়াতে পারে।
সচেতনতা মুলক পোস্টের জন্য ধন্যবাদ আপনাকে।
নিয়মিত লিখুন, অন্যদের লেখাও পড়ুন।
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু।
আমি কেমন লিখি জানিনা কিন্তু লিখতে ভালবাসি। ভুলত্রুটি শুধরে আমাকে সহযোগিতা করবেন।
ইঞ্জা
সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে, এই উঠোন হলো আপনাদের মতো নবীনদের জন্য উতকৃষ্ট মাধ্যম, নিজের খুশি মতো এই উঠোনে নেচে গেয়ে আনন্দে থাকুন সবসময়।
আপনার একান্ত অনুভূতি সত্যি আমাকে আজ নাড়িয়ে দিয়েছে, সত্যিই তাই আমাদের উচিত তাদেরকে আরও বেশি বেশি কেয়ার করা, তাহলেই সম্ভব হবে “মানুষের তরে মানুষ” কথাটি উতকৃষ্টতা।
ধন্যবাদ অসাধারণ লেখাটির জন্য।
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ ভাইয়া।দোয়া করবেন।
ইঞ্জা
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
আরজু মুক্তা
এখন আমরা সব জানি। জেনে শুনেই সচেতন ভাবে চলতে হবে।
স্বাগতম সেনেলায়
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
ফয়জুল মহী
নিজে সচেতন হই । নিরাপদে রাখি পরিবার ।
রোকসানা খন্দকার রুকু।
এ সময় সবারই সচেতনতা জরুরি। ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
চর্বিযুক্ত গদলু-গদলুদের জন্য অবশ্যই ভয়ের কিছু আছে!!
ক্রনাকালে আমদের অবশ্যই নিয়মনীতি মেনেই যতটা সম্ভব জীবনে ফিরতে হবে।
স্বাগত আপনি এখানে।
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ ভাইয়া।আমি বাবা-মায়ের শেষ সন্তান তো তাই বোধহয় সবকিছুতেই লেট।কিছু মনে করবেননা।
সাবিনা ইয়াসমিন
স্বাগতম সোনেলা ব্লগ পরিবারে 🌹🌹
অবশেষে লেখালেখি শুরু হলো! গুড।
নিয়মিত লিখুন, যথাসম্ভব অন্যদেরও পড়ুন। পরিবারের একজন হয়ে উঠুন শিগগিরই।
শুভ কামনা অনেক অনেক 🌹🌹
রোকসানা খন্দকার রুকু।
খুঁজলে বোধহয় পাওয়াই যায়।আপনাকে যে কিভাবে পেলাম মনে নেই কিন্তু সম্ভব টা আপনার জন্যই হয়েছে।অনেক ভালোবাসা আপু।