আমি আছি মিশে

কামরুল ইসলাম ২ মার্চ ২০২০, সোমবার, ০৮:৩১:১৯অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

যদি দেখা না হয়, প্রভাতের রাঙা মুখ ~
যদি না মেলে সাড়া, প্র‍য়োজনে বিমুখ ~
কোন পথে হবো আমি, জানো কি,
সোনালী আলোর দিশারী ।।
এক আকাশ, তার বুকে এক গুচ্ছ মেঘ ~
সবুজের উপর ক্লান্তির নিশ্বাস ~
প্রান্তিক আয়োজন, দৈনিন্দিন রীতিমালা ~
বেশ তো ছিলাম, আছিও বেশ ~
তবুও যেন মনের অগোচরে নিরুদ্দেশ ।।
স্বপ্নকে ছুঁয়ে যাই, পূর্ণ অবকাশে ~
ক্লান্তির ঘাম মুছে যায়, বিষণ্ণ প্রহরে ~
ছুটে চলি অবিরাম, গন্তব্য বিহীন ~
শুরুতেই শেষ, শেষ থেকেই শুরু, ঘুর্ণায়মান ।।
বসন্ত ছুঁয়ে যায়, দোয়েলের শীষে ~
ঘুমন্ত শহরে, আমি আছি মিশে ।।

৪৭২জন ৩৯৩জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ