তোমাকে আমার প্রয়োজন কেন সেকথা বলি !
তুমি আমার জন্মস্থান, আমার পৃথিবী-
যখন সময় যন্ত্রণা নিয়ে হৃদয়ে নামে
তখন তোমার আকাশ একদিকে তপ্ত
অন্য দিকে অশান্ত বৃষ্টির ক্রন্দন ক্রমশ ।
তুমি আমার জন্মস্থান, আমার পৃথিবী ।
তোমাকে আমার প্রয়োজন কেন সেকথা বলি-
তোমার বক্ষে আমার শান্তি,জীবনের অর্থনীতি
অভাব হতো না কখন কোনও মুহূর্তে সঞ্চয়ে- ব্যয়ে
তখন নিমের শাখায়’ও পাখী বসতো নিশ্চিন্তে
আনন্দ জেগে উঠত মন চরুয়ের চোখে,কাকের পাখায়,
মাঠ ছেয়ে-যাওয়া শ্যামল ছায়ায় ঘেরা স্বাতন্ত্র্যের স্বাদ;
আকাশের নীলিমা যেখানে স্নিগ্ধতা ছড়ায়,
প্রতিটি ইন্দ্রিয়তে স্বাদ বিলায় সুন্দর মোহন স্পর্শে ।
তুমি আমার জন্মস্থান, আমার পৃথিবী ।
তোমাকে আমার প্রয়োজন কেন সেকথা বলি!
অন্য আকাশ, অন্য অনেক চোখের ঈর্ষা
নির্জন স্বর, রক্তের গান এবং চতুর কাকলী,
তুমি যেন এখন নিম গাছে জীর্ণ-মুকুলে।
ললাটে রৌদ্রের তিলক এঁকেছে কেউ;
বিশীর্ণ হলুদ পাতায়ও কালো হাতের ছোঁয়া-
সাধু-বিত্তের মুখোশের আড়ালে কু-দৃষ্টির নিক্ষেপে,
তাই ভয় হয়___
যদি শিশিরের মতো মুছে যায় তোমার সংলাপ;
যদি ক্ষয়ে যায় ক্রম-বিমর্ষে গাছের পাতা-সবুজের ছায়া!
যদি হারিয়ে যায়,যা সত্য,সুন্দর,মোহন এবং আনন্দসঞ্চারী-
তাহলে কোথায় পাবো ঘর্মাক্ত-ক্লান্ত দেহ-মনের শান্তির নিদ্রা ?
এ-জন্যই তোমাকেই আমার প্রয়োজন সর্বময় সর্বক্ষণ
তুমি আমার জন্মস্থান, আমার পৃথিবী ।।
১৮টি মন্তব্য
ইঞ্জা
অসাধারণ কথামালায় মুগ্ধ হলাম ভাই।
সৈয়দ আলী উল আমিন
আন্তরিক ধন্যবাদ ভাই।
ইঞ্জা
আপনি সব সময় ব্লগে লিখুন, এই কামনা ভাইজান।
মৌনতা রিতু
সত্যি দরকার একটা নিঃশ্বিস ফেলার জন্য কারো ঘাড়ে মাথা রেখে ক্লান্তিগুলো ঝেড়ে ফেলার।
ভাল হয়েছে। লাইনের মাঝে ফাঁকা অনেক। একটু খেয়াল করলেই হয়ে যাবে।
কথামালা সেজেছে বেশ।
সৈয়দ আলী উল আমিন
এখানে কেন জানি পোস্ট করার পর দেখলাম লাইন গুলি ফাঁকা দেখাচ্ছে।
জ্বি। আন্তরিক ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
নতুন লেখার ঘরেই ডানদিকে দুটো আইকন আছে, দৃশ্যমান আর লেখা। লেখাতে ক্লিক করে আপনার লেখাটি পেস্ট করুন এরপর দৃশ্যমান এ ক্লিক করে প্রকাশ করুন, লাইনের মাঝে স্পেস থাকবেনা।
মোঃ মজিবর রহমান
কবিতায় মুগ্ধতা রেখে দিলাম।
সৈয়দ আলী উল আমিন
আন্তরিক ধন্যবাদ ভাই ।
শুন্য শুন্যালয়
সুন্দর কবিতা।
এ পৃথিবী ভালো লাগবার কারন এক কবিতায় বসবে না, তবু কেন যে সবাই তা দেখতে পায়না!
সৈয়দ আলী উল আমিন
আন্তরিক ধন্যবাদ। ঠিক বলেছেন
নীলাঞ্জনা নীলা
আমাদের প্রত্যেকের একটি একান্ত নিজস্ব পৃথিবী থাকে। যাকে আমরা সকলেই ভালোবাসি।
সুন্দর কবিতা।
সৈয়দ আলী উল আমিন
জ্বি। আন্তরিক ধন্যবাদ।
আসিফ মাহমুদ
অনেক অনেক ভালো লাগলো । মুগ্ধ হইলাম ।
(3
সৈয়দ আলী উল আমিন
আন্তরিক ধন্যবাদ। <3
ছাইরাছ হেলাল
জন্মস্থানের একান্ত নিজস্ব পৃথিবীর সুন্দর অনুভব।
পড়তে ভালই লাগল।
সৈয়দ আলী উল আমিন
আন্তরিক ধন্যবাদ ভাই।
(3
চাটিগাঁ থেকে বাহার
আমার জন্মস্থান, আমার পৃথিবী, আমার বাংলাদেশ।
কবিতা সুন্দর হয়েছে। -{@
সৈয়দ আলী উল আমিন
আন্তরিক ধন্যবাদ।
-{@