আমার পৃথিবী

নীরা সাদীয়া ২৯ মার্চ ২০১৭, বুধবার, ১০:১৬:২৮অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৮ মন্তব্য


তোমাদের যখন রাতের আকাশে
সবান্ধবে তারা দেখা,
আমার তখন তারা ঝিকমিক
আকাশ একলা একা।

তোমাদের যখন প্রেমিকার আঁচলে
হালকা আকাশী নীল
আমার তখন বিশাল আকাশ
প্রশান্তি অনাবিল।

তোমাদের চোখে বিষাদের ছায়া
প্রেমিকের বিচ্ছেদে
আমার তখন হৃদয় পোড়ে
পাখির আর্তনাদে।

তোমাদের বুকে মাথা গুঁজে
প্রেমিকারা যখন কাঁদে,
এদিকে আমার পোষা বিড়ালটা
বায়নায়, আহ্লাদে।

তোমাদের কান্না ধুয়ে নিয়ে যায়
কাজলের যত কালো
আমার কান্নাতে ফুলদলেরা
নীরবেই ঝড়ে গেল।

নীরা সাদীয়া
২৮/০৩/১৭

৬১৯জন ৬১৯জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ