
পনের দিন হয়ে গেলো সেই পরিচিত সুর-ব্যঞ্জনা, কাকের কা-কা, সে-ই চিরচেনা সমীরণ আমাকে জাগিয়ে তুলে না/রাগিয়ে দেয় না। সে-ই যানজট, জনজট, দূষণজট, জলজট আমাকে জড়িয়ে ধরে না বিরক্তিমাখা আলিঙ্গনে। তবুও শূণ্যতা ভর করে আছে সমস্ত দেহ-মন জুড়ে।
কোথায় যেন , কি যেন হারিয়ে ফেলেছি খসেপড়া উল্কাখন্ডের মতো -ছন্দপতন ঘটেছে জীবনে। এখানে নেই কোনো গাড়ির কালো ধোঁয়া, নেই হকারদের দৌরাত্ম তবুও উদাসীন মন আমার। বাসার পাশ দিয়েই বয়ে চলেছে অল্প প্রস্থের দীর্ঘ নাম না-জানা নদীটা কলকলিয়ে, ছলছলিয়ে। তার বুকচিড়ে বয়ে যায় ছোট ছোট ট্রলার বেসুরো আওয়াজে। বারান্দায় দাঁড়ালে অবারিত সবুজ আর নীল-স্বচ্ছ আকাশটা আমায় কাছে টানে একাকীত্বের মূর্ছনা ভুলিয়ে দিতে।
এখানেও পূবের সূর্য্য আলো দিয়ে ঘুম ভাঙ্গিয়ে যায়, পূর্ণিমার জ্যোৎস্না মাখানো রাত জাগিয়ে রাখে নীরব আমন্ত্রণে। শহুরে জীবন-যাপন এখানেও ছড়িয়ে পড়েছে বেঁচে থাকার তাগিদেই। তবুও ফেলে আসা শৈশব, কৈশোর, যৌবন কাটানো রাজধানী পিছুটানে অবিরত। সে যে আমার শিকড়, মাটির টান। ফিরতে কি পারবো সে-ই চিরচেনা বদ্ধ, গিঞ্জি, অস্বাস্থ্যকর পরিবেশে?? কোথায় আমার গন্তব্য, কোথায় শেষ ঠিকানা???
ছবি-নিজস্ব
২০টি মন্তব্য
পপি তালুকদার
মানুষ যেখানে শৈশব, কৈশোর কাটায় সেই জায়গা টা যেমন হোক তা তার কাছে প্রিয় জায়গা। তাকে অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায়না।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্যের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা। অন্য কোনোকিছুর সাথে আসলেই তুলনা করা চলে না সেই আবেগ অনুভূতিকে। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
হালিমা আক্তার
শৈশব কৈশোর পিছু টানে বারে বারে। যেমনি হোক সে যে বাস করে অন্তরে। ভাল থাকুন সুস্থ থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
একদম সে বাস করে অন্তরে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
ছাইরাছ হেলাল
ইহাকেই বলে একান্ত অনুভুতি,
শেকড়ের টান অপেক্ষা করা যায় না, যদিও সময়ের ভেসে যাওয়ায় কোথায় নোঙর তা আমাদের অজানা।
লেখা চালু থাকুক।
সুপর্ণা ফাল্গুনী
আপনার মন্তব্য যেন শুধুই মন্তব্য নয় অনুপ্রেরণার ফল্গুধারা। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
আরজু মুক্তা
এই হলো ঢাকা। ছাড়বে কিন্তু বন্ধনেও রাখবে। এভাবে আস্তে আস্তে নতুন স্থানও আপনার ভালো লাগার একজন হোক। এ কামনাই করি
সুপর্ণা ফাল্গুনী
ঢাকা যত ই হোক জঞ্জালের শহর তবুও যেন কি এক অদৃশ্য বাঁধনে বেঁধে রাখে। অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
প্রদীপ চক্রবর্তী
এখানে কেটেছে আমার শৈশব।
এখানে আমার স্মৃতি।
এখানে জড়িয়ে জীবনানন্দ আর বনলতা সবুজাভ শিল্পশালা।
.
একান্ত বহিঃপ্রকাশ ভালো লাগলো,দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থেকো সুস্থ থেকো। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
মোঃ মজিবর রহমান
জন্ম আমার যত খিঞ্জি অসুস্থ অস্বাস্থ অবহেলা
কেটে গেছে কত যন্ত্রনার পথ জিবনে
তাও সে আমার জন্মজন্মান্তরের স্থান গন্ধমাখা.
তা ঘৃনা করেও ভুলা যায়! যায় না। স্বশরিরে জেগে থাকে ……………।
সুপর্ণা ফাল্গুনী
ইস্ কি সুন্দর করে সাজিয়ে বললেন । অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ঘৃণা তো দূরের কথা কিছুক্ষণের জন্য ও দূরে সরানো যায় না। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
রোকসানা খন্দকার রুকু
জীবন জীবিকার জন্য আমাদের এভাবেই ছাড়তে হয় ভালোলাগার জায়গা।
তবুও ভালো থাকার চেষ্টা করতে হবে।
সুপর্ণা ফাল্গুনী
হুম সেটাই আপু। অফুরন্ত ধন্যবাদ ও ভালোবাসা রইল। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
সাবিনা ইয়াসমিন
শেকড় ছেড়ে যত দূরেই যাই অস্তিত্ব গেঁথে থাকে শেকড়-মাটিতেই। নতুন/ নতুনত্ব ভালোলাগার সব থাকলেও ভালবাসা টা রয়ে যায় জঠরে।
পথ চলা সুন্দর, সাবলীল ও গতিময় হোক।
দোয়া করি, ভালো থাকুন। শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। আপনার জন্য ও দোয়া রইলো পরিবারের সবাইকে নিয়ে এই দুঃসময়ে নিরাপদে থাকুন সাবধানে থাকুন। শুভ সকাল
তৌহিদুল ইসলাম
যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই প্রার্থনা। শেকড়কে কখনওই ভোলা যায়না। এ বড্ড অদ্ভুত টান আমাদের।
শুভকামনা আপু।
সুপর্ণা ফাল্গুনী
সেটাই, এ এক অদ্ভুত টান! ধন্যবাদ ভাইয়া। নিরাপদে থাকুন সাবধানে থাকুন এই পরিস্থিতিতে। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
স্বপ্নীল মেঘ
শৈশব চলে যায় আর ফিরে আসেনা। মৃত্যু যেমন আমাদের স্পর্শের বাইরে ঠিক গত হওয়া সময় আমাদের নাগালের আড়ালে।
বেঁচে থাকার স্বার্থকতা বলতে আমি কৈশোরে অতিবাহিত সময় কেই বুঝি! কেনোনা তখন শুভ্র চিন্তাভাবনা আর মানুষিকতা নিয়েই কেটে যায় সময়।
ফুলের বাড়লে বয়স ঘ্রান, মূল্য দুটোই কমে যায়।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সাথে একমত তাইতো রাজধানীতে বেড়ে ওঠা মুহূর্ত গুলো কিছুতেই ভুলতে পারি না। আমার সব স্মৃতি তো ওখানেই পড়ে আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে