নোটঃ যদিও লেখাটা গত বছরের।ফেসবুক পেইজে দিয়েছিলাম।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমার কি কিছু লেখা উচিত? হয়ত……. হয়ত না!
এমনও হয়…..শব্দেরা গোল্লাছুট খেলতে খেলতে, চোর-পুলিশ খেলায় মেতে ওঠে। ওরা ধরা দেয়না সারিবদ্ধতার শৃংখলায়। নয়তো, এপাশ ওপাশ ফিরলেই চুলের ক্লিপ্ যেমন করে পিঠের নিচে পড়ে ভেঙে যায়! তেমনি করে অকেজো হয়ে পড়ে অবধারিত কিছু ভাষা শব্দের গোছানো শৃংখলা!
দিনের পর দিনের ক্লান্তিহীণ একটা ভালবাসার ঘর থাকে সযতনে। থাকে ফুটফুটে ঘরের আলো সম সন্তান। অপূর্ণতার আধিক্য না থাকারই কথা! তবু চারবছরের প্রেমের পরিনতির সংসারে থেকে থেকে আসে ঝড়ের আভাস।
বোবা কান্নারা প্রতিবাদী হতে হতে স্বরবে জানান দেয় “আমি আর পারছিনা, আমি মুক্তি চাই” প্রাণপণ চেষ্টার সলতেয় প্রতিনিয়ত না পাওয়ার আকাঙ্খা দাবানল জ্বলে। জ্বলে জ্বলে টিকে থাকে দেড়যুগাধিক্যকালের, এক সময়ের ভীষণ প্রেমের একখানা পরিণয়াবদ্ধ ভাঙচুর ঘরের ছায়া সংসার।
আমি বলেই বক্তা হই যখন-তখন: “মাথা ঠান্ডা রাখো; তোমার প্রদীপের যত্ন তোমাকেই নিতে হবে, প্রদীপ কেন জ্বলবে ভাঙা ছাউনীর দেউড়িতে”? আমি সরল বীজগণিতের ফর্মূলা দিতে জানিনা। আমি জানিনা কি করে দেখাতে হয় আকাঙ্খার অপূর্ণতা কেমন করে ঢাকা দিতে হয়? — বলার সময়*আমি ভালো বক্তা হই* আমি নিতে পারিনা কারো ঘরের নড়বড়ে খুঁটি মেরামতে কারিগরি দায়িত্ব!
“আমি ভালো বক্তা হই ”
আমি বলে যেতে পারি এটুকু— *তোমাকে কি বলি বলো তো?*
অবশেষে অনিশ্চয়তার এক বিশাল সিনেমা স্ক্রিনে প্রক্ষেপন রশ্মি পড়ার আগেই আমি নিশ্চুপ হয়ে যাই———– .
২৪টি মন্তব্য
ইঞ্জা
বোবা কান্নারা প্রতিবাদী হতে হতে স্বরবে জানান দেয় “আমি আর পারছিনা, আমি মুক্তি চাই” প্রাণপণ চেষ্টার সলতেয় প্রতিনিয়ত না পাওয়ার আকাঙ্খা দাবানল জ্বলে। জ্বলে জ্বলে টিকে থাকে দেড়যুগাধিক্যকালের, এক সময়ের ভীষণ প্রেমের একখানা পরিণয়াবদ্ধ ভাঙচুর ঘরের ছায়া সংসার।
অসাধারণ প্রকাশ।
খুব ভালো লিখেছেন আপু।
বন্যা লিপি
শব্দের আড়ালে কষ্টের সত্য কাহিনী।সময়ের স্রোতে জোয়ার ভাটা আছে। কিন্তু আজো এই বাস্তবতার পরিবর্তন হয়নি/হচ্ছে না। আমাকে শুনতে হয়- আমার কাছে সমাধান নেই, সান্তনাও নেই। আমি শুধুই শ্রোতা, বক্তা, বন্ধু সবই।
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ ভাইজান।
ফয়জুল মহী
চমৎকার লেখা । ভালো লাগলো
বন্যা লিপি
মহী ভাই, আপনার কাছে সনির্বদ্ধ (দুই হাত জোড় কইরা) অনুরোধ করছি, শুধু ভালো লেগেছে বলে ক্ষান্ত দিয়ে চলে যাবেন না। একটু বিস্তারিত বলেন। যে লেখা ভালো লাগে না তাও বলেন। কেউ পিডাইবে না আপনারে।
ভালো থাকবেন। ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
দমকা হাওয়ার তোড়ে এলোমেলো হতে হতে চুপ হওয়া যাওয়াই নিয়তি!!
বন্যা লিপি
দমকা হাওয়া চলতেই থাকে নিরবধি, চুপ তো হচ্ছেই না। নতুন আর কি লিখব? তাই পুরোনো লেখাকে পুরোনো মনে হয়নি বলেই আবার এখানে আনলাম।
সুপর্ণা ফাল্গুনী
সবাই ভাল বক্তা হতে পারে না বা বুঝাতে পারেনা তাই বলে কি বলবো না? যেখানে বলা যায় সেখানে অবশ্যই বলা উচিত। বলতে বলতে একসময় থমকে যেতে হয়। সবাই আবার ভালো শ্রোতা হতে পারে না বা অন্যের কথা নিতে পারে না এটাই আমাদের স্বভাব। ভালো থাকবেন শুভ কামনা রইলো
বন্যা লিপি
বলার সময়*আমি ভালো বক্তা হই* আমি নিতে পারিনা কারো ঘরের নড়বড়ে খুঁটি মেরামতে কারিগরি দায়িত্ব!
এখানেই আমার অসাহয়ত্ব দিভাই।
আজও শুনি/ বোঝাই, শুনে শুনে কষ্ট বাড়ে।কিছু বলে বোঝানো সম্ভব না।কিছু করারও নেই।
আরজু মুক্তা
বক্তা আর শ্রোতা একজন হতে পারেনা। আবার সময়ের তোড়ে শুনবে বা কে? তবুও বলে যাওয়া। কেউ একজন তো শোনে!
বন্যা লিপি
শোনাবার মতোও কাউকে লাগে। সেই কেউটা যখন আমি হই…..কষ্টটা তখন আমার এমন ভাবেই অক্ষর হয়ে ফুটে ওঠে।
শামীম চৌধুরী
ভাল বক্তার চেয়ে ভাল লেখক ভাল। ব্ক্তব্য দিতে না পারলেও তার লেখাটা অন্য কেউ বক্তব্যাকারে দিলেই লেখক ভাল বক্তার স্বাদ পাবে। ভাল লেগেছে আপনার লেখাটা। শুভ কামনা রইলো।
বন্যা লিপি
লেখা ভালো লেগেছে জেনে কৃতজ্ঞতা রইলো ভাই।
আলমগীর সরকার লিটন
পড়তে পড়তে কথায় হারিয়ে গিয়েছিলাম যেনো মাথাচক্ত দিয়ে তুল লিপি আপু
অনেক শুভেচ্ছা রইল———–
বন্যা লিপি
মাথা চক্কর দিলো? হায় হায় কয় কি? ভালো থাকবেন ভাই।
সুপায়ন বড়ুয়া
“আমি ভালো বক্তা হই*
আমি নিতে পারিনা কারো ঘরের
নড়বড়ে খুঁটি মেরামতে কারিগরি দায়িত্ব! “
কিছু কথা বলতে গিয়ে
অনেক কথাই বললেন
যা ছিল আপনার মতো
আমার মনের কথা।
শুভ কামনা আপু।
বন্যা লিপি
নিজের অবস্থানে থেকে যেমন অন্যের অবস্থান অনুধাবন করা খুব একটা সম্ভব হয় না! তেমনি আমি আমার জায়গায় থেকে বড়জোড় লম্বা চওড়া বক্তৃতাই দিতে পারি। এর বেশি কিছু না। বড়জোড় সমব্যথী ও হতে পারি। আর কিছু করা সম্ভব হয়ে ওঠে না।
ভালো থাকবেন দাদা।
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু।
আমরা আসলেই মাঝে মাঝে অসহায় হয়ে যাই।অনেক কিছু করতে মন চাইছে কিন্তু দর্শক হয়ে থাকা বা সামান্য শান্তনা দেয়া ছাড়া কিছুই করার থাকেনা॥বুকের ভেতরটা মোচড় দেয় ইশ্ কিছু যদি করতে পারতাম।
থাকবেই বা কেমন করে যে খুঁটি নড়বড়ে হয়ে গ্যাছে তা নতুন করে পোঁতা অতটাও সহজ নয়।
কেন যেন কষ্ট হল। শুভ কামনা। ভালো থাকবেন।
বন্যা লিপি
আপনি ঠিকঠাক আমার মনের কথা বলেছেন। ঠিক এমনটাই আমার মনের অবস্থা হয়/ হচ্ছে।
ভালো থাকবেন।
শুভেচ্ছা রইলো।
তৌহিদ
কিছু কিছু জিনিস শোনার বা বোঝার পরেও নিরব দর্শক হয়ে থাকতে হয়। অথবা শুধু বলেই যাবেন কেউ কিছু শুনুক বা নাবুঝুক এক্ষেত্রেও আসলে কিছু করার থাকেনা। এটাই বাস্তব সত্য যা মেনে না নিয়ে কোন উপায়ই নেই।
ভালো থাকুন আপু।
বন্যা লিপি
সাজানো ঘরের দামাল বাতাস বইতে শুরু করলে তাকে সামাল দেয়া বড় কঠিন। ঝড়ের তলেই টিকিয়ে রাখা দেড়যুগাধিক্যকালের ভালবাসার সংসার।
শুভেচ্ছা জানবেন।
হালিম নজরুল
চারবছরের প্রেমের পরিনতির সংসারে থেকে থেকে আসে ঝড়ের আভাস।
——–এটিই চিরন্তন
চমৎকার লিখেছেন।
বন্যা লিপি
চিরন্তন তো সবই। সাধারনত পার্থক্যটা ভালবাসার ঘর বলেই ; আর তারা যদি আমার কাছের মানুষ হয়….. আমি আমাকে বড্ড অসহায় হতে দেখি।
ধন্যবাদ ভাই।
উর্বশী
এক কথায় কিংকর্তব্যবিমুঢ়। অপলক অসহায়ত্বের কিছু প্রশ্নের ঝুরি। উত্তর জানা থাকলেও বলার অপেক্ষা রাখেনা বা থাকে না। এ যেন ভালোবাসার উঠোন টায় হঠাৎ কালো মেঘমালার ঝরে পড়ার আগমন।সময় এবং নীরবতায় অসহায়ত্বের পথ দূরীকরণের উপায় বের করা,শুধু একান্ত কাছের মানুষ বলে।
আপু আপনার মিষ্টি ভাষার উত্তর দেয়া আমি সব পড়ি। অনেক মজা পাই, শত কাজের মাঝেও দু’ একটি লাইন মনে হলে হেসে ফেলি। যেমন ফয়জুল মহীকে লিখেছেন। দারুন লেগেছে।অনেক শুভ কামনা রইল।
বন্যা লিপি
আপনার মন্তব্যও আমাকে অনুপ্রানিত করলো। আসলে ঠিকই, আমরা কাছের মানুষের সমস্যাগুলো কেবল ব্যাথাভরা মন নিয়ে শুনি। কিছু বলা বা সমাধান দিতে পারি না।
দ্বিতীয় প্যারার মন্তব্যে আমি হাসলাম। কি করবো বলেন আপু? মহী ভাই মনে হয় 0+ রক্তের গ্রুপের মানুষ। 0+ রক্তের মানুষজন ঘাড়ত্যাড়া হয়। এই যেমন ধরেন আমি😊😊 আমি তো তাও যৌক্তিক কথা শুনে বুঝে চলার চেষ্টা করি। কিন্তু মহীভাই? ওই সেই একই জপ জপতে থাকে সবখানে।
শুভেচ্ছা শুভ কামনা জানবেন।