ভেবেছিলাম অনেক কিছু লিখব এই পোস্টে; কিন্তু এখন আর তেমন কিছু না লিখে শুধু একটা ফাইল সোনেলায় রেখে বলতে ইচ্ছে করছে “সোনেলা, জান এটা তোমার!” কিন্তু তাও পারছি না। যারা বক বক করে বেশি তাদের দিয়ে এ কাজ কম হয়; যদিও সময়মতো আওয়াজও এরা কমই দেয়!
সে যাগগে, কিছু বকর বকর করিই না হয়!
পাগলামিটা কিছুই নয়, “তোমাকে আমার মনে পড়বেই” লেখাটিকে আবৃত্তি করা এবং তা সোনেলাকে দিয়ে যাবার অভিপ্রায় – আর কিছু নয়। লগ্নে কে কতটা বিশ্বাস করে আমি জানি না, তবে আমি বুঝি। অনেক কিছুতেই লগ্নটাও খুব জরুরী। অনেক অনেক নাম মনে আসছে এ লেখায়; কিন্তু ইচ্ছে করেই কাউকে মেনশন করছি না। আমি শুধু এটুকু বলব “সোনেলাই আমাকে এ লেখা লিখিয়ে নিয়েছে”, যদি কারও ভাল লেগে থাকে। ইচ্ছে ছিল একটা গান গেয়ে শোনাবার তা হলো না এ যাত্রায়। তবে সময় ফুরিয়ে যায়নি বলেই আমি বিশ্বাস করি।
অডিও ফাইলটা সোনেলাতে রেখে দিলাম। এ সোনেলারই হয়ে থাক। কেউ যদি কখনও এতে কোন ইমেজ বা অন্য কিছুও যোগ করতে চায়, সে তা করে নিতে পারে। আমার কোন আপত্তি নেই; বরং আমি খুবই খুশি হব।
কেউ হয়তোবা ইউটিউব লিঙ্ক খুঁজে বেড়াবে, হয়তোবা কাউকে শেয়ার করার জন্য। তাই ইউটিউব লিঙ্কটিও দিয়ে দিলাম।
সাথে আমার থ্রি ডটস্ “…” ।
সোনেলা তুমি ভাল থেকো।
৫২টি মন্তব্য
ইমন
তিন মিনিট একপঞ্চাশ সেকেন্ড হারিয়ে গিয়েছিলাম মুগ্ধতার অতলে। ভাশায় প্রকাশ করা যাবেনা । ভীষণ ভালো হয়েছে। কাল রাতে অনেক হাই ছিলাম সেটা এখনো কাটে নাই মনে হয়। কি লিখছি জানিনা , কিন্তু কানে বাঝছে , ” আই ওয়ান্ট মাই চিয়ার লিডার ব্যাক ……………”
ইউ মেড মাই ডে ভাই 🙂
অরণ্য
ইমন আমি সত্যি হেসে উঠেছি জোরে… ” আই ওয়ান্ট মাই চিয়ার লিডার ব্যাক ……………” 🙂
আজ জিসান ভাইয়ের একটা লেখাও আমাকে পুরো বদলে দিয়েছে।
হ্যাভ এ গুড ডে। (y)
ইমন
(y)
আবু খায়ের আনিছ
”তোমাকে আমার মনে পড়বেই” এই লেখাটায় নিজের অনুভুতিটা জানিয়েছিলাম।
অনেক কবিতা আবৃত্তি শুনেছি, পড়েছি অনেক কবিতা। অনেক গান,কবিতা আছে প্রিয় লিষ্টে। কিন্তু প্রথম বার পড়ার পর থেকে কেন যেন বারবার মনে হয়েছে এই কবিতাটা শুধু আমার জন্য। আমাকে বারবার টেনে নিয়ে যায় এস আর পরিবহন এ, নিয়ে যায় ঢাকা রাজশাহী রোডে।
অরণ্য
এস আর পরিবহন… বেশ। আর কিছু না বলি; সেই ভাল আনিছ ভাই।
ভাল থাকবেন। (y)
আবু খায়ের আনিছ
বলেন বলেন, আমরা আমরাই ত।
অরণ্য
😀 মজা পেলাম।
আবু খায়ের আনিছ
😀 😀 😀
অরুনি মায়া
সুন্দর অনুভূতির সুন্দর বহি:প্রকাশ সেই সাথে চমৎকার পাগলামি 🙂 (y)
অরণ্য
অনেক ধন্যবাদ অরুনি মায়া। (y) আসলেই এ এক পাগলামি আমার। 🙂
অরুনি মায়া
সুন্দর আবৃত্তি করেছেন !
স্পষ্ট আওয়াজ ,,,
অরণ্য
🙂 আমি একটু চেষ্টা করেছি।
থ্যাঙ্কস অরুনি মায়া।
আলমগীর
আবৃত্তির ধরনে কবিতাটা সুন্দর হয়েছে। তবে আলাদাভাবে কবিতাটা আরও সুন্দর হতে পারতো।
অরণ্য
অনেক ধন্যবাদ আলমগীর ভাই। এ আবৃত্তিটা আসলে একটা পাগলামি বলতে পারেন। কিছু শব্দকে, একটা অনুভবকে, কিছু স্পন্দনকে, কিছু শ্বাসকে সোনেলায় এবং ইউটিউবে রেখে গেলাম বলতে পারেন। 🙂
ভাল থাকবেন।
Muhammad Arif Hossain
বাহ্!! আবৃত্তি শুনে মুগ্ধ হইলাম!!!
আবেগী হয়ে গেলাম। ;(
অরণ্য
জানিনা, প্রথম পেলাম মনে হয় আপনাকে। সে অবশ্য কোন ব্যাপার না। কিন্তু আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে।
আবেগ আপনার কাজ করছে, মানে হলো আপনি এখনও লিভিং – বেঁচে আছেন। মানুষ মানুষ গন্ধ পাচ্ছি আপনাতে। 🙂
অনেক শুভ কামনা আপনার জন্য। (y)
জিসান শা ইকরাম
কবিতাটিতে প্রবল ভালোলাগা জানিয়েছিলাম
এখন তো আপনার আবৃত্তি শুনে আবেগাপ্লুতু হয়ে পড়লাম
মনে থাকুক আপনার ‘তোমাকে’
তাকে স্থানচ্যুত করা যায়ন আসলে
ভালো থাকুক আপনার ‘তোমাকে’
ভালো রাখুন আপনার ‘তোমাকে’ কে।
অরণ্য
জিসান ভাই, আপনার সামনে থাকলে এ মন্তব্যের পরে আমি থাকতাম আমার মুচকি হাসিতে, এখনও আছি তাই। 🙂
ভাল থাকবেন জিসান ভাই।
জিসান শা ইকরাম
সারাক্ষণ হাসুন এই কামনা করি 🙂
অরণ্য
থ্যাঙ্কস জিসান ভাই।
এখন জানতে ইচ্ছে করছে আমাদের বটতলার আড্ডা কোন লেভেলে আছে। এমন ধরনের একটা আওয়াজ ছিল যে ডিসেম্বর বা ফেব্রুয়ারিতে আমরা একটা হৈ হৈ ঝৈ ঝৈ করতে পারি। ভাইয়া, কোন আপডেট? 🙂
লীলাবতী
আড্ডার দাওয়াত যেন পাই আমরা 🙂
অরণ্য
জিসান ভাই এর জবাব দেবেন। আমিও জানতে চাই কবে হচ্ছে তা।
জিসান শা ইকরাম
আড্ডা অবশ্যই হবে।
সময় নির্ধারন করতে হবে,ডিসেম্বরেও হতে পারে।
আড্ডার দাওয়াত দেয়া হবে সবাইকে 🙂
দু একদিনের মধ্যেই যোগাযোগ করবো অরণ্য ভাই।
অরণ্য
শুনে ভালই লাগছে। দু’এক দিন ব্যাপারটা আমার মত না হলেই হয়। 🙂
ব্লগার সজীব
আড্ডায় আমিও অংশ নিতে চাই 🙂
অরণ্য
আমিও ব্যক্তিগতভাবে এই ব্লগার সজীবকে দেখতে চাই আড্ডায়। আমার থাকার খুব ইচ্ছে আছে।
তানজির খান
ভাইয়া অসাধারণ আবৃতি হয়েছে। খুব ভাল লাগলো। আমার একটি কবিতা আছে ”তোমাকে মিস করব” শিরোনামে। ভাবনাগুলো কখনও কখনও এক হয়ে যায়। খুব ভাল লেগেছে ভাই এই আবৃতি।
অরণ্য
ভাল লাগলো তানজির যে আপনাদের ভাল লেগেছে।
“ভাবনাগুলো কখনও কখনও এক হয়ে যায়। ” – হ্যাঁ, ঠিকই বলেছেন।
ভাল থাকবেন। (y)
শুন্য শুন্যালয়
🙂
অরণ্য
🙂
শুন্য শুন্যালয়
Just the way, you r —————— 🙂
অরণ্য
থ্যাঙ্কস শুন্য। 🙂 (y)
রিমি রুম্মান
মুগ্ধ হলাম। তবে আমি আবৃত্তি করলে আরেকটু আবেগ দিয়ে করতাম… 🙂 শুভকামনা -{@
অরণ্য
রিমি আপু, আমি করেছি আমার মত। কখনও যদি সুযোগ হয় আপনারটা শোনা… না আমি ঠিক জানি না।
ভাল থাকবেন। (y)
অরুণিমা
আবৃত্তিটা ভালোই হয়েছে, কবিতার কথা গুলো অসাধারন। লগ্নটা আসলেই জরুরী।এই শুভ লগ্নে তিনটি ডট কেন? আই লাভ ইউ বললেই ভালো হতো 🙂
অরণ্য
😀 বেশ বলেছেন অরুনিমা। 🙂
লগ্নটা আসলেই জরুরী।
ভাল থাকবেন। (y)
নীলাঞ্জনা নীলা
সেই “তুমি”টা অনেক ভাগ্য করে এসেছিলো। সে কি জানে?
সবুজ অরণ্য আমি কি বলবো খুঁজে পাচ্ছিনা। তবে অফুরান ভালোবাসা অবশেষে পোষ্টটি দিয়েছো। -{@ (3
অরণ্য
হ্যাঁ, আমার “তুমি” টা অনেক ভাগ্য নিয়ে এসেছে। শুধু আমি না পৃথিবীও ছোটে মাঝে মাঝে ওর পিছে। 😀
আর, তোমাকে কিছু বলতে হবে না। এ সবই তোমাদের। 🙂
ভাল থেকো আপু। (y)
নীলাঞ্জনা নীলা
তোমার “তুমি”কে বলে দিও কিন্তু এ কথা সে যে অনেক ভাগ্যবতী।
কবিতা পেলাম, এখন গান চাই। চাই-ই চাইইইইইইইইইইইইইইই।
মনে থাকে যেনো। নইলে মন খারাপ করে বসে থাকবো। 🙁
অরণ্য
🙂 গান করলে দিয়ে দেব একদিন।
এতো ছোট কিছুতে মন খারাপ করতে নেই।
লীলাবতী
আবৃত্তি অনেক সুন্দর হয়েছে ভাইয়া।যাকে উদ্দেশ্য করে এমন কাব্য রচিত হয়,এরপর আবৃত্তি হয়,তিনি অনেক ভাগ্যবতী 🙂
অরণ্য
হ্যাঁ আপু, আপনি ঠিকই বলেছেন – ও অনেক ভাগ্যবতী। 😀
আপনি সোনেলাকে অনেক ভালবাসেন আমি জানি। এ পাগলামি পুরোটাই সোনেলার। আপনাদের।
ভাল থাকবেন। 🙂 (y)
নাসির সারওয়ার
মনে না পরারতো কথা ছিলোনা।
আবেগ দেবার অনেক আকুতী আবৃতিটায়। বেশ হয়েছে।
অরণ্য
🙂 থ্যাঙ্কস নাসির ভাই। (y)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শুধু মুগ্ধই নই একে বারে মিষ্টির সিরার আঠার মতো মনে লেগে আছে -{@
অরণ্য
মনির ভাই, আপনি আমাকে অনেক পছন্দ করেন তাই ভালোলাগাটা অনেক বেশি হবে; আর এটাই স্বাভাবিক। অনেক ভাল লাগল এ মন্তব্য। ভাল থাকবেন।
অনেক শুভকামনা আপনার পরিবারের জন্য।
ব্লগার সজীব
আবৃত্তি শুনতেই আছি 🙂 আপনার কণ্ঠ তো বেশ সুন্দর। ভাইয়া সোনেলার লেখার মাঝে আবৃত্তির অডিও দিলেন কিভাবে?
অরণ্য
ও কিছু না সজীব। ও পাগলামি। যেকোন অডিওই মনেহয় দেয়া যায় সোনেলা লাইব্রেরিতে। তারপর শুধু লিংক করা আর কিছু নয়। আসল লেখাটিতে আপনার গাড়ীটার অবদান আছে। 🙂
বনলতা সেন
সে তো দিয়ে বসে আছেন সেই কবে থেকে।
অরণ্য
হ্যাঁ, আসলেই অনেকদিন হয়ে গেল। 🙂
ঘুড্ডির পাইলট
সোনেলায় অডিও সংযুক্ত করা যায় জানতাম নাতো ! দাড়ুন ব্যাপার ।
অরণ্য
হ্যাঁ, ব্যাপারটা মন্দ নয়।